ঠাকুরগাঁও-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ঠাকুরগাঁও-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ সংসদের ৫ম এবং জেলার ৩য় সংসদীয় আসন।

ঠাকুরগাঁও-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঠাকুরগাঁও জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৪৪,৩৬০ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৭৪,৯৭০
  • নারী ভোটার: ১,৬৯,৩৯০
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
বর্তমান সাংসদহাফিজ উদ্দিন আহম্মেদ

সীমানা সম্পাদনা

ঠাকুরগাঁও-৩ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকাইল উপজেলার রানীশংকাইল পৌরসভা ও এ উপজেলার ছয়টি ইউনিয়ন (নেকমরদ ইউনিয়ন, হোসেনগাঁও ইউনিয়ন, লেহেম্বা ইউনিয়ন, বাচোর ইউনিয়ন, রাতোর ইউনিয়ননন্দুয়ার ইউনিয়ন) নিয়ে গঠিত।[২][৩]

ইতিহাস সম্পাদনা

ঠাকুরগাঁও-৩ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলায় ভাগ করা হয়েছিল।[৪]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সাংসদ রাজনৈতিক দল
১৯৮৬ মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি[৫]
১৯৮৮ হাফিজ উদ্দিন আহম্মেদ জাতীয় পার্টি (এরশাদ)[৬]
১৯৯১ মোকলেসুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ আব্দুল মালেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ এমদাদুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ হাফিজ উদ্দিন আহম্মেদ জাতীয় পার্টি (এরশাদ)
২০০৮ হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ ইয়াসিন আলী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
২০১৮ জাহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০২৩ উপনির্বাচন হাফিজ উদ্দিন আহম্মেদ জাতীয় পার্টি
২০২৪ হাফিজ উদ্দিন আহম্মেদ জাতীয় পার্টি

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০১০-এর দশকে সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০১৪: ঠাকুরগাঁও-৩[৭]
দল প্রার্থী ভোট % ±%
ওয়ার্কার্স পার্টি ইয়াসিন আলী ৬২,১১৮ ৬২.২ +৬০.৩
জাতীয় পার্টি হাফিজ উদ্দিন আহম্মেদ ৩৭,৬৭৩ ৩৭.৮ -৩৬.২
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৪৪৫ ২৪.৫ -২৮.০
ভোটার উপস্থিতি ৯৯,৭৯১ ৩৭.৭ -৫৩.৭
জাতীয় পার্টি থেকে ওয়ার্কার্স পার্টি অর্জন করে

২০০০-এর দশকে সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: ঠাকুরগাঁও-৩[৮]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি হাফিজ উদ্দিন আহম্মেদ ১,৬০,১০৭ ৭৪.০ প্র/না
বিএনপি জাহিদুর রহমান ৪৬,৫৪৫ ২১.৫ +১৬.৮
কমিউনিস্ট পার্টি মনসুরুল আলম ৪,৪৩৮ ২.১ +১.২
ওয়ার্কার্স পার্টি শহীদুল্লাহ শহীদ ৪,০৬০ ১.৯ প্র/না
ইসলামী আন্দোলন আবুল হাসান কাসেমি ৭৪৫ ০.৩ প্র/না
বিকল্পধারা মির্জা মোঃ হাবিবুল্লাহ চৌঃ ৩৮০ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,১৩,৫৬২ ৫২.৫ +৪৬.৬
ভোটার উপস্থিতি ২,১৬,২৭৫ ৯১.৪ +৪.০
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঠাকুরগাঁও-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট হাফিজ উদ্দিন আহম্মেদ ৮৯,৪৬৮ ৫০.১ প্র/না
আওয়ামী লীগ এমদাদুল হক ৭৮,৯৯৮ ৪৪.৩ +০.৫
বিএনপি জাহিদুর রহমান ৮,৩৫৯ ৪.৭ -২.৪
কমিউনিস্ট পার্টি মনছুরুল আলম ১,৬৫৬ ০.৯ -০.২
সংখ্যাগরিষ্ঠতা ১০,৪৭০ ৫.৯ +৩.১
ভোটার উপস্থিতি ১,৭৮,৪৮১ ৮৭.৪ +১০.০
আওয়ামী লীগ থেকে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট অর্জন করে

১৯৯০-এর দশকে সম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঠাকুরগাঁও-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এমদাদুল হক ৫৫,৯৫৩ ৪৩.৮ +১.৬
জাতীয় পার্টি মোঃ ইকরামুল হক ৫২,৩৪২ ৪১.০ +৮.৬
বিএনপি আঃ মালেক ৯,০৬০ ৭.১ প্র/না
জামায়াতে ইসলামী মিজানুর রহমান ৮,০৮১ ৬.৩ -৮.৭
কমিউনিস্ট পার্টি মনছুরুল রহমান ১,৪৩৯ ১.১ প্র/না
জাকের পার্টি নাজিমুদ্দিন আহমেদ ৪১৫ ০.৩ -৮.৭
স্বতন্ত্র কাজী জাফর আহমেদ ৩৩৩ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,৬১১ ২.৮ -৭.০
ভোটার উপস্থিতি ১,২৭,৬২৩ ৭৭.৪ +৮.৪
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঠাকুরগাঁও-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোকলেছুর রহমান ৫০,২২১ ৪২.২
জাতীয় পার্টি হাফিজ উদ্দিন আহম্মেদ ৩৮,৫৩৮ ৩২.৪
জামায়াতে ইসলামী মিজানুর রহমান ১৭,৮৪১ ১৫.০
ন্যাপ (মুজাফ্ফর) আব্দুল মালেক ৬,৪৬১ ৫.৪
বিএনপি জাহেদুর রহমান ৫,১০৭ ৪.৩
জাকের পার্টি আব্দুর রহমান ৪২৪ ০.৪
ইউসিএল শহীদুল্লাহ শহিদ ৩৩৫ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ১১,৬৮৩ ৯.৮
ভোটার উপস্থিতি ১,১৮,৯২৭ ৬৯.০
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

টীকা সম্পাদনা

  1. "ঠাকুরগাঁও-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "District Statistics 2011: Dinajpur" (PDF)পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Thakurgaon-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা