মাহমুদুল হাসান (জেনারেল)
মাহমুদুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং টাঙ্গাইল -৫ (টাঙ্গাইল জেলায় অবস্থিত ১৩৪নং আসন) বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য। [১]
মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান | |
---|---|
জাতীয় সংসদ সদস্য। | |
পূর্বসূরী | মাহবুব উজ জামান |
উত্তরসূরী | এম. এ. মুন’এম |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
পেশা | রাজনীতিবিদ |
কর্মজীবনসম্পাদনা
মাহমুদুল হাসান মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিপরিষদের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। [২] প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে ১৯৮৮ সালে। ১৯৯৬ ফেব্রুয়ারি ও ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। ২০১২ সালে জাতীয় পার্টির এমপি আবুল কাশেমের নির্বাচন বাতিল হওয়ার পর উপনির্বাচনে পুনরায় নির্বাচিত হন।[৩][৪]
২০১৪ সালের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে অংশগ্রহণ করেন নাই। ডিসেম্বর ২০১৮ নির্বাচনে আওয়ামীলীগের ছানোয়ার হোসেনের কাছে পরাজিত হন। [৫] বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি। তিনি (১৯৮৯- ১৯৯০) জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৯ সালে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে প্রতিষ্ঠাতা করেন। [৬][৭] ১৯৯৩ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান নামে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "List of 9th Parliament Members"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- ↑ "Mahmudul Hasan takes oath as MP"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ "আবুল কাশেমের সংসদ সদস্য পদ অবৈধ"। www.prothom-alo.com। ২০১২-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- ↑ "সাংসদ হিসেবে মাহমুদুল হাসানের শপথ ৩০ মে"। archive.fo। ২০১৮-১২-২৫। Archived from the original on ২০১৮-১২-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- ↑ "Mahmudul new MP of Tangail-5"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০১২। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ http://www.infomap24.com/en/point/university/major-general-mahmudul-hasan-adrsha-college-tangail/512817.asp[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Message from the Founder" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।