খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা প্রশাসনের আওতায় স্থানীয় সরকার সংস্থা। মংসুইপ্রু চৌধুরী অপু পরিষদটির চেয়ারম্যান পদে রয়েছেন।[১]
![]() | |
সংক্ষেপে | কেইএচডিসি (KHDC) |
---|---|
গঠিত | ৬ মার্চ ১৯৮৯ |
সদরদপ্তর | খাগড়াছড়ি জেলা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
ইতিহাস সম্পাদনা
১৯৮৯ সালের ৬ই মার্চে উপজাতি ও সংখ্যালঘুদের কল্যাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা) বাংলাদেশ সরকার এবং উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে নিম্ন-স্তরের দ্বন্দ্ব ছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দ্বন্দ্ব নিরসনে একটি শান্তিচুক্তি করে। চুক্তি হওয়ার পর, চুক্তি অনুযায়ী পরিষদ সমৃদ্ধ করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছিল। পরবর্তীতে পরিষদটিকে “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ”-এ পুনর্নামকরণ করা হয়।[২] শান্তিচুক্তি অনুযায়ী পরিষদটি ৪০টি বিদ্যালয় তৈরি ও ১০০টি বিদ্যালয় সংস্কার করে।[৩]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন অপু"। জাগোনিউজ২৪। ১০ ডিসেম্বর ২০২০।
- ↑ "তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচন ছাড়াই উদ্যোগ পুনর্গঠনের"। যুগান্তর। ১২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২১।
- ↑ "পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে সরকার কাজ করছে"। ভোরের কাগজ। ১ ডিসেম্বর ২০১৭।