চট্টগ্রাম-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

চট্টগ্রাম-১ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৮নং আসন।

চট্টগ্রাম-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাচট্টগ্রাম জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৩,৬৬,৫২৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৮৮,৭৪১
  • নারী ভোটার: ১,৭৭,৭৮২
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
বর্তমান সাংসদপদশূন্য

সীমানা

সম্পাদনা

চট্টগ্রাম-১ আসনটি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সংসদ সদস্য

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ এম ওবায়দুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ আবু সালেক জাতীয় পার্টি[]
১৯৯১ মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ ওবায়দুল হক খোন্দকার
জুন ১৯৯৬ খালেদা জিয়া
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচনে মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮
২০২৪ মাহবুব রহমান রুহেল

নির্বাচন

সম্পাদনা
২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোশাররফ হোসেন ১,০৫,৩৩৯ ৫২.৪ +৪.৪
বিএনপি এডিএম কামাল উদ্দিন চৌধুরী ৯৪,৬৬৫ ৪৭.১ -৩.৬
স্বতন্ত্র আবু সালেক ৪৪১ ০.২ ০.০
বাংলাদেশ কল্যাণ পার্টি মোঃ ইউসুফ ৩৯৯ ০.২ প্র/না
বাসদ সাইফুল আলম ২৫০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,৬৭৪ ৫.৩ +২.৭
ভোটার উপস্থিতি ২,০১,০৯৪ ৮৫.৫ +৯.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোহাম্মদ আলী জিন্নাহ ৮৬,৮৩৯ ৫০.৭ +২৪.৭
আওয়ামী লীগ মোশাররফ হোসেন ৮২,৩৩৩ ৪৮.০ -২৪.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আলী আশরাফ চৌধুরী ৯২১ ০.৫ প্র/না
সিপিবি (মা-লে) দিলিপ বড়ুয়া ৩০৭ ০.২ প্র/না
স্বতন্ত্র আবু সালেক ২৯৪ ০.২ প্র/না
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) এম এ আজিজ ২২৬ ০.১ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি কেফায়েত হোসাইন ১৩৮ ০.১ প্র/না
স্বতন্ত্র নুর উদ্দিন আহমেদ ১১১ ০.১ -০.২
জাতীয় পার্টি ইব্রাহিম ইকবাল ৬২ ০.০ প্র/না
স্বতন্ত্র নুরুল আহমেদ ৫১ ০.০ প্র/না
স্বতন্ত্র আবু আহমদ জহিরুল আমিন খান ৪৫ ০.০ প্র/না
স্বতন্ত্র মোঃ নুরুল আবছার চৌধুরী ২৪ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৫০৬ ২.৬ −৪৪.৩
ভোটার উপস্থিতি ১,৭১,৩৫১ ৭৬.২ +৯.৮
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
১৯৯০-এর দশকে নির্বাচন

জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১১] ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে মোশাররফ হোসেন নির্বাচিত হন।[১২]

চট্টগ্রাম -১ উপনির্বাচন, ১৯৯৬[১২]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোশাররফ হোসেন ৮৩,৬০০ ৭২.৯ +২৭.৮
বিএনপি মোহাম্মদ আলী জিন্নাহ ২৯,৭৮৬ ২৬.০ -২২.২
জাতীয় পার্টি আলী আশরাফ চৌধুরী ৮৯৫ ০.৮ -০.৯
স্বতন্ত্র নুর উদ্দিন আহমেদ ৩০৬ ০.৩ প্র/না
স্বতন্ত্র জাফর উদ্দিন আহমেদ ১৫৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৩,৮১৪ ৪৬.৯ +৪৩.৮
ভোটার উপস্থিতি ১,১৪,৭৪০ ৬৬.৪ −১২.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ৬৬,৩৩৬ ৪৮.২ -৪.২
আওয়ামী লীগ মোশাররফ হোসেন ৬২,০৪৩ ৪৫.১ +৭.৫
জামায়াতে ইসলামী মোঃ বদরুল আলম ৬,১০২ ৪.৪ -৩.৯
জাতীয় পার্টি আলী আশরাফ চৌধুরী ২,৩৮২ ১.৭ প্র/না
সিপিবি (মা-লে) দিলিপ বড়ুয়া ৫১১ ০.৪ -০.৮
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) এম এ আজিজ ১৯৯ ০.১ প্র/না
জাকের পার্টি মোহাম্মদ নুরুল গনি ১২৯ ০.১ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ৪,২৯৩ ৩.১ −১১.৭
ভোটার উপস্থিতি ১,৩৭,৭০২ ৭৮.৫ +১৮.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোহাম্মদ আলী জিন্নাহ ৬৬,৯৬৯ ৫২.৪
আওয়ামী লীগ মোশাররফ হোসেন ৪৮,০৩০ ৩৭.৬
জামায়াতে ইসলামী সামসুদ্দিন ১০,৬০৫ ৮.৩
সিপিবি (মা-লে) দিলিপ বড়ুয়া ১,৫৫২ ১.২
স্বতন্ত্র রিদওয়ানুল বারী ২২৮ ০.২
জাকের পার্টি মির্জা মোঃ নুরুল হক ১৮৩ ০.১
জাসদ (রব) আব্দুল মান্নান ১৬১ ০.১
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) জুলফিকার বুলবুল চৌধুরী ৮২ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৮,৯৩৯ ১৪.৮
ভোটার উপস্থিতি ১,২৭,৮১০ ৬০.০
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রাম-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Chittagong-1"। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ২৯৯। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  12. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩০৬, ৩১২। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা