পীরগাছা উপজেলা
পীরগাছা বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
পীরগাছা | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে পীরগাছা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪০′১২.০০০″ উত্তর ৮৯°২৫′১২.০০০″ পূর্ব / ২৫.৬৭০০০০০০° উত্তর ৮৯.৪২০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
আসন | রংপুর-৪ |
সরকার | |
• চেয়ারম্যান | আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৬৫.৩২ বর্গকিমি (১০২.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,২৯,৬৪৪ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.২১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৪৫০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৮৫ ৭৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনারংপুর মহানগরের পূর্বে অবস্থিত পীরগাছা উপজেলা। পীরগাছার উত্তরে কাউনিয়া ও রাজারহাট উপজেলা, পূর্বে তিস্তা নদী ও রাজারহাট উলিপুর উপজেলা, দক্ষিণে- মিঠাপুকুর উপজেলা - ও সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনারংপুর মহানগর থেকে পীরগাছা উপজেলা শহরের দূরত্ব প্রায় ২১ কি.মি.। (এই উপজেলায় কোন পৌরসভা নেই।)
এই উপজেলাটি মোট ৯ টি ইউনিয়নে বিভক্তঃ
- ১নং কল্যানী ইউনিয়ন;
- ২নং পারুল ইউনিয়ন;
- ৩নং ইটাকুমারী ইউনিয়ন;
- ৪নং অন্নদানগর ইউনিয়ন;
- ৫নং ছাওলা ইউনিয়ন;
- ৬নং তাম্বুলপুর ইউনিয়ন;
- ৭নং পীরগাছা ইউনিয়ন;
- ৮নং কৈকুড়ী ইউনিয়ন;
- ৯নং কান্দি ইউনিয়ন;
ইতিহাস
সম্পাদনাপীরগাছা উপজেলার নামকরণ নিয়ে লোক মুখে ভিন্ন ভিন্ন কথা শোনা যায়। বেশির ভাগ লোকের মুখে জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন ভবনের পশ্চিমে পীরগাছা টু সরকার'টারি মেইন রোড-এর পাশে অনেক বছর আগে (প্রায় দুইশত বছর)আগে একজন পীর সাহেব ছিলেন। উনি যে স্থানে থাকতেন, সে স্থানে রাতে আলোর ব্যবস্থা করার জন্য একটি বাশেঁর খুটির উপর কুপি রাখতেন। সেই বাশেঁর খুটিকে রংপুরের আঞ্চলিক ভাষায় গছা বলে। পরবর্তীতে কোন এক সময় পীর চলে যাওয়ার পর, তার ব্যবহৃত সেই গছাটি রেখে যায়। তখন সবাই বলতো পীরের গছা। এভাবে কালের আবর্তে এ স্থানটির নাম হয়ে যায় পীরগাছা।
দর্শনীয় স্থান
সম্পাদনা- শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি
- মন্থনা জমিদার বাড়ি (রাজবাড়ী) পাকারমাথা
- ইটাকুমারী জমিদার বাড়ি
- সৈয়দপুর ঘাঘট পার ( বোল্ডার পার)
- দেবী চৌধুরাণীর পুকুর,চৌধুরাণী বাজার।
- বিরবিরিয়ার বিল অন্নদানগর।
- বোল্ডারপার,পাওটানা।
- কুতুব্বস চৌধুরী-বাড়ি জামে মসজিদ(তিন গম্বুজ বিশিষ্ট শতাব্দী প্রাচীন একটি মসজিদ) চৌধুরাণী বাজার হতে ১.৫ কি:মি: পূর্ব-দক্ষিণ অবস্থিত।
- তাম্বুলপুর বাজার হতে 5 কি:মি পূর্বে অবস্থিত তিস্তা সোলার পাওয়ার প্লান্ট একটি দর্শনীয় স্থান।*
- আলিবাবা থিম পার্ক।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ৩২৯,৬৪৪ জন আদমশুমারি- ২০১১ অনুযায়ী। (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পীরগাছা উপজেলা শহরের আয়তন ১৪ কিলোমিটার। আর এই ১৪ কিলোমিটারের মধ্যে জনসংখ্যার বসবাস প্রায়-২৪ হাজার,-২০১১) {সূত্র: পীরগাছা উপজেলা বাংলাপিডিয়া}। এই উপজেলায় মুসলমান, হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজে জড়িত। এছাড়াও অনেকে ব্যবসা,শিক্ষকতা,সরকারি-বেসরকারি চাকুরি,মাছ চাষ ইত্যাদি কাজে নিয়োজিত।
নদ-নদী
সম্পাদনাপীরগাছা উপজেলার উল্লেখযোগ্য নদ-নদী সমূহ:
- তিস্তা
- ঘাঘট নদী
- বুরাইল নদী
- আলাইকুমারী নদী ইত্যাদি।
যোগাযোগব্যবস্থা
সম্পাদনাএই উপজেলার যোগাযোগব্যবস্থা বেশ ভালো।রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর রংপুর সাতমাথা হয়ে পীরগাছা খুব সহজে আসা যায়, এবং রংপুরের সাথে সড়ক ও রেল যোগাযোগ বিদ্যমান। তাছাড়া উপজেলার সঙ্গে সরাসরি রাজধানী ঢাকার রেল যোগাযোগ অব্যাহত আছে। উপজেলার প্রায় সকল প্রধান সড়কসমূহ পাকা।
পীরগাছা উপজেলায় বেশ কয়েকটি পেট্রল পাম্প আছে।
উপজেলায় তিনটি রেলস্টেশন আছে। যথা:
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাপীরগাছা উপজেলার শিক্ষার হার প্রায় ৫৮.২১%।
চিকিৎসা ব্যবস্থা
সম্পাদনাপীরগাছা উপজেলা সদরে ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। এছাড়াও বেশ কিছু ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
অর্থনীতি ও শিল্প
সম্পাদনাঅর্থকারী'ফসল: কৃষি নির্ভর এই উপজেলায় আলু, ধান, গম, পাট, ভুট্টা, কলা, রসুন, বেগুন, মরিচ সহ অন্যান্য ফসল চাষ হয়।
শিল্প-কারখানা: এই উপজেলায় কৈকুড়ী(চৌধুরাণী) ইউনিয়নে একটি জুট মিল। পীরগাছা দুধিয়াবাড়ীতে সুতা থেকে পাপোশ তৈরির একটি কারখানা। কদমতলী, দেউতি বাজার,বড়দগাহ এবং সাতদরগাবাজারে ৪টি কোল্ডস্টোরেজ আছে। আরও আছে পুরো উপজেলা জুরে অসংখ্য ইটভাটা। চৌধুরাণী ও পীরগাছা বাজারে চিড়া ও মুড়ির মিল আছে। পীরগাছা বটতলীতে আইসক্রিম ফ্যাক্টরি। আরও আছে অনেক মুরগীর খামার, মাছের খামার,গরুর খামার,হাঁসের খামার ইত্যাদি।
হাট-বাজার
সম্পাদনাপীরগাছা উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজার সমূহ:
- পাওটানা হাট
- চৌধুরাণী বাজার
- সৈয়দপুর বাজার
- পীরগাছা বাজার
- দেউতি বাজার
- তাম্বুলপুর হাট
- বড়দরগাহ বাজার
- সাতদরগা বাজার
- কান্দির-হাট
- অন্নদানগর বাজার
- দামুর চাকলা বাজার
- ব্রাহ্মণী কুন্ডা বাজার
- নেকমামুদ বাজার,
- কৈকুড়ী বাজার
- মতিয়ার বাজার
- কলেজ বাজার
- বকসি বাজার
- ইচলার-হাট
- বেহুর বাজার,
- বটতলী বাজার, পাওটানা।
ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- দেবী চৌধুরাণী -ব্রিটিশবিরোধী নারী আন্দোলনকারী।
- শাহ আব্দুর রাজ্জাক, সাবেক গণপরিষদ সদস্য, বিশিষ্ট ভাষা সৈনিক এবং শিক্ষাবিদ।
- মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি, জাতীয় সংসদ সদস্য, রংপুর-৪, এবং মাননীয় মন্ত্রী-বাণিজ্য মন্ত্রণালয়।
- ডা: মো: লুৎফর রহমান চৌধুরী, সাবেক অধ্যক্ষ, করাচি এবং রংপুর মেডিকেল কলেজ।
- মঞ্জু সরকার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক;
- হাসান মাহমুদ খন্দকার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পীরগাছা উপজেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |