পাঁচপীর রেলওয়ে স্টেশন

পাঁচপীর রেলওয়ে স্টেশন (পূর্বনাম- পুরাতন দূর্গাপুর রেলওয়ে স্টেশন) বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার দূর্গাপুর ইউনিয়নের একটি রেলওয়ে স্টেশন

পাঁচ পীর রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানকুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনতিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন
প্ল্যাটফর্ম১টি
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারনাই
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৯৬৭
পরিষেবা
আছে
অবস্থান
মানচিত্র

অবস্থান সম্পাদনা

পাচঁপীর রেলওয়ে স্টেশন তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইনের কুড়িগ্রাম - রমনা অংশে অবস্থিত।[১]

ইতিহাস সম্পাদনা

১৯৬৭ সালে তৈরি কুড়িগ্রাম-চিলমারী লাইন তৈরি করার সময় পাঁচপীর রেলওয়ে স্টেশন করা হয়।

পরিষেবা সম্পাদনা

পাচঁপীর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেন গুলোর তালিকা নিম্নে দেওয়া হলো:

  • রমনা লোকাল (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)
  • মিশ্র ট্রেন (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)[২]


পাঁচপীর ষ্টেশন হতে অন্যান্য গন্তব্যস্থানের দূরত্বঃ

     গন্তব্য ষ্টেশন                      দূরত্ব
উলিপুর ১০ কি.মি.
বালাবাড়ী ১৮ কি.মি.
রমনা বাজার ২০ কি.মি.
কুড়িগ্রাম ১৫ কি.মি.
টগরাইহাট ২১ কি.মি.
রাজারহাট ২৫ কি.মি.
শিঙ্গারডাবরীরহাট ২৯ কি.মি.
তিস্তা ৩৭ কি.মি.
কাউনিয়া ৪১ কি.মি.
মীরবাগ ৪৯ কি.মি.
রংপুর ৫৯ কি.মি.
শ্যামপুর ৭৩ কি.মি.
বদরগঞ্জ ৮২ কি.মি.
খোলাহাটি ৯০ কি.মি.
পার্বতীপুর ৯৮ কি.মি.

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিনিধি, কুড়িগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে রেলপথ অবরোধ"bangla.bdnews24.com। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  2. "তিস্তা থেকে রমনা ৫৪ কিলোমিটার রেললাইন ঝুঁকিপূর্ণ"www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯