এনজিও বিষয়ক ব্যুরো

এনজিও বিষয়ক ব্যুরো[১] বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের বেসরকারি এজেন্সিগুলোর তদারকি করে থাকে।

এনজিও বিষয়ক ব্যুরো
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.ngoab.gov.bd

ইতিকথা সম্পাদনা

এনজিও বিষয়ক ব্যুরো ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।[২] এটি প্রধানমন্ত্রীর কার্যালয় এর অধীনস্থ একটি বিভাগ। দেশের প্রত্যেক এনজিওকেই এ দপ্তরে নিবন্ধিত হতে হয়।[৩] মোহাম্মদ আসাদুল ইসলাম এই ব্যুরোর ডিরেক্টর জেনারেল।[৪] বর্তমানে বাংলাদেশে ২,৪৯৮টি এনজিও আছে। এদের মধ্যে ২৪০টি বৈদেশিক সংস্থা পরিচালিত।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Govt appoints five acting secretaries"। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০১ 
  2. "NGOAB"। NGO Affairs Board। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৬ 
  3. "Non Government Organisation"en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬ 
  4. "NGOs in BD receive Tk 50b every year"The Financial Express Online Version। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬ 
  5. "NGOs' foreign grants drop 14pc in FY 16"The Financial Express Online Version। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬