শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভা
৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১০ জানুয়ারি ২০২৪ তারিখে নির্বাচিত সংসদ সদস্যগণ বাংলাদেশ সরকারের আইনপ্রণেতা হিসেবে শপথগ্রহণ করেন।[১] শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন।[২] ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করে।[৩]
শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভা | |
---|---|
বাংলাদেশ-এর একবিংশ মন্ত্রিসভা | |
১১ জানুয়ারি ২০২৪ - ৫ আগস্ট ২০২৪ | |
গঠনের তারিখ | ১১ জানুয়ারি ২০২৪ |
বিলুপ্তির তারিখ | ৫ আগস্ট ২০২৪ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | মোহাম্মদ সাহাবুদ্দিন |
সরকারপ্রধান | শেখ হাসিনা |
সদস্য দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আইনসভায় অবস্থা | ২২৪ / ৩০০ |
বিরোধী দল | জাতীয় পার্টি |
বিরোধী নেতা | গোলাম মোহাম্মদ কাদের |
ইতিহাস | |
নির্বাচন | ২০২৪ |
সর্বশেষ নির্বাচন | ২০১৮ |
আইনসভার মেয়াদ | দ্বাদশ |
পূর্ববর্তী | হাসিনার চতুর্থ মন্ত্রিসভা |
পরবর্তী | ইউনূসের উপদেষ্টা পরিষদ |
২০২৪ সালের আগস্ট মাসে অসহযোগ আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। পরের দিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দিলে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়।[৪]
মন্ত্রিসভার সদস্যগণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রীগণের বাইরে বাংলাদেশ সরকারের ‘রুলস অব বিজনেস-১৯৯৬’-এর ৩(বি)১ ধারা অনুযায়ী সংসদ সদস্য হবার যোগ্য এমন যেকোন ব্যক্তিকে তার উপদেষ্টা নিয়োগ করতে পারেন। উপদেষ্টাগণ সাধারণত মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন।
রাজনৈতিক দল
মন্ত্রীগণ
উপদেষ্টাগণ (মন্ত্রী পদমর্যাদা)
বাংলাদেশ সরকারের সিলমোহর | ||||||
প্রধানমন্ত্রীর উপদেষ্টা | পদবি | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | তথ্যসূত্র | ||
---|---|---|---|---|---|---|
প্রধানমন্ত্রীর উপদেষ্টা | ||||||
ড. মসিউর রহমান | অর্থনৈতিক বিষয়ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৭] | ||
ড. গওহর রিজভী | আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৭] | ||
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী | বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৭] | ||
সালমান ফজলুর রহমান | বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৭] | ||
ড. কামাল আবদুল নাসের চৌধুরী | শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৭] | ||
মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক | প্রতিরক্ষা ও আভ্যন্তরীণ নিরাপত্তা | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৭] | ||
সজীব আহমেদ ওয়াজেদ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক | ২১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৮] | ||
অ্যাম্বাস্যাডার-এ্যাট-লার্জ ফর প্রাইমমিনিস্টার | ||||||
মোহাম্মদ জিয়াউদ্দিন | — | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | [৯] |
প্রতিমন্ত্রীগণ
তথ্যসূত্র
- ↑ "সংসদ নির্বাচন ২০২৪: নতুন সংসদ গঠন, শপথ নিলেন শেখ হাসিনাসহ ২৯৮ জন সদস্য"। বিবিসি বাংলা। ২০২৪-০১-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০।
- ↑ "সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী"। প্রথম আলো। ২০২৪-০১-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০।
- ↑ "নতুন মন্ত্রিসভায় 'ডাক পেলেন' যারা"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ কক "মহামান্য রাষ্ট্রপতি অদ্য পৌষ ১৪৩০- ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪-০১-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ কক "মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪-০১-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১১।
- ↑ ক খ গ ঘ ঙ চ "প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪-০১-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১১।
- ↑ "প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২১।
- ↑ "অ্যাম্বাস্যাডার-এ্যাট-লার্জ হিসাবে নিয়োগ প্রদান" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪-০১-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১১।
- ↑ "মন্ত্রিসভার দপ্তর পুনবণ্টন"। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪-০১-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "মন্ত্রিসভায় নতুন সদস্যগণের অন্তর্ভুক্তি" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "মন্ত্রিসভার সদস্যগণের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন"। মন্ত্রিপরিষদ বিভাগ। ১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪।