প্রধানমন্ত্রীর কার্যালয় (বাংলাদেশ)

বাংলাদেশের সরকারি কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয় (বাংলাদেশ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী তথা সরকার প্রধান অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়। ১৯৯০ থেকে দেশের রাজধানী ঢাকা শহরের তেজগাঁওস্থ পুরোনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করেন এবং এখানেই মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর রয়েছে যেখানে তিনি মাঝে মাঝে গমন করেন, সরকারি কার্যাদি সম্পাদন করেন এবং মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সীল
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ
সদর দপ্তরপ্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
কর্মীবৃদ্ধি
বার্ষিক বাজেট৭৭,৬০,০০,০০০৳
(অর্থবছর: ২০২০-২০২১)
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সংস্থা নির্বাহী
অধিভূক্ত সংস্থা
ওয়েবসাইটpmo.gov.bd

প্রধানমন্ত্রীর কার্যালয় ভবন সম্পাদনা

 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ক্রস হল দিয়ে হাঁটছেন।

১৯৯১ সালের আগ পর্যন্ত এটি রাষ্ট্রপতির সচিবালয় ছিল এবং ১৯৮২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন হিসেবে ব্যবহিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনটি তেজগাঁও বিমানবন্দর এলাকায় অবস্থিত।

সেবা ও কার্যক্রম[১] সম্পাদনা

  • মাননীয় প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব পালনে সাচিবিক সহায়তা প্রদান
  • প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সহায়তা প্রদান
  • জাতীয় সংসদ বিষয়ক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে সহায়তা প্রদান
  • রাজনীতি সংশ্লিষ্ট বিষয়াদি
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি
  • জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা
  • সকল গোয়েন্দা সংস্থার সমন্বয়
  • এনজিও
  • বিনিয়োগ বোর্ড সংশ্লিষ্ট কার্যাদি
  • বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ
  • অধীনস্থ দপ্তরসমূহের প্রশাসনিক ও আর্থিক সংশ্লিষ্ট কার্যক্রম
  • বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা
  • প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিভিন্ন তহবিল পরিচালনা
  • প্রধানমন্ত্রীর বাণী ও বক্তৃতা
  • বৈদেশিক সরকার প্রধান, প্রতিনিধির প্রটোকল
  • রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থাপনা
  • প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরীণ ভ্রমণ বিষয়াদি
  • আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সন্ধি/চুক্তি সম্পাদন বিষয়াদি
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত আইন বিষয়াদি
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত জিজ্ঞাসা ও পরিসংখ্যান সংক্রান্ত
  • কোর্ট ফিস বহির্ভূত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য নির্ধারিত ফিস সংক্রান্ত
  • সময় সময়ে নির্ধারিত যে কোন অর্পিত দায়িত্ব।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ দপ্তর[২] সম্পাদনা

যোগাযোগ ঠিকানা সম্পাদনা

প্রধানমন্ত্রীর কার্যালয় , পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রিন্টসর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুলাই ২০১৪ সেবা ও কার্যক্রম"বাংলাদেশ জাতীয় বাতায়ন 
  2. "প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ দপ্তর সংক্রান্ত ওয়েবসাইট"www.banglaclick.com। ২৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা

সরকার ও প্রশাসন সম্বন্ধীয় সম্পাদনা

অন্যান্য সম্পাদনা