হাতিয়া ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন

হাতিয়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৬১।[২]

হাতিয়া
ইউনিয়ন
ডাকনাম: হাতিয়া ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাউলিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৩
আয়তন[১]
 • মোট৩০.৬৪ বর্গকিমি (১১.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ জনশুমারি অনুসারে)[১]
 • মোট৩৫,৬৫৪
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৭.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

উলিপুর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭৫৭১ একর বা ৩০.৬৪ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

হাতিয়া ইউনিয়ন ৩৮টি গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। হাতিয়া ইউনিয়নের গ্রামসমূহ হলো:

নুতন অনন্তপুর ব্যাপারীপাড়া কবিরাজপাড়া মাঝিপাড়া তাতীপাড়া
কৌশুল্যারপাড় কদমতলা মন্ডলপাড়া গাবুরজান চর অনন্তপুর
চর বাগুয়া চর গুজিমারী বাবুর চর কুমারপাড়া কাশারিয়ারঘাট
চড়ুয়াপাড়া টশাপাড়া নয়াগ্রাম ভাটিগ্রাম উচাভিটা
নীলকণ্ঠ কলাতিপাড়া অনন্তপুর মিয়াজিপাড়া সরকারপাড়া
চিড়াখাওয়ারপাড় বকসিপাড়া ডারারপাড় শ্যামপুর বগাপাড়া
ওলামাগঞ্জ ব্যাপারীরগ্রাম হাতিয়া ভবেশ জোলা পাড়া হাতিয়ার মেলা
সোনার পাড়া হাজী পাড়া চড়েয়ারপাড় মুন্সি পাড়া হাতিয়া বকসি
হাতিয়ারগ্রাম কামারটারী

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮৯৩৩ জন[১], যারা ৭৬১০ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৩৯৩৭ জন এবং নারী হল ১৪৯৯৬ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৭.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৩.৫% এবং পুরুষ শিক্ষার হার ৪২.৫%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গুলো :

১/নতুন অনন্তপুর হাই স্কুল ২/ নতুন অনন্তপুর বালিকা স্কুল ৩/নতুন অনন্তপুর দাখিল মাদরাসা ৪/দি নাসা কিন্ডার গাডেন,নতুন অনন্তপুর ৭/বালারচর নাসারিয়া ফাজিল(ডিগ্রী)মাদরাসা ৮/দিঘল হাইল্যা ডি এস দাখিল মাদরাসা ৯/বাগুয়া অনন্তপুর দাখিল মাদরাসা ১০/বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ ১১/বাগুয়া অনন্তপুর বালিকা স্কুল ১২/ দি বেস্ট মডেল একাডেমি

পর্যটন সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন স্থান হলো:

  • ১. ব্রহ্মপুত্র নদ
  • ২. ধরলা বাধঁ(বাগুয়া অনন্তপুর)
  • ৩. ধরলা নদী(কদম তলা,বাগুয়া অনন্তপুর,হাতিয়া)
  • ৪. হাতিয়া গণহত্যা স্মৃতি সৌধ
  • ৫. হাতিয়া বদ্ধভূমি
  • ৬. পালের ঘাট
 
শুকনো মৌসুমে ব্রহ্মপুত্র নদ, বাগুয়া অনন্তপুর নৌঘাট।
 
ব্রহ্মপুত্র নদ, হাতিয়া।

অর্থনীতি সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

হাতিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক নতুন অনন্তপুর-হাজির বাজার সড়ক-কদমতলা-বাগুয়া সড়ক ও বাগুয়া-চৌমুহনী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা,জিএস,অটো।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

হাতিয়া ইউনিয়নে ৫০টি মসজিদ, ১২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।

নদী সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের প্রধান নদী হচ্ছে ধরলা নদী,দুতকুমর নদী ইত্যাদি।

বিশেষ দিবস : সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • মো:বাবর উদ্দীন সরকার (সাবেক চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)
  • মো:ইনতাজুল আলম (সাবেক চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)
  • বি এম আবুল হোসেন (সাবেক চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)
  • শায়খুল ইসলাম নয়া ( চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা