পান্ডুল ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন

পান্ডুল ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৭২।[]

পান্ডুল
ইউনিয়ন
ডাকনাম: পান্ডুল ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাউলিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৩
আয়তন[]
 • মোট১৯.০৫ বর্গকিমি (৭.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[]
 • মোট২৩,৩২১
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন

সম্পাদনা

উলিপুর উপজেলা সদর হতে প দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৪৭১১ একর বা ১৯.০৫ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

পান্ডুল ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —১.উত্তর পান্ডুল মোল্লাপাড়া,২.উত্তর পান্ডুল বামনীরপাড়,৩.সাতভিটা,৪.তেলিপাড়া,৫.কাশেমবাজার,৬.তালতলা৭.জামতলী,৮.গাবতলী,৯.কুঠিরপাড়,১০কুড়ারপাড়,১১.খোচাবাড়ী,১২.মিনাবাজার.১৩মালতিবাড়ি সহ আরো অনেক গ্রাম।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পান্ডুল ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৩৩২১ জন[], যারা ৬৩৭৯ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১১২১৯ জন এবং নারী হল ১২১০২ জন।

শিক্ষা ও সংস্কৃতি

সম্পাদনা

পান্ডুল ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৫.৬%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪১.৫% এবং পুরুষ শিক্ষার হার ৫০.২%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

অর্থনীতি ও যোগাযোগ

সম্পাদনা

পান্ডুল ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা