বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

একটি সরকারি সংস্থা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে গঠিত একটি সরকারী সংস্থা।[] ১ সেপ্টেম্বর ২০১৬ সালে এটি গঠন করা হয়। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করে এই সংস্থা গঠিত হয়। সংস্থাটির বর্তমান নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
সংস্থার রূপরেখা
গঠিত২০১৬; ৮ বছর আগে (2016)
যার এখতিয়ারভুক্তগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সদর দপ্তরবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, আগারগাঁও, শের এ বাংলা রোড, ঢাকা–১২০৭
সংস্থা নির্বাহী
  • পদশূন্য (প্রধানমন্ত্রী), চেয়ারম্যান, গভর্নিং বডি
  • মোঃ লোকমান হোসেন মিয়া, নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা)
মূল বিভাগপ্রধানমন্ত্রীর কার্যালয়
ওয়েবসাইটhttp://bida.gov.bd
হেডকোয়ার্টার

ইতিহাস

সম্পাদনা

দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার ১৯৮৯ সালে বিনিয়োগ বোর্ড গঠন করে। অন্যদিকে সরকারি লোকসানি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার একটি বেসরকারীকরণ বোর্ড গঠন করে। যেটিকে ২০০০ সালে বেসরকারীকরণ কমিশনে রূপান্তর করা হয়।

উভয় সংস্থা তাদের গঠনের উদ্দেশ্য পূরণে ভূমিকা রাখতে পারছিল না। ফলে এ বিষয়ে সমালোচনা তৈরি হয়।

২০১৪ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয় বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করার নির্দেশ দেয়। একই বছরের ৩০ এপ্রিল সাত সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ২০১৫ সালের ডিসেম্বরে কমিটির প্রণয়ন করা আইন মন্ত্রিসভার কমিটিতে অনুমোদিত হয়। ২০১৬ সালের জুলাইয়ে জাতীয় সংসদে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬’ পাস হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু আজ"প্রথম আলো। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  2. "বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস"বণিক বার্তা। ২৬ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা