লক্ষ্মীপুর-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

লক্ষ্মীপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লক্ষ্মীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৫নং আসন।

লক্ষ্মীপুর-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলালক্ষ্মীপুর জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদনুর উদ্দিন চৌধুরী নয়ন

সীমানা সম্পাদনা

লক্ষ্মীপুর-২ আসনটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত।[১]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৮৬ চৌধুরী খুরশিদ আলম জাতীয় পার্টি[২]
১৯৮৮ চৌধুরী খুরশিদ আলম জাতীয় পার্টি[৩]
১৯৯১ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আবল খায়ের ভূইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন হারুনুর রশিদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ উপ-নির্বাচন আবুল খায়ের ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আবুল খায়ের ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ মোহাম্মদ নোমান জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ মোহাম্মদ শহিদ ইসলাম স্বতন্ত্র
জুন ২০২১ উপ-নির্বাচন নুর উদ্দিন চৌধুরী নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪

নির্বাচন সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৪]

২০০০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: লক্ষ্মীপুর-২[৫][৬]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবুল খায়ের ভূঁইয়া ১,২৯,৯৯৫ ৫৭.১ -১৫.১
আওয়ামী লীগ হারুনুর রশিদ ৫১,৭৩২ ৩৯.৬ +১৩.৩
স্বতন্ত্র মোহাম্মদ আলী খোকন ৩৭,৭১৭ ১.৩ প্র/না
ইসলামী আন্দোলন শাজাহান পাটোয়ারী ১,৮১৩ ১.২ প্র/না
বিকল্পধারা শাহ আহমেদ বাদল ৬৭২ ০.১ প্র/না
বিকেএ আলতাফ হোসেন মোল্লা ৬২০ ০.১ প্র/না
ন্যাশনাল পিপলস পার্টি এএইচএম জহির হোসেন হাকিম ২৫৬ ০.৬ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৮,২৬৩ ১৭.৫ -২৮.৪
ভোটার উপস্থিতি ২,২২,৮১৫ ৮৩.৭ +২১.০
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: লক্ষ্মীপুর-২[৭]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি বেগম খালেদা জিয়া ১,২৩,৫২৬ ৭২.২ +২০.৬
আওয়ামী লীগ হারুনুর রশিদ ৪৪,৯৭৪ ২৬.৩ +২.৭
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আবুল কাশেম চৌধুরী ১,২৫১ ০.৭ প্র/না
গণফোরাম রুহুল আমিন পাটোয়ারী ৪৩৮ ০.৩ +০.১
স্বতন্ত্র মোঃ জসিম উদ্দিন ১৭৫ ০.১ প্র/না
জাসদ রফিকুল হায়দার চৌধুরী ১৬৫ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ রুহুল আমিন ১৫৯ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ শহীদ উল্লাহ ১৪১ ০.১ প্র/না
জাতীয় পার্টি কাজী জামশেদ কবীর বাকী বিল্লাহ ১২৬ ০.১ প্র/না
স্বতন্ত্র এএইচএম জহির হোসেন হাকিম ৫৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৮,৫৫২ ৪৫.৯
ভোটার উপস্থিতি ১,৭১,০১০ ৬২.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন সম্পাদনা

জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন ও এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[৮] ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ নির্বাচিত হন।[৮]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: লক্ষ্মীপুর-২[৭]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি বেগম খালেদা জিয়া ৫৯,০৫৪ ৫১.৬ -১.৯
আওয়ামী লীগ তোজাম্মেল হোসেন চৌধুরী ২৬,৯৩৭ ২৩.৬ -৯.৬
জামায়াতে ইসলামী এম এ জব্বার ১৯,৬৭৭ ১৭.২ +১২.৯
জাতীয় পার্টি চৌধুরী খুরশিদ আলম ৬,২৯৪ ৫.৫ প্র/না
ইসলামী ঐক্য জোট সামস উদ্দিন ১,২৮৯ ১.১ প্র/না
জাকের পার্টি গাজী আমিন উল্লাহ ৩২২ ০.৩ -০.৩
গণফোরাম রুহুল আমিন পাটোয়ারী ২৪০ ০.২ প্র/না
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌউলা) মোঃ মামুনুর রশীদ ১৯৫ ০.২ প্র/না
জাসদ (রব) মোঃ রফিকুল হায়দার ১৯১ ০.২ -৩.৮
ফ্রিডম পার্টি আজিজ উল্লাহ ভূঁইয়া ১২৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩২,১১৭ ২৮.১ +৭.৮
ভোটার উপস্থিতি ১,১৪,৩২৭ ৬২.২ +৩২.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: লক্ষ্মীপুর-২[৭]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ৩৮,৫৯৯ ৫৩.৫
আওয়ামী লীগ খালেদ মোঃ আলী ২৩,৯২৯ ৩৩.২
জামায়াতে ইসলামী এম এ জব্বার ৩,০৯৭ ৪.৩
জাসদ (রব) রফিকুল হায়দার চৌধুরী ২,৮৬২ ৪.০
ওয়ার্কার্স পার্টি আবুল বাশার ২,৭৮৪ ৩.৯
জাকের পার্টি মাঈন উদ্দিন ৪৫৯ ০.৬
স্বতন্ত্র মোঃ ধনু মিয়া ২৩৫ ০.৩
জাসদ (সিরাজ) হুমায়ূন কবীর ১১১ ০.২
ন্যাপ (মুজাফফর) মোঃ নূরুল ইসলাম চৌধুরী ৭৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৪.৬৭০ ২০.৩
ভোটার উপস্থিতি ৭২,১৪৭ ২৯.৪
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  2. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  3. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  5. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  6. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ২৯৯, ৩০৬, ৩১০। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা