বগুড়া-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বগুড়া-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৮নং আসন।
বগুড়া-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | বগুড়া জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বগুড়া-২ বগুড়া-৪ → |
সীমানা
সম্পাদনাবগুড়া-৩ আসনটি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নূরুল ইসলাম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মোমেন তালুকদার | ১,০৪,৬২২ | ৪৯.১ | -৩.৪ | |
স্বতন্ত্র | আনসার আলী মৃধা | ৮৪,২৭৬ | ৩৯.৬ | +৩৯.৪ | |
আওয়ামী লীগ | গোলাম মাওলা | ২৩,৯৯৫ | ১১.৩ | -২২.৪ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২০,৩৪৬ | ৯.৬ | −৯.১ | ||
ভোটার উপস্থিতি | ২,১২,৮৯৩ | ৯০.০ | +৩.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মোমেন তালুকদার | ৯৪,৫৩৩ | ৫২.৫ | +৮.৭ | |
আওয়ামী লীগ | গোলাম মাওলা | ৬০,৭৬৪ | ৩৩.৭ | +৯.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এবিএম শাহজাহান | ২৪,৩৪৭ | ১৩.৫ | প্র/না | |
স্বতন্ত্র | আনসার আলী মৃধা | ৩৪৩ | ০.২ | প্র/না | |
জাসদ | মো. এ. মালেক সরকার | ২৬০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৭৬৯ | ১৮.৭ | −০.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৮০,২৪৭ | ৮৬.৩ | +০.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মজিদ তালুকদার | ৬৫,১৪০ | ৪৩.৮ | +৯.৬ | |
আওয়ামী লীগ | সোলায়মান আলী | ৩৫,৯২৩ | ২৪.১ | +২.৮ | |
জামাত | মোফাজ্জল হক | ২৪,৬২৪ | ১৬.৬ | -৮.৬ | |
জাতীয় পার্টি | এবিএম শাহজাহান | ২২,২৭৬ | ১৫.০ | -৩.৭ | |
জাকের পার্টি | সিরাজুল ইসলাম | ৫২৮ | ০.৪ | +০.১ | |
বিকেএ | ইসমাঈল হোসেন | ২৯৬ | ০.২ | -০.১ | |
স্বতন্ত্র | মো. জাকিল ইসলাম খান | ৬৮ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,২১৭ | ১৯.৬ | +১০.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৮,৮৫৫ | ৮৫.৮ | +১৭.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মজিদ তালুকদার | ৪০,১৮৮ | ৩৪.২ | |||
জামাত | মোফাজ্জল হক | ২৯,৫৬৩ | ২৫.২ | |||
আওয়ামী লীগ | মো. কাসিম উদ্দিন | ২৫,০৫১ | ২১.৩ | |||
জাতীয় পার্টি | এবিএম শাহজাহান | ২১,৮৯৮ | ১৮.৭ | |||
বিকেএ | ইসমাঈল হোসেন | ৩৫৫ | ০.৩ | |||
জাকের পার্টি | মো. মাহবুবার রহমান তালুকদার | ৩৫১ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৬২৫ | ৯.০ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৭,৪০৬ | ৬৮.০ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বগুড়া-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বগুড়া-৩
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |