সোহরাব আলী সানা
সোহরাব আলী সানা (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৪৬) বাংলাদেশের খুলনা জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
অ্যাডভোকেট সোহরাব আলী সানা | |
---|---|
খুলনা-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস |
উত্তরসূরী | শেখ মোঃ নূরুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ ফেব্রুয়ারি ১৯৪৬ খুলনা জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
প্রাথমিক জীবন
সম্পাদনাসোহরাব আলী সানা ১ ফেব্রুয়ারি ১৯৪৬ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির থেকে ১৯৬২ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৬৭ সালে খুলনার বিএল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রী ও ১৯৮৪ সালে এলএলবি ডিগ্রী লাভ করেন।[৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনাসোহরাব আলী সানা কর্মজীবনের শুরুতে গড়ুইখালী আলম শাহী ইনস্টিটিউটে শিক্ষাকতা করেন। তিনি ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন সহ সকল রাজনৈতিক আন্দোলন সক্রিয় অংশ গ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার পর অবিভক্ত পাইকগাছা আওয়ামী যুবলীগের প্রথম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে ১৯৭৪ সালে খুলনা জেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৭ সালে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মনোনীত হন। ১৯৮৪ সালে খুলনা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে পরাজিত হন। ১৯৯৭ সালে প্রথমে জেলা কৃষক লীগের আহ্বায়ক ও পরে সভাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মনোনীত হন।
তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সোহরাব আলী সানা, আসন নং: ১০৪, খুলনা-৬, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। ৩০ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ ক খ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৩।
- ↑ "Constituency 104"। www.parliament.gov.bd। ২০২০-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |