রংপুর রেলওয়ে স্টেশন
রংপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১]
রংপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | রংপুর জেলা রংপুর বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | বুড়ীমারি-লালমনিরহাট-পার্বতীপুর লাইন |
প্ল্যাটফর্ম | ১টি |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ? |
অবস্থান | |
![]() |
বুড়িমারী–লালমনিরহাট–পার্বতীপুর রেলপথ | |
---|---|
সূত্র: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
অবস্থানসম্পাদনা
বুড়ীমারি-লালমনিরহাট-পার্বতীপুর লাইনের পার্বতীপুর-কাউনিয়া অংশে রংপুর রেলওয়ে স্টেশন অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
পরিষেবাসম্পাদনা
রংপুর রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে। নিম্নে তা উল্লেখ করা হলো:
- দোলনচাঁপা এক্সপ্রেস
- কুড়িগ্রাম এক্সপ্রেস
- রংপুর এক্সপ্রেস
- উত্তরবঙ্গ মেইল
- দিনাজপুর কমিউটার
- লালমনি কমিউটার
- বুড়ীমারি কমিউটার
- পার্বতীপুর কমিউটার
- রংপুর কমিউটার ও
- লোকাল ট্রেন।
- রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "অরক্ষিত রংপুর রেলস্টেশন নিরাপত্তাহীনতায় যাত্রীরা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ "রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা - ২০২০"। Wiki Of Info। ২০২০-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৩।