সাহিদুজ্জামান খোকন
বাংলাদেশী রাজনীতিবিদ
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। সাহিদুজ্জামান খোকন মেহেরপুর-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন | |
---|---|
মেহেরপুর-২ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – ২০২৪ | |
পূর্বসূরী | মকবুল হোসেন |
উত্তরসূরী | আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা | রাজনীতিবিদ |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাসাহিদুজ্জামান খোকনের জন্ম মেহেরপুর জেলায়।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাসাহিদুজ্জামান খোকন রাজনীতিতে সক্রিয় তিনি গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৮৩ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনীতির শুরু। ১৯৮৬ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।[৩]
সমালোচনা
সম্পাদনা২০১৭ সালের ১৬ ডিসেম্বর তিনি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে মুক্তিযোদ্ধারা তাকে রাজাকারের সন্তান উল্লেখ করে বাধা দেন।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাহিদুজ্জামান খোকন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মেহেরপুর-২: বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের সাহিদুজ্জামান"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "গাংনীতে দলীয় কোন্দলে আ.লীগ পেল নতুন মুখ"। প্রথমআলো। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "আ. লীগ নেতাকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ"। এনটিভি। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- একাদশ জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত একাদশ জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০৯-১৬ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।