খুলনা-৬
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
খুলনা-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৪নং আসন।
খুলনা-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | খুলনা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← খুলনা-৫ |
সীমানা
সম্পাদনাখুলনা-৬ আসনটি খুলনা জেলার কয়রা উপজেলা, পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শেখ মোঃ নূরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: খুলনা-৬[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | সোহরাব আলী সানা | ১,৩১,১২১ | ৫২.৩ | +১২.৬ | ||
জামায়াতে ইসলামী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস | ১,১৬,১৬১ | ৪৬.৩ | -১০.৬ | ||
ইসলামী আন্দোলন | একেএম রেজাউল করিম | ৩,১৯৫ | ১.৩ | প্র/না | ||
বিকল্পধারা | নেপাল কৃষ্ণ দাস | ৩৫৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৯৬০ | ৬.০ | -১১.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৫০,৮৩৪ | ৮৯.১ | +১.১ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: খুলনা-৬[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস | ১,২৭,৮৭৪ | ৫৬.৯ | +২৮.৬ | ||
আওয়ামী লীগ | শেখ মোঃ নুরুল হক | ৮৯,৩১২ | ৩৯.৭ | +১.৬ | ||
জাতীয় পার্টি | মোঃ আজিজুর রহমান খান | ৫,১৭০ | ২.৩ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | জি এম আব্দুল হামিদ | ১,৫২৪ | ০.৭ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | শেখ আব্দুল হান্নান | ৯০৬ | ০.৪ | -১.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,৫৬২ | ১৭.২ | +৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,২৪,৭৮৬ | ৮৮.০ | +৫.১ | |||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: খুলনা-৬[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শেখ মোঃ নুরুল হক | ৬৬,০৩৩ | ৩৮.১ | -১.৯ | ||
জামায়াতে ইসলামী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস | ৪৯,০২৩ | ২৮.৩ | -১২.২ | ||
জাতীয় পার্টি | এস এম বাবর আলী | ৩৮,৪৬৭ | ২২.২ | +৮.৪ | ||
বিএনপি | জি এ সবুর | ১৬,৮৩৫ | ৯.৭ | +৫.১ | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ আব্দুর রশিদুজ্জামান মোরাইল | ২,৭৪৩ | ১.৬ | প্র/না | ||
জাকের পার্টি | আব্দুস সাত্তার মোল্লা | ২৩৮ | ০.১ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,০১০ | ৯.৮ | +৯.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৩,৩৩৯ | ৮২.৯ | +১৪.৬ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: খুলনা-৬[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস | ৫৮,৩৬৯ | ৪০.৫ | |||
আওয়ামী লীগ | শেখ মোঃ নুরুল হক | ৫৭,৬৬৯ | ৪০.০ | |||
জাতীয় পার্টি | কিসুমাতুল কাগাজি | ১৯,৮৫৬ | ১৩.৮ | |||
বিএনপি | মঈন উদ্দিন সরকার | ৬,৬০২ | ৪.৬ | |||
স্বতন্ত্র | এম আকবর হোসেন গাজী | ১,০৬৩ | ০.৭ | |||
জাকের পার্টি | এম এ সাত্তার | ২৬৮ | ০.২ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | বিলোব কান্তি মন্ডল | ২৫৭ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭০০ | ০.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৪,০৮৪ | ৬৮.৩ | ||||
থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খুলনা-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে খুলনা-৬