চট্টগ্রাম-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চট্টগ্রাম-১ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৮নং আসন।
চট্টগ্রাম-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-১ আসনটি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সংসদ সদস্য
সম্পাদনানির্বাচন
সম্পাদনা- ২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
- ২০০০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোশাররফ হোসেন | ১,০৫,৩৩৯ | ৫২.৪ | +৪.৪ | ||
বিএনপি | এডিএম কামাল উদ্দিন চৌধুরী | ৯৪,৬৬৫ | ৪৭.১ | -৩.৬ | ||
স্বতন্ত্র | আবু সালেক | ৪৪১ | ০.২ | ০.০ | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মোঃ ইউসুফ | ৩৯৯ | ০.২ | প্র/না | ||
বাসদ | সাইফুল আলম | ২৫০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৬৭৪ | ৫.৩ | +২.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,০১,০৯৪ | ৮৫.৫ | +৯.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোহাম্মদ আলী জিন্নাহ | ৮৬,৮৩৯ | ৫০.৭ | +২৪.৭ | ||
আওয়ামী লীগ | মোশাররফ হোসেন | ৮২,৩৩৩ | ৪৮.০ | -২৪.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আলী আশরাফ চৌধুরী | ৯২১ | ০.৫ | প্র/না | ||
সিপিবি (মা-লে) | দিলিপ বড়ুয়া | ৩০৭ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | আবু সালেক | ২৯৪ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এম এ আজিজ | ২২৬ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | কেফায়েত হোসাইন | ১৩৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | নুর উদ্দিন আহমেদ | ১১১ | ০.১ | -০.২ | ||
জাতীয় পার্টি | ইব্রাহিম ইকবাল | ৬২ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | নুরুল আহমেদ | ৫১ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | আবু আহমদ জহিরুল আমিন খান | ৪৫ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ নুরুল আবছার চৌধুরী | ২৪ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৫০৬ | ২.৬ | −৪৪.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৭১,৩৫১ | ৭৬.২ | +৯.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
- ১৯৯০-এর দশকে নির্বাচন
জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১১] ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে মোশাররফ হোসেন নির্বাচিত হন।[১২]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোশাররফ হোসেন | ৮৩,৬০০ | ৭২.৯ | +২৭.৮ | ||
বিএনপি | মোহাম্মদ আলী জিন্নাহ | ২৯,৭৮৬ | ২৬.০ | -২২.২ | ||
জাতীয় পার্টি | আলী আশরাফ চৌধুরী | ৮৯৫ | ০.৮ | -০.৯ | ||
স্বতন্ত্র | নুর উদ্দিন আহমেদ | ৩০৬ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | জাফর উদ্দিন আহমেদ | ১৫৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৩,৮১৪ | ৪৬.৯ | +৪৩.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,১৪,৭৪০ | ৬৬.৪ | −১২.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | খালেদা জিয়া | ৬৬,৩৩৬ | ৪৮.২ | -৪.২ | |
আওয়ামী লীগ | মোশাররফ হোসেন | ৬২,০৪৩ | ৪৫.১ | +৭.৫ | |
জামায়াতে ইসলামী | মোঃ বদরুল আলম | ৬,১০২ | ৪.৪ | -৩.৯ | |
জাতীয় পার্টি | আলী আশরাফ চৌধুরী | ২,৩৮২ | ১.৭ | প্র/না | |
সিপিবি (মা-লে) | দিলিপ বড়ুয়া | ৫১১ | ০.৪ | -০.৮ | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এম এ আজিজ | ১৯৯ | ০.১ | প্র/না | |
জাকের পার্টি | মোহাম্মদ নুরুল গনি | ১২৯ | ০.১ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪,২৯৩ | ৩.১ | −১১.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৭,৭০২ | ৭৮.৫ | +১৮.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোহাম্মদ আলী জিন্নাহ | ৬৬,৯৬৯ | ৫২.৪ | |||
আওয়ামী লীগ | মোশাররফ হোসেন | ৪৮,০৩০ | ৩৭.৬ | |||
জামায়াতে ইসলামী | সামসুদ্দিন | ১০,৬০৫ | ৮.৩ | |||
সিপিবি (মা-লে) | দিলিপ বড়ুয়া | ১,৫৫২ | ১.২ | |||
স্বতন্ত্র | রিদওয়ানুল বারী | ২২৮ | ০.২ | |||
জাকের পার্টি | মির্জা মোঃ নুরুল হক | ১৮৩ | ০.১ | |||
জাসদ (রব) | আব্দুল মান্নান | ১৬১ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | জুলফিকার বুলবুল চৌধুরী | ৮২ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৯৩৯ | ১৪.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৭,৮১০ | ৬০.০ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Chittagong-1"। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ২৯৯। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
- ↑ ক খ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩০৬, ৩১২। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-১