দুর্গাপুর ইউনিয়ন, উলিপুর

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন

দুর্গাপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৫০।[২]

দুর্গাপুর
ইউনিয়ন
ডাকনাম: দুর্গাপুর ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাউলিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৩
আয়তন[১]
 • মোট২৪.৬৮ বর্গকিমি (৯.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট৩৪,২৬৩
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

দুর্গাপুর ইউনিয়ন জনসংখ্যায় কুড়িগ্রাম জেলায় একটি অন্যতম বৃহত্তম ইউনিয়ন। এটি কুড়িগ্রাম-চিলমারী সড়কে অবস্থিত একটি বড় বাজার ও ব্যবসা কেন্দ্র। এটির পরিধি ধরা হয় পাঁচপীর কলেজ থেকে দুর্গাপুর বাজার পল্লি বিদ্যুৎ অফিস পর্যন্ত।

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

উত্তরে সদরের বেলগাছা, মোগলবাসা ও কুড়িগ্রাম পৌরসভা দক্ষিণে ধরণীবাড়ী ও পান্ডুল ইউপি পূর্বে বুড়াবুড়ী ইউপি পশ্চিমে পান্ডুল ও উমর মজিদ ইউপি।

উলিপুর উপজেলা সদর হতে উত্তরে দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬,০৯৮ একর বা ২৪.৬৮ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

দুর্গাপুর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —

  • গোড়াই,
  • অর্জুনডারা,
  • গোড়াই মন্ডলপাড়া,
  • পাঁচপীর,
  • ছড়ারপাড়,
  • গোড়াই রঘুরায়,
  • গমবাড়ী,
  • যমুনা,
  • পাইকপাড়া,
  • ঝেল্লাআম,
  • বর্ম্মতত,
  • দুর্গাপুর,
  • দলালীপাড়া,
  • কামারপাড়া,
  • সরকারপাড়া,
  • সরদারপাড়া,
  • দুর্গাপুর মন্ডলপাড়া,
  • গোপীনাথপুর,
  • কামাল খামার,
  • জানজায়গীর,
  • গোড়াই কল্যাণ।
  • গোড়াই ব্যাপারী পাড়া
  • বেলের তল
  • বোর্ড স্কুল

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দুর্গাপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৪২৬৩ জন[১], যারা ৮৯০১ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৬৩৬২ জন এবং নারী হল ১৭৯০১ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

দুর্গাপুর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৫.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪২.২% এবং পুরুষ শিক্ষার হার ৪৯.৬%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ দূর্গাপু‌রের অ‌নেক কৃ‌তি সন্তান বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে সুনা‌মের সা‌থে শিক্ষকতা ক‌রে যা‌চ্ছেন।

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

দুর্গাপুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

০৩. ভৌগোলিক অবস্থান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে

০৪. গ্রামসমূহ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে


বহিঃসংযোগ সম্পাদনা