পার্বত্য বান্দরবান (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা)
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
পার্বত্য বান্দরবান হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বান্দরবান জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩০০নং আসন।
পার্বত্য বান্দরবান | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বান্দরবান জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সীমানা
সম্পাদনাপার্বত্য বান্দরবান আসনটি বান্দরবান জেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সম্পাদনাএই আসনটি ১৯৮৪ সালে সৃষ্টি করা হয়। পূর্বে এটি পার্বত্য চট্টগ্রাম-২ এর অংশ ছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৪
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০১৪: পার্বত্য বান্দরবান | ||||
---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |
আওয়ামী লীগ | বীর বাহাদুর উশৈ সিং | ৬২,৫৮২ | ৬৬.৯ | |
স্বতন্ত্র | ছোটন কান্তি তন্চোঙ্গিয়া | ৩১,০২১ | ৩৩.১ | |
সর্বমোট ভোট | ৯৩,৬০৩ | ১০০.০ | ||
ভোটার উপস্থিতি | % | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০৮
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০০৮: পার্বত্য বান্দরবান | ||||
---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |
আওয়ামী লীগ | বীর বাহাদুর উশৈ সিং | ৭৮,৯৪৯ | ৫০.৯ | |
বিএনপি | সচীন প্র | ৫৯,১৪৭ | ৩৮.২ | |
স্বতন্ত্র | কে.এস. মং | ১৬,২৮৬ | ১০.৫ | |
দল নাই | অন্যান্য ১ প্রার্থী | ৬২৯ | ০০.৪% | |
সর্বমোট ভোট | ১৫৫,০৩৮ | ১০০.০ | ||
ভোটার উপস্থিতি | % |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পার্বত্য বান্দরবান (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা:বান্দরবান।প্রকাশকাল জুন২০১৪