কুষ্টিয়া-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

কুষ্টিয়া-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭৫নং আসন।

কুষ্টিয়া-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাকুষ্টিয়া জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার৩,৩৬,১১৬ (২০১৮)[১]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদসরওয়ার জাহান বাদশা

সীমানাসম্পাদনা

কুষ্টিয়া-১ আসনটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদসম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৭৩ আজিজুর রহমান আক্কাস বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৭৯ আহম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪]
১৯৮৬ মোহাম্মদ কোরবান আলী জাতীয় পার্টি[৫][৬]
১৯৯১ আহসানুল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আহসানুল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ আহসানুল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ আহসানুল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৪ উপ-নির্বাচন বাচ্চু মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আফাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ রেজাউল হক চৌধুরী স্বতন্ত্র
২০১৮ সরওয়ার জাহান বাদশা বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচনসম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচনসম্পাদনা

সাধারণ নির্বাচন ২০১৪: কুষ্টিয়া-১[৭]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র রেজাউল হক চৌধুরী ৬২,৫২৮ ৫৪.২ প্র/না
আওয়ামী লীগ আফাজ উদ্দিন আহমেদ ৫২,৯০৯ ৪৫.৮ -১২.৪
সংখ্যাগরিষ্ঠতা ৯,৬১৯ ৮.৩ -৮.৮
ভোটার উপস্থিতি ১,১৫,৪৩৭ ৩৭.৭ -৫৩.৫
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচনসম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: কুষ্টিয়া-১[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আফাজ উদ্দিন আহমেদ ১,৪৫,০৬৩ ৫৮.২
বিএনপি মোঃ আলতাফ হোসেন ১,০২,৪১২ ৪১.১
ইসলামী আন্দোলন মোঃ রুহুল আমিন ৮৬৯ ০.৩
জাসদ মোঃ আশরাফ সিদ্দিকী ৬৪৯ ০.৩
তরিকত ফেডারেশন মোঃ হাফিজুর রহমান ৩২৩ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৪২,৬৫১ ১৭.১
ভোটার উপস্থিতি ২,৪৯,৩১৬ ৯১.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০৩ সালের ডিসেম্বরে আহসানুল হক মোল্লার মৃত্যু হয়। বাচ্চু মোল্লা, তার ছেলে, ২০০৪ সালের মার্চের উপ-নির্বাচনে নির্বাচিত হয়।[১০]

সাধারণ নির্বাচন ২০০১: কুষ্টিয়া-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আহসানুল হক মোল্লা ১,০৮,৩২৬ ৪৯.১ +১১.০
আওয়ামী লীগ আফাজ উদ্দিন আহমেদ ১,০৩,৪৯১ ৪৬.৯ +১৯.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ গোলাম মোস্তফা ৬,০৫৬ ২.৭ প্র/না
জাসদ মোঃ রেজাউল হক ১,৯৯৪ ০.৯ -১.৬
ওয়ার্কার্স পার্টি মোঃ লুৎফর রহমান জোয়ারদার ৫৯৮ ০.৩ প্র/না
স্বতন্ত্র মোঃ কামাল হোসেন ১৮৪ ০.১ প্র/না
জাতীয় পার্টি মোঃ মোসলেম উদ্দিন ১৪৩ ০.১ প্র/না
জাতীয় জনতা পার্টি (হাফিজুর) হাফিজুর রহমান খাজা ৩০ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৮৩৫ ২.২ -৮.২
ভোটার উপস্থিতি ২,২০,৮২২ ৮৬.০ -২.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচনসম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুষ্টিয়া-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আহসানুল হক মোল্লা ৬৪,৬৯২ ৩৮.১ -০.২
আওয়ামী লীগ আফাজ উদ্দিন আহমেদ ৪৭,০৫৩ ২৭.৭ প্র/না
জাতীয় পার্টি কোরবান আলী ৩৬,৭৯৭ ২১.৭ +৪.১
জাসদ (রব) মোঃ ইয়াকুব আলী ১১,৬৫৭ ৬.৯ -১০.৩
জামায়াতে ইসলামী মোঃ নূর কুতুবুল আলম ৪,৫৫১ ২.৭ -২.৪
জাসদ কাজী আরেফ আহমেদ ৪,২৯৩ ২.৫ -৩.৫
জাকের পার্টি মোঃ কামাল হোসেন ৬৩৬ ০.৪ -১.১
স্বতন্ত্র মোঃ মতিয়ার রহমান ২১৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৬৩৯ ১০.৪ -১০.৩
ভোটার উপস্থিতি ১,৬৯,৮৯৩ ৮৮.৭ +১৬.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: কুষ্টিয়া-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ আহসানুল হক মোল্লা ৫৬,৮০৭ ৩৮.৩
জাতীয় পার্টি কোরবান আলী ২৬,১৪০ ১৭.৬
জাসদ (রব) মোঃ ইয়াকুব আলী ২৫,৫৯১ ১৭.২
বাকশাল মোঃ শামসুল আলম দুদু ২০,৩২৭ ১৩.৭
জাসদ কাজী আরেফ আহমেদ ৮,৯১৯ ৬.০
জামায়াতে ইসলামী মোঃ নূর কুতুবুল আলম ৭,৫৮৯ ৫.১
জাকের পার্টি মোঃ জাহিদুল ইসলাম ২,২৬৪ ১.৫
জাতীয় জনতা পার্টি (আসাদ) মোঃ হাফিজুর রহমান খাজা ৪৭৮ ০.৩
ফ্রিডম পার্টি আবু বকর ২৪৭ ০.২
স্বতন্ত্র মোঃ এ.কে.কে.এম সারওয়ার জাহান ১১০ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৩০,৬৬৭ ২০.৭
ভোটার উপস্থিতি ১,৪৮,৪৭২ ৭২.৪
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্রসম্পাদনা

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Kushtia-1"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. ইসলাম, জহুরুল (৬ ডিসেম্বর ২০১৮)। "বিএনপির বাচ্চুর পক্ষে একাট্টা তৃণমূল"বাংলাদেশ প্রতিদিন। কুষ্টিয়া। ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা