হাছান মাহমুদ
মোহাম্মদ হাছান মাহমুদ (জন্ম ৫ জুন ১৯৬৩) বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যিনি বর্তমানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপূর্বে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নবম জাতীয় সংসদে চট্টগ্রাম-৬ আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন।
মাননীয় মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ | |
---|---|
![]() | |
তথ্য ও সম্প্রচার মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৭ জানুয়ারি ২০১৯ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | হাসানুল হক ইনু |
বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৯ জাুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | মইন উদ্দীন খান বাদল |
সংসদীয় এলাকা | চট্টগ্রাম-৭ |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০০৯ – ২৪ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | এ. বি. এম. ফজলে করিম চৌধুরী |
উত্তরসূরী | এ. বি. এম. ফজলে করিম চৌধুরী |
সংসদীয় এলাকা | চট্টগ্রাম-৬ |
বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রী | |
কাজের মেয়াদ আগস্ট ২০০৯ – ২০১৩ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৮ জানুয়ারি ২০০৯ – ৩১ জুলাই ২০০৯ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান | ৫ জুন ১৯৬৩
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লিম্বুর্গ ইউনিভার্সিটি |
পেশা | রাজনীতি |
জীবিকা | শিক্ষকতা, ব্যবসা |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
হাছান ১৯৬৩ সালের ৫ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৮ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর শেষ করেন।[১] তিনি ২০০১ সালে বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]
রাজনৈতিক জীবনসম্পাদনা
১৯৭৭-২০০০সম্পাদনা
হাছান ১৯৭৭ সালে চট্টগ্রাম ওয়ার্ড শাখা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্ররাজনীতি শুরু করেন।[২] ১৯৭৮ থেকে ১৯৭৯ পর্যন্ত তৎকালীন সরকারি ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।[২] ১৯৯৩ সাল থেকে তিনি বেলজিয়ামে অবস্থানকালে সেখানকার আওয়ামী লগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৯৫ থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত বেলজিয়াম শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সপ্তম জাতীয় সংসদের সময়কালে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।[৩]
২০০১-বর্তমানসম্পাদনা
হাছান ২০০১ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিশেষ সহকারী এবং ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারেরমত আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-৬ আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে ১,০১,৩৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪] এ সময় শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ২০০৯ সালের ৮ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, একই বছরের ১ আগস্ট থেকে ২০১১ সালের ২৮ নভেম্বর পর্যন্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।[৫][৬][৭]
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[২] একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান।[২]
ব্যক্তিগত জীবনসম্পাদনা
হাছান মাহমুদ ব্যক্তিগত জীবনে নুরান ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৮]
সম্মাননাসম্পাদনা
জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ভূমিকার জন্য ৫ অক্টোবর ২০১৫ সালে “গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল” সাধারণ অধিবেশনে হাসান মাহমুদকে “সার্টিফিকেট অব অনারেবল মেনশনে” ভূষিত করে। [২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Profile Of Ministers"। The Daily Star। ২০০৯-০১-০৯। ২০১৩-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৮।
- ↑ ক খ গ ঘ ঙ "ড. হাছান মাহ্মুদ, এমপিমাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়"। তথ্য মন্ত্রণালয়। Archived from the original on ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
- ↑ "Two of the old guard made ministers"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-১১-২৯। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৯।
- ↑ "List of 9th Parliament Members"। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Hasina chooses 25 novice ministers, makes personal physician foreign minister"। Thaindian। Indo-Asian News Service। ৬ জানুয়ারি ২০০৯। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Hasan Mahmud removed from foreign min"। bdnews24.com। ৩১ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Govt forms 26 parliamentary bodies"। BanglaNews24। ২ এপ্রিল ২০১৪। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ Tusher, Hasan Jahid; Hasan, Rashidul; Bin Habib, Wasim (১৩ জানুয়ারি ২০১৪)। "Many go, a few stay"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।