চট্টগ্রাম-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চট্টগ্রাম-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮০নং আসন।
চট্টগ্রাম-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-৩ আসনটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মাহফুজুর রহমান | ১,১১,৭৪৩ | ৯৬.৩ | +৪১.৯ | |
জাতীয় পার্টি | এম. এ.সালাম | ৩,৪৬৬ | ৩.০ | প্র/না | |
জাসদ (রব) | নুরুল আক্তার | ৮৭৪ | ০.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৮,২৭৭ | ৯৩.৩ | +৮৩.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,১৬,০৮৩ | ৬৫.৬ | −১৫.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এবিএম আবুল কাশেম | ১,৩৬,২৯৮ | ৫৪.৪ | +১৮.৫ | ||
বিএনপি | আসলাম চৌধুরী | ১,১২,৯৩০ | ৪৫.০ | -১৮.৮ | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ মাছেদুল্লাহ | ৮৫০ | ০.৩ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | কাজী মোহাম্মাল ইউসুফ উল্লাহ | ৪৩৫ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | সচিন্দ্র লাল দে | ২১৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৩৬৮ | ৯.৩ | −১৮.৬ | |||
ভোটার উপস্থিতি | ২,৫০,৭২৬ | ৮১.৮ | +১৪.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মুস্তফা কামাল পাশা | ৬৯,৫৪৬ | ৬৩.৮ | +২১.৭ | |
আওয়ামী লীগ | মুস্তাফিজুর রাহমান | ৩৯,১৩৫ | ৩৫.৯ | -১৫.৫ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এম. এ. সালাম | ২৬৪ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মোহাম্মদ নজরুল ইসলাম | ৯৭ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | জামাল উদ্দীন চৌধুরী | ৪৬ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৪১১ | ২৭.৯ | +১৮.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,০৯,০৮৮ | ৬৭.৮ | +২.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মুস্তাফিজুর রাহমান | ৪০,৯১১ | ৫১.৪ | -১৩.৪ | |
বিএনপি | মুস্তফা কামাল পাশা | ৩৩,৫৫৭ | ৪২.১ | +১৫.৫ | |
জামায়াতে ইসলামী | মোহাম্মদ নুরুল হুদা | ৪,৬০০ | ৫.৮ | -১.২ | |
জাতীয় পার্টি | মোহাম্মদ রফিক মাওলা | ২৬৪ | ০.৩ | -০.৭ | |
স্বতন্ত্র | মানিরুল হুদা বাবন | ১২৩ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | জসীমউদ্দীন আহমেদ চৌধুরী | ১০৩ | ০.১ | প্র/না | |
গণফোরাম | মোহাম্মদ মঈনুদ্দীন মাহমুদ | ৯৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৩৫৪ | ৯.২ | −২৯.০ | ||
ভোটার উপস্থিতি | ৭৯,৬৫৩ | ৬৫.৩ | +১৪.১ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মুস্তাফিজুর রাহমান | ৫৫,৫২৩ | ৬৪.৮ | |||
বিএনপি | এ কে এম রফিক উল্লাহ চৌধুরী | ২২,৮০৫ | ২৬.৬ | |||
জামায়াতে ইসলামী | মোহাম্মদ নুরুল হুদা | ৫,৯৮১ | ৭.০ | |||
জাতীয় পার্টি | এম. এ. সালাম | ৮৩৫ | ১.০ | |||
কমিউনিস্ট পার্টি | শফিকুল মওলা | ৩৩২ | ০.৪ | |||
জাসদ (রব) | আবুল কাশেম | ১৭১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৭১৮ | ৩৮.২ | ||||
ভোটার উপস্থিতি | ৮৫,৬৪৭ | ৫১.২ | ||||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "মনোনয়ন দৌড়ে এগিয়ে কামাল আগ্রহী বিএনপির ৭ জন | দৈনিক আজাদী"। দৈনিক আজাদী। ৮ অক্টোবর ২০১৮। ২৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৩।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।
- ↑ "Chittagong-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-৩
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |