খুররম খান চৌধুরী
খুররাম খান চৌধুরী (১৯৪৬ - ১৭ জুলাই ২০২১) একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮ ও ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
খুররাম খান চৌধুরী | |
---|---|
ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
পূর্বসূরী | রফিক উদ্দীন ভূঁইয়া |
উত্তরসূরী | আনওয়ারুল হোসেন খান চৌধুরী |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | আবদুস সালাম |
উত্তরসূরী | আবদুস সালাম |
ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | ফখরুল ইমাম |
উত্তরসূরী | জয়নল আবেদীন জায়েদী |
ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | আব্দুল হাকিম |
উত্তরসূরী | শামসুল হুদা চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
অন্যান্য রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
সম্পর্ক | আনোয়ারুল হোসেন খান চৌধুরী (ভাই) |
রাজনৈতিক জীবন
সম্পাদনাখুররাম খান চৌধুরী নান্দাইলের একটি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মোট চারবার জাতীয় সংসদ সদস্য নিবাির্চত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ উত্তর ইউনিটের আহ্বায়ক।[২] দলবদলের মাধ্যমে তিনি বিএনপি থেকে জাতীয় পাটি এবং শেষে আবার বিএনপিতে যোগ দিয়েছেন।
১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৫ আসন থেকে সংসদ সদস্য নিবাির্চত হন।[৩] এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।[৪] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় বিএনপিতে যোগ দেন।[৫] সর্বশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নিবাির্চত হন।[৬][৭]
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৯ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "খুররম খান চৌধুরী, আসন নং: ১৫৪, ময়মনসিংহ-৯"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।
- ↑ "Confusion over upazila committees of Ishwarganj BNP"। ঢাকা ট্রিবিউন। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।