আয়েন উদ্দিন

বাংলাদেশী রাজনীতিবিদ

মো: আয়েন উদ্দিন (জন্ম: ১০ ডিসেম্বর ১৯৭৬) বাংলাদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ যিনি ৫৪, রাজশাহী-০৩ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]

মো: আয়েন উদ্দিন
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ৭ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীমেরাজ উদ্দিন মোল্লাহ
উত্তরসূরীআসাদুজ্জামান আসাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1976-12-10) ১০ ডিসেম্বর ১৯৭৬ (বয়স ৪৭)
রাজশাহী জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

মো: আয়েন উদ্দিন ১০ ডিসেম্বর ১৯৭৬ সালে তার পৈতৃক বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

মো: আয়েন উদ্দিন ছাত্র জীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজশাহী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৬]

বিতর্ক সম্পাদনা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদান কারী দল বাংলাদেশ আওয়ামী লীগের এমপি হলেও তার পিতা হবির মণ্ডল রাজশাহী জেলার মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের শান্তি কমিটির ৩ নম্বর সদস্য ছিলেন। প্রভাষক মো. বাবলুর রহমানের লেখা 'একাত্তরের মোহনপুর' বইয়ে এই তথ্য ওঠে এসেছে। এটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।[৭][৮]

একাত্তর টিভিতে "ইউপি নির্বাচনের মনোনয়ন চাওয়ায় সাম্প্রদায়িক গালি দিলেন" শিরনামে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়, যা রাতারাতি ভাইরাল হয়। এতে রায়ঘাটি ইউনিয়নের মনোনয়ন চাওয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনপুর উপজেলার সভাপতি সুরঞ্জিত সরকারকে তিনি বলেন, 'তোরা জাইত হিন্দু, তোরা শালা ক্রিমিনাল।' সুরঞ্জিতকে গালাগালিও করেন এমপি। [৯] [১০][১১]

ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছা মতো লাল নিশান টানিয়ে মানুষের শত শত বিঘা ফসলি জমি দখল করার অভিযোগও রয়েছে আয়েন উদ্দিনের বিরুদ্ধে।[১২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাজশাহী-৩"উইকিপিডিয়া। ২০২১-০৮-২২। 
  2. "একাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকা"উইকিপিডিয়া। ২০২২-০১-২৬। 
  3. মো: আয়েন উদ্দিন, রাজশাহী-৩। "Constituency 54_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৭ 
  4. "List of 10th Parliament Members Bangla"www.parliament.gov.bd। ২০২১-০৪-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩ 
  5. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  6. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  7. "এমপি হয়েই হঠাৎ ধনী"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩ 
  8. "এমপি হয়েই জাদুর চেরাগে বদলে যায় তার সবকিছু - বাংলা একাত্তর" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩ 
  9. "সাম্প্রদায়িক গালি দিলেন সাংসদ আয়েন উদ্দিন!"ভোরের কাগজ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. Team, Hindu Voice (২০২১-১০-৩০)। "‛তোরা হিন্দু জাত, তোরা ক্রিমিনাল'- দলের হিন্দু নেতাকে অপমান আওয়ামী লীগের সাংসদ আয়েন উদ্দিনের"Hindu Voice (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩ 
  11. "এমপি হয়েই হঠাৎ ধনী"সমকাল। মার্চ ২৩, ২০২২। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০২২ 
  12. "এমপি হয়েই হঠাৎ ধনী"সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩