হাবিবুন নাহার
হাবিবুন নাহার (জন্ম: ১৮ সেপ্টেম্বর ১৯৫৪) হলেন একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ ও ২০১৮ সালের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে পরিবেশ মন্ত্রনালয়ে তিনি পরিবেশ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৪ এ চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [২] তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[১]
হাবিবুন নাহার | |
---|---|
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারী ২০১৯ – ৭ জানুয়ারি ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব |
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০০৮ – ৫ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | তালুকদার আব্দুল খালেক |
উত্তরসূরী | তালুকদার আব্দুল খালেক |
কাজের মেয়াদ ২০১৮ – ৫ জানুয়ারি ২০২৪ | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪[১] | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাগেরহাট, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) | ১৮ সেপ্টেম্বর ১৯৫৪
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | তালুকদার আব্দুল খালেক |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাহাবিবুন নাহারের পৈতৃক বাড়ি বাগেরহাট জেলায়।
রাজনৈতিক জীবন
সম্পাদনাহাবিবুন নাহার ২০০৮ সালে বাগেরহাট-৩ থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] ২০১৪ সালের নির্বাচনে এ আসনে তার স্বামী তালুকদার আবদুল খালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তালুকদার আবদুল খালেক পদত্যাগ করেন। জুন ২০১৮ সালে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১][৫][৬][৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"। দৈনিক কালের কন্ঠ। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪।
- ↑ [১]
- ↑ বাগেরহাট-৩, হাবিবুন নাহার। "Constituency 97_10th_Bn"। www.parliament.gov.bd। ২০১৯-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৬।
- ↑ "মেয়র খালেকের স্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। প্রথম আলো। বাগেরহাট। ৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
বহি:সংযোগ
সম্পাদনা- ৯ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৯-২০ তারিখে