গোলাম হাবিব দুলাল

বাংলাদেশী রাজনীতিবিদ

গোলাম হাবিব দুলাল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজনীতিবিদ, সাবেক আমলা ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সাংসদ। তিনি ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][]

গোলাম হাবিব দুলাল
সাবেক প্রধান বন সংরক্ষক
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
২০০১ – ২০০৮
পূর্বসূরীগোলাম হোসেন
উত্তরসূরীজাকির হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম৩ আগস্ট ১৯৪৩
রমনা গ্রাম, চিলমারী, কুড়িগ্রাম, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলজাতীয় পার্টি (২০১৭ সালের পূর্বে)

বাংলাদেশ সততা পার্টি (২০১৭-২০১৮)

বাংলাদেশ সত্যবাদী দল

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

গোলাম হাবিব দুলাল ৩ আগস্ট ১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত বদর উদ্দিন মণ্ডল। তিনি রাজশাহী, পেশওয়ার ও যুক্তরাজ্যে লেখাপড়া করেন।[]

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

সাবেক প্রধান বন সংরক্ষক গোলাম হাবিব দুলাল ২০০০ সালে জাতীয় পার্টিতে যোগদান করে জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারি, চর রাজিবপুর, চিলমারী) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের কাছে পরাজিত হন তিনি।[] আর ২০১৪ সালে নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়ন দেওয়া হলেও পরে বাতিল করে হয়। এর পর ৯ মার্চ ২০১৭ সালে জাপা থেকে পদত্যাগ করে তিনি বাংলাদেশ সততা পার্টি গঠন করেন। তিনি এই দলের চেয়ারম্যান।[][] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারি, চর রাজিবপুর, চিলমারী) আসন থেকে সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।[] ২৫ ডিসেম্বর ২০১৮ সালে তিনি বাংলাদেশ সততা পার্টি থেকে পদত্যাগ করে বাংলাদেশ সত্যবাদী দল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "গোলাম হাবিব দুলাল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 
  3. "গোলাম হাবিব দুলাল (কুড়িগ্রাম)"jatiyoparty.org। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. BanglaNews24.com। "এরশাদ দূরে দেখতে পান না"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 
  5. "গোলাম হাবিবের মতবিনিময়"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 
  6. "গোলাম হাবিব (কুড়িগ্রাম)"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা