মোমেন উদ্দিন আহমেদ
মোমেন উদ্দিন আহমেদ বাংলাদেশের খুলনা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন।[১][২]
মোমেন উদ্দিন আহমেদ | |
---|---|
বাংলাদেশের শিক্ষামন্ত্রী | |
কাজের মেয়াদ ৯ জুলাই ১৯৮৬ – ৩০ নভেম্বর ১৯৮৬ | |
পূর্বসূরী | এম এ মতিন |
উত্তরসূরী | এম এ মতিন |
বিদ্যুৎ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
খুলনা-৭ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
খুলনা-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
পূর্বসূরী | খান-এ-সবুর |
উত্তরসূরী | জহরুল হক সরদার |
পানি সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২০ আগস্ট ১৯৭৫ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | খুলনা জেলা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
সম্পাদনামোমেন উদ্দিন আহমেদ খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামোমেন উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি স্কুল থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন খুলনা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মোশতাক আহমেদের মন্ত্রিসভায় ২০ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত তিনি বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[৩]
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে খুলনা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] তিনি রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় প্রথমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৪][৫] তিনি ৯ জুলাই ১৯৮৬ থেকে ৩০ নভেম্বর ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।[৬][৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ জিবলু রহমান। ভাসানী মুজিব জিয়া (১৯৭২-১৯৮১)। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃষ্ঠা ৪৬৩। আইএসবিএন 9789849302728।
- ↑ Translations on South and East Asia (ইংরেজি ভাষায়)। Joint Publications Research Service।
- ↑ Bangladesh (ইংরেজি ভাষায়)। Embassy of Bangladesh.। ১৯৭১।
- ↑ "প্রথম নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপু মনি"। জাগোনিউজ২৪.কম। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।