রাজশাহী-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
রাজশাহী-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৫৩নং আসন।
রাজশাহী-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | রাজশাহী জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনারাজশাহী-২ আসনটি রাজশাহী শহরের রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ফজলে হোসেন বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: রাজশাহী-২[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ওয়ার্কার্স পার্টি | ফজলে হোসেন বাদশা | ১,১৬,৫৯৯ | ৫৬.৪ | +৫২.৫ | ||
বিএনপি | মিজানুর রহমান মিনু | ৮৯,০৫০ | ৪৩.১ | -১৬.৫ | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ এনামুল হক | ৪৭৬ | ০.২ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | সাঈদ মাহমুদ ইলিয়াস | ৪০৮ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | আখতারুজ্জামান বাবলু | ২২৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,৫৪৯ | ১৩.৩ | -১৩.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,০৬,৭৫৮ | ৭৯.৯ | -১.৬ | |||
বিএনপি থেকে ওয়ার্কার্স পার্টি অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: রাজশাহী-২[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মিজানুর রহমান মিনু | ১,৭৬,৪০৫ | ৫৯.৬ | +১৫.৬ | |
আওয়ামী লীগ | এএইচএম খাইরুজ্জামান লিটন | ৯৬,৬০৪ | ৩২.৬ | +১.৯ | |
ওয়ার্কার্স পার্টি | ফজলে হোসেন বাদশা | ১১,৪৯০ | ৩.৯ | +২.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোস্তাক আহমেদ | ১০,৬৭৬ | ৩.৬ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ জালাল উদ্দিন | ৬৬১ | ০.২ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ শাহাবুদ্দিন বাচ্চু | ২৭০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৯,৮০১ | ২৭.০ | +১৩.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,৯৬,১০৬ | ৮১.৫ | -২.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রাজশাহী-২[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | কবির হোসেন | ১,০৮,৪৭১ | ৪৪.০ | +০.৬ | |
আওয়ামী লীগ | এএইচএম খাইরুজ্জামান লিটন | ৭৫,৮০৩ | ৩০.৭ | +১৭.৮ | |
জামায়াতে ইসলামী | আতাউর রহমান | ৪১,৭৭৪ | ১৬.৯ | -৪.৬ | |
জাতীয় পার্টি | মোঃ এ মতিন খান | ১৩,৭৪৭ | ৫.৬ | +৪.০ | |
ওয়ার্কার্স পার্টি | ফজলে হোসেন বাদশা | ৩,৮৩৮ | ১.৬ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | মোঃ আব্দুস সামাদ | ১,১৬৯ | ০.৫ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ খায়রুল আলম | ৮২৭ | ০.৩ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ আনিসুর রহমান | ৩৪৫ | ০.১ | -০.২ | |
বিকেএ | ওয়ালী উল্লাহ দেওয়ান | ২৯৬ | ০.১ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (আসাদ) | বেগম রোকেয়া ফিরোজ | ২৯১ | ০.১ | প্র/না | |
ফ্রিডম পার্টি | মোঃ আবু মাসুদ | ৪৫ | ০.০ | -০.২ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৬৬৮ | ১৩.২ | -৮.৭ | ||
ভোটার উপস্থিতি | ২,৪৬,৬০৬ | ৮৪.১ | +৯.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: রাজশাহী-২[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | কবির হোসেন | ৮১,০১৪ | ৪৩.৪ | |||
জামায়াতে ইসলামী | আতাউর রহমান | ৪০,১৪১ | ২১.৫ | |||
ইউসিএল | ফজলে হোসেন বাদশা | ৩৪,২৬৭ | ১৮.৪ | |||
আওয়ামী লীগ | এইএম মাহবুব উজ জামান ভুলু | ২৪,০৪৭ | ১২.৯ | |||
জাতীয় পার্টি | বদিউজ্জামান | ২,৯৬৭ | ১.৬ | |||
স্বতন্ত্র | মোঃ খন্দকার জয়নুল আবেদিন | ১,৬২৮ | ০.৯ | |||
পিপলস ডেমোক্র্যাটিক পার্টি | মোঃ মজিবর রহমান | ৮৭৯ | ০.৫ | |||
জাকের পার্টি | মোঃ শরীফ উদ্দিন | ৬০৭ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোঃ জালাল উদ্দিন | ৩৩০ | ০.২ | |||
ফ্রিডম পার্টি | আবুল হাসনাত মোঃ শামসুল হক সম্রাট | ৩২২ | ০.২ | |||
স্বতন্ত্র | মোহাম্মদ আলী | ২০২ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মোঃ আমিনুল ইসলাম | ২০০ | ০.১ | |||
জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আব্দুল বারি | ৮৫ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪০,৮৭৩ | ২১.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,৮৬,৬৮৯ | ৭৪.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাজশাহী-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে রাজশাহী-২