বেগমগঞ্জ ইউনিয়ন, উলিপুর

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন

বেগমগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.১৪।[২]

বেগমগঞ্জ
ইউনিয়ন
ডাকনাম: বেগমগঞ্জ ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাউলিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৩
সরকার
 • চেয়ারম্যানবেলাল হোসেন মাসটার
আয়তন[১]
 • মোট৪৬.৯৪ বর্গকিমি (১৮.১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট১৭,৩০৯
 • জনঘনত্ব৩৭০/বর্গকিমি (৯৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২২.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

উলিপুর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ১১৩৫৬ একর বা ৪৬.৯৪ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

বেগমগঞ্জ ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — ইসলামপুর, মাঝেরচর, পশ্চিম বেগমগঞ্জ, হিন্দু পাড়া, মাষ্টার পাড়া,

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বেগমগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ১৭৩০৯ জন[১], যারা ৩৭২০ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ৮৭৭০ জন এবং নারী হল ৮৫৩৯ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

বেগমগঞ্জ ইউনিয়নের গড় সাক্ষরতা হার ২২.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ১৯.০% এবং পুরুষ শিক্ষার হার ২৫.২%। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় একটি ও উচ্চ বিদ্যালয় একটি

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

বেগমগঞ্জ ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

বেগমগঞ্জ ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ আগস্ট ২০২০ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন