বাগেরহাট-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বাগেরহাট-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৭নং আসন।
বাগেরহাট-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বাগেরহাট জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাবাগেরহাট-৩ আসনটি বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাবাগেরহাট-৩ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাখুলনা সিটি কর্পোশেনের মেয়র পদে দাড়াতে, তালুকদার আব্দুল খালেক ১০ এপ্রিল ২০১৮ সালে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। একমাত্র পার্থী হিসেবে তার স্ত্রী হাবিবুন নাহার ৪ জুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৬]
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তালুকদার আব্দুল খালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: বাগেরহাট-৩[৮][৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | হাবিবুন নাহার | ৯৭,০১৫ | ৫৮.২ | +৭.৩ | |
জামায়াতে ইসলামী | মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ | ৬৬,১৭৭ | ৩৯.৭ | প্র/না | |
ইসলামী আন্দোলন | মোঃ মোজাম্মিল হক | ৩,১৭৪ | ১.৯ | প্র/না | |
গণফ্রন্ট | সেকেন্দার আলী মনি | ২৭৪ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৮৩৮ | ১৮.৫ | +১৩.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৬,৬৪০ | ৮৯.৩ | +৮.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: বাগেরহাট-৩[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | তালুকদার আব্দুল খালেক | ৭৬,৭৭৯ | ৫০.৯ | +৬.৮ | |
জামায়াতে ইসলামী | গাজী আবু বকর সিদ্দিক | ৬৯,৩১০ | ৪৫.৯ | +১৭.০ | |
জাতীয় পার্টি | এম. এ. খালেক হাওলাদার | ৩,০৫২ | ২.০ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | এ. টি. এম. হেমায়েত উদ্দিন | ১,৮০৩ | ১.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৪৬৯ | ৪.৯ | -১০.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৫০,৯৪৪ | ৮০.৫ | +৩.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বাগেরহাট-৩[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | তালুকদার আব্দুল খালেক | ৫২,৪৪৫ | ৪৪.১ | -২.৪ | |
জামায়াতে ইসলামী | গাজী আবু বকর সিদ্দিক | ৩৪,৩২১ | ২৮.৯ | -৩.৬ | |
বিএনপি | এ. ইউ. আহমেদ | ২১,৫৫০ | ১৮.১ | +০.১ | |
জাতীয় পার্টি | খান আমজাদ আলী | ৪,৮০৯ | ৪.০ | +১.৪ | |
ইসলামী ঐক্য জোট | মোঃ মোজাম্মেল হক | ৪,৭২৬ | ৪.০ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | মহিউদ্দিন শেখ | ৪৫০ | ০.৪ | প্র/না | |
জাকের পার্টি | ইউনুস আলী মল্লিক | ৩৮৫ | ০.৩ | -০.২ | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এস. এম. ইসলাম | ১৫৪ | ০.১ | প্র/না | |
এনডিপি | দানিয়েল বিশ্বাস | ৪৮ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,১২৪ | ১৫.২ | +১.২ | ||
ভোটার উপস্থিতি | ১,১৮,৮৮৮ | ৭৬.৮ | +২০.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: বাগেরহাট-৩[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | তালুকদার আব্দুল খালেক | ৪৬,১২৬ | ৪৬.৫ | |||
জামায়াতে ইসলামী | গাজী আবু বকর সিদ্দিক | ৩২,২০৫ | ৩২.৫ | |||
বিএনপি | এ এস এম মুস্তাফিজুর রহমান | ১৭,৮১২ | ১৮.০ | |||
জাতীয় পার্টি | শেখ আব্দুস সবুর | ২,৫৯৩ | ২.৬ | |||
জাকের পার্টি | সৈয়দ একরামুল হক | ৪৮৭ | ০.৫ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৯২১ | ১৪.০ | ||||
ভোটার উপস্থিতি | ৯৯,২২৩ | ৫৬.৬ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাগেরহাট-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "মেয়র খালেকের স্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। প্রথম আলো। বাগেরহাট। ৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বাগেরহাট-৩
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |