ঢাকা-১৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঢাকা-১৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৬নং আসন। এ আসন আগে ছিল ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত।
ঢাকা-১৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
← ঢাকা-১২ ঢাকা-১৪ → |
সীমানা
সম্পাদনাঢাকা-১৩ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৪
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জাহাঙ্গীর কবির নানক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৩]
২০০৮
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৩ | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |||
আওয়ামী লীগ | জাহাঙ্গীর করিব নানক | ১,২৫,১২০ | ৫৯.৭ | |||
বিএনপি | সায়েদ মোয়াজ্জেম হোসেন আলাল | ৭৮.৫০৪ | ৩৭.৪ | |||
দল নাই | অন্যান্য ৫ প্রার্থী | ৬,০৭৮ | ০২.৯% | |||
সর্বমোট ভোট | ২০৯,৭০২ | ১০০.০ | ||||
ভোটার উপস্থিতি | % | |||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০১
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০০১: ঢাকা-১৩ | ||||
---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |
বিএনপি | জিয়াউর রহমান খান | ১,০৬,০০৭ | ৫৭.৭ | |
আওয়ামী লীগ | বেনজির আহমেদ | ৭৬,৪৯৫ | ৪১.৭ | |
দল নাই | অন্যান্য ৪ প্রার্থী | ১,০৪৫ | ০০.৭% | |
সর্বমোট ভোট | ১৮৩,৫৪৭ | ১০০.০ | ||
ভোটার উপস্থিতি | ৮১.৭% | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
জুন ১৯৯৬
সম্পাদনাসাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: ঢাকা-১৩ | ||||
---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |
বিএনপি | জিয়াউর রহমান খান | ৭৯,৪২৭ | ||
আওয়ামী লীগ | খান মোহাম্মদ ইকবাল | ৪৫,১৬৩ | ||
সর্বমোট ভোট | ১২৪,৫৯০ | ১০০.০ | ||
ভোটার উপস্থিতি | % |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-১৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঢাকা-১৩