রংপুর রেলওয়ে স্টেশন

রংপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলায় স্থাপিত একটি রেলওয়ে স্টেশন। রংপুর স্টেশন প্রতিষ্ঠা লাভ করে ২ জুলাই ১৮৭৮ সালে। একটি মাত্র প্লাটফর্ম, একটি মেইন লাইন, দুইটি লুপ লাইন ও ৩ টি ইয়ার্ড লাইন নিয়ে মোট ৬ টি লাইন। ১৯৪৪ সালে রংপুর স্টেশনে বড় সংস্কার করা হয়। এরপর বড় কোন সংস্কার দেখা যায়নি রংপুর স্টেশনে। [১]

রংপুর রেলওয়ে স্টেশন
প্রতিষ্ঠা: ১৮৭৮
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানরংপুর জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনবুড়ীমারি-লালমনিরহাট-পার্বতীপুর লাইন
দূরত্বপার্বতীপুর ৩৯ কি.মি., লালমনিরহাট ৩৬ কি.মি., ঢাকা ৪১৫ কি.মি.
প্ল্যাটফর্ম১টি
রেলপথ৬টি
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনপথিপার্শ্ব স্টেশন
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডRNP
অবস্থান

অবস্থানসম্পাদনা

বুড়ীমারি-লালমনিরহাট-পার্বতীপুর লাইনের পার্বতীপুর-কাউনিয়া অংশে রংপুর রেলওয়ে স্টেশন অবস্থিত।

ইতিহাসসম্পাদনা

পরিষেবাসম্পাদনা

রংপুর রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে। নিম্নে তা উল্লেখ করা হলো:

তথ্যসূত্রসম্পাদনা

  1. "অরক্ষিত রংপুর রেলস্টেশন নিরাপত্তাহীনতায় যাত্রীরা"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭