পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এ অঞ্চলের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে থাকে।[২]
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৫ জুলাই ১৯৯৮ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | সচিবালয়, ঢাকা[১] |
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | mochta |
ইতিহাস
সম্পাদনাপার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের আওতায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল আনুগত্য রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও অর্থনৈতিক অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ বাংলাদেশের সকল নাগরিকের স্ব স্ব অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তানুযায়ী ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।
আওতাধীন দপ্তরসমূহ
সম্পাদনা- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ[৩]
- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড[৪]
- উদ্বাস্ত পুনর্বাসন টাস্কফোর্স (ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন বিষয়ক টাস্কফোর্স)[৫]
- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,
- বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,
- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মন্ত্রণালয় এবং বিভাগের তালিকা"। cabinet.gov.bd।
- ↑ "Ministry of Chittagong Hills Tracts Affairs"। mochta.gov.bd।
- ↑ "আঞ্চলিক-পরিষদ- - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। www.mochta.gov.bd।
- ↑ "পার্বত্য-চট্টগ্রাম-উন্নয়ন-বোর্ড"। www.mochta.gov.bd।
- ↑ "উদ্বাস্ত-পুনর্বাসন-টাস্ক-ফোর্স-"। www.mochta.gov.bd।