বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এই নিবন্ধটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীবৃন্দের তালিকা সম্পর্কিত।[][]

প্রধানমন্ত্রীদের তালিকা

সম্পাদনা
রাজনৈতিক দল

চিহ্ন

কর্তব্যরত অবস্থায় মৃত্যু

  ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী

      রাষ্ট্রপতি শাসিত শাসনামল
⠀ ⠀(প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনোটিই নন)

# নাম
(জন্ম-মৃত্যু)
প্রতিকৃতি নির্বাচন

সাংসদীয় আসন

দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর মেয়াদ রাজনৈতিক দল মন্ত্রিসভা
তাজউদ্দীন আহমেদ
(১৯২৫-১৯৭৫)
  ১৯৭০
(পাকিস্তান)
ঢাকা-৫
১৭ এপ্রিল ১৯৭১ ১২ জানুয়ারি ১৯৭২ ২৭০ দিন আওয়ামী লীগ মুজিব ১
শেখ মুজিবুর রহমান
(১৯২০-১৯৭৫)
  ১৯৭০
(পাকিস্তান)
ঢাকা-৮

১৯৭৩
  ঢাকা-১২

১২ জানুয়ারি ১৯৭২ ২৫ জানুয়ারি ১৯৭৫ ৩ বছর, ১৩ দিন আওয়ামী লীগ মুজিব ২
মুজিব ৩
মোঃ মনসুর আলী
(১৯১৯-১৯৭৫)
  ২৫ জানুয়ারি ১৯৭৫ ১৫ আগস্ট ১৯৭৫
(সামরিক অভ্যুত্থানে
পদচ্যুত
)
২০২ দিন বাকশাল

(আওয়ামী লীগ)

মুজিব ৪
পদ বিলুপ্ত (১৫ আগস্ট ১৯৭৫ – ২৯ জুন ১৯৭৮)
[-] মশিউর রহমান
(১৯২৪-১৯৭৯)
জ্যেষ্ঠ মন্ত্রী[]
  ২৯ জুন ১৯৭৮ ১২ মার্চ ১৯৭৯ ২৫৬ দিন জাগদল/ বিএনপি জিয়া
পদশূন্য (১২ মার্চ – ১৫ এপ্রিল ১৯৭৯)
শাহ আজিজুর রহমান
(১৯২৫-১৯৮৮)
  ১৯৭৯

  কুষ্টিয়া-৩

১৫ এপ্রিল ১৯৭৯ ২৪ মার্চ ১৯৮২
(সামরিক অভ্যুত্থানে
পদচ্যুত
)
২ বছর, ৩৪৩ দিন বিএনপি জিয়া
পদ বিলুপ্ত (২৪ মার্চ ১৯৮২ – ৩০ মার্চ ১৯৮৪)
আতাউর রহমান খান
(১৯০৭-১৯৯১)
  ৩০ মার্চ ১৯৮৪ ১৫ জানুয়ারি ১৯৮৫[] ২ বছর, ১০১ দিন জাতীয় পার্টি

/জনদল

এরশাদ
পদশূন্য (১৫ জানুয়ারি ১৯৮৫ – ৯ জুলাই ১৯৭৯)
মিজানুর রহমান চৌধুরী
(১৯২৮-২০০৬)
১৯৮৬

  চাঁদপুর-৪

৯ জুলাই ১৯৮৬ ২৭ মার্চ ১৯৮৮ ১ বছর, ২৬২ দিন জাতীয় পার্টি
মওদুদ আহমেদ
(১৯৪০-২০২১)
  ১৯৮৮

  নোয়াখালী-১

২৭ মার্চ ১৯৮৮ ১২ আগস্ট ১৯৮৯ ১ বছর, ১৩৮ দিন জাতীয় পার্টি
কাজী জাফর আহমেদ
(১৯৩৯-২০১৫)
  ১৯৮৮

কুমিল্লা-১২ (বিলুপ্ত)

১২ আগস্ট ১৯৮৯ ৬ ডিসেম্বর ১৯৯০
(রাষ্ট্রপতির পদত্যাগে
পলায়ন)
১ বছর, ১১৬ দিন জাতীয় পার্টি
পদশূন্য (৬ ডিসেম্ভর ১৯৯০ – ২০ মার্চ ১৯৯১)
খালেদা জিয়া
(১৯৪৪–)
  ১৯৯১

  বগুড়া-৭

  ঢাকা-৫

  ঢাকা-৯

  ফেনী-১

 চট্টগ্রাম-৮

১৯৯৬ (ফেব্রুয়ারি)

  ফেনী-১

২০ মার্চ ১৯৯১ ৩০ মার্চ ১৯৯৬ ৫ বছর, ১০ দিন বিএনপি খালেদা ১
১০ শেখ হাসিনা
(১৯৪৭–)
  ১৯৯৬ (জুন)

  বাগেরহাট-১

  খুলনা-১

  গোপালগঞ্জ-৩

২৩ জুন ১৯৯৬ ১৫ জুলাই ২০০১ ৫ বছর, ২২ দিন আওয়ামী লীগ হাসিনা ১
(৯) খালেদা জিয়া
(১৯৪৪–)
  ২০০১

  বগুড়া-৬

  বগুড়া-৭

  খুলনা-২

  লক্ষ্মীপুর-২

  ফেনী-১

১০ অক্টোবর ২০০১ ২৯ অক্টোবর ২০০৬ ৫ বছর, ১৯ দিন বিএনপি খালেদা ২
(১০) শেখ হাসিনা
(১৯৪৭–)
  ২০০৮
  রংপুর-৬
  বাগেরহাট-১
  গোপালগঞ্জ-৩
২০১৪
  রংপুর-৬   গোপালগঞ্জ-৩
২০১৮
  গোপালগঞ্জ-৩
২০২৪
  গোপালগঞ্জ-৩
৬ জানুয়ারি ২০০৯ ৫ আগস্ট ২০২৪
(পদত্যাগ)
১৫ বছর, ২১২ দিন আওয়ামী লীগ হাসিনা ২
হাসিনা ৩
হাসিনা ৪
হাসিনা ৫

সময়রেখা

সম্পাদনা
মুহাম্মদ ইউনূসফখরুদ্দীন আহমদফজলুল হকইয়াজউদ্দিন আহম্মেদলতিফুর রহমানশেখ হাসিনামুহাম্মদ হাবিবুর রহমানখালেদা জিয়াকাজী জাফর আহমেদমওদুদ আহমেদমিজানুর রহমান চৌধুরীআতাউর রহমান খানশাহ আজিজুর রহমানমশিউর রহমানমোঃ মনসুর আলীশেখ মুজিবুর রহমানতাজউদ্দীন আহমেদ

প্রধানমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের তালিকা

সম্পাদনা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি তত্ত্বাবধায়ক সরকারে থেকে অন্তর্বর্তীকালীন সময়ে নির্বাচিত সরকারের থেকে আরেক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতার প্রায় সমতুল্য প্রধান উপদেষ্টার নির্বাহী ক্ষমতা কিছু সাংবিধানিক সীমাবদ্ধতার মাধ্যমে সীমাবদ্ধ করা হয়। অন্যান্য উপদেষ্টাদের সাথে তাকেও রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচন করা হতো যাতে সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্যতা পায়।

চিহ্ন

  ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা
ক্রম নাম

(জন্ম–মৃত্যু)

প্রতিকৃতি দায়িত্ব গ্রহণ দায়িত্ব ত্যাগ মেয়াদ রাজনৈতিক দল উপদেষ্টা

পরিষদ

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার
মুহাম্মদ হাবিবুর রহমান[]

(১৯২৮–২০১৪)

প্রধান উপদেষ্টা

  ৩০ মার্চ ১৯৯৬ ২৩ জুন ১৯৯৬ ৮৫ দিন স্বতন্ত্র হাবিবুর
লতিফুর রহমান[]

(১৯৩৬–২০১৭)

প্রধান উপদেষ্টা

  ১৫ জুলাই ২০০১ ১০ অক্টোবর ২০০১ ৮৭ দিন স্বতন্ত্র লতিফুর
ইয়াজউদ্দিন আহম্মেদ[]

(১৯৩১–২০১২) রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বে)

  ২৯ অক্টোবর ২০০৬ ১১ জানুয়ারি ২০০৭ ৭৪ দিন স্বতন্ত্র ইয়াজউদ্দিন
ফজলুল হক

(১৯৩৮–২০২৩)

ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা

  ১১ জানুয়ারি ২০০৭ ১২ জানুয়ারি ২০০৭ ১ দিন স্বতন্ত্র
ফখরুদ্দীন আহমদ[]

(১৯৪০–)

প্রধান উপদেষ্টা

  ১২ জানুয়ারি ২০০৭ ৬ জানুয়ারি ২০০৯ ১ বছর, ৩৬০ দিন স্বতন্ত্র

(সামরিক সহায়তায়)

ফখরুদ্দীন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
মুহাম্মদ ইউনূস[]

(১৯৪০–)

প্রধান উপদেষ্টা

  ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি ২২৬ দিন স্বতন্ত্র ইউনুস

উপপ্রধানমন্ত্রী

সম্পাদনা

বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-প্রধান এবং জাতীয় সংসদের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার সংসদ নেতা। একজন উপ-প্রধানমন্ত্রী সাধারণত স্ব-পদ ছাড়া প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রিসভার কার্যভার এর পাশাপাশি যেকোনো স্বতন্ত্র মন্ত্রাণলয়ের দায়িত্বও পালন করতে পারেন। এই পদটি অনিয়মিতভাবে তৈরী করা হয়েছে, প্রতিষ্ঠার পর মাত্র ৯ বার এটি বহাল করা হয়েছিল। এই পদটি সাধারণত রাষ্ট্রপতি শাসন আমলে বিশেষ ভাবে লক্ষ্য করা যায়। বর্তমানে বাংলাদেশ সরকারের কোনো উপ-প্রধানমন্ত্রীর পদ নেই।

রাজনৈতিক দল

      বাংলাদেশ জাতীয়তাবাদী দল
      জাতীয় পার্টি

ক্রম নাম

(জন্ম–মৃত্যু)

প্রতিকৃতি দায়িত্ব গ্রহণ দায়িত্ব ত্যাগ মেয়াদ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
মওদুদ আহমদ[]

১৯৪০-২০২১

  ১৫ এপ্রিল ১৯৭৯ ২ জানুয়ারি ১৯৮০ ৮ মাস, ১ দিন

(২৬২ দিন)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল  

শাহ আজিজুর রহমান

 

জিয়াউর রহমান

একিউএম বদরুদ্দোজা চৌধুরী[]

১৯৩০-২০২৪

সিনিয়র উপপ্রধানমন্ত্রী

  ১৫ এপ্রিল ১৯৭৯ ২৩ আগস্ট ১৯৭৯ ৪ মাস, ২২ দিন

(১৩০ দিন)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জামাল উদ্দিন আহমেদ[]

১৯২৯-২০১৫

  ২৩ আগস্ট ১৯৭৯ ১১ ফেব্রুয়ারি ১৯৮২ ২ বছর, ৫ মাস, ১০ দিন

(৯০৩ দিন)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল  

জিয়াউর রহমান

২১ এপ্রিল ১৯৭৭ -

৩০ মে ১৯৮১

 

আবদুস সাত্তার

৩০ মে ১৯৮১ -

২৪ মার্চ ১৯৮২

এস. এ. বারী[]

১৯২৭-১৯৮৭

  ২৩ আগস্ট ১৯৭৯ ২৭ নভেম্বর ১৯৮১ ২ বছর, ৩ মাস, ২৬ দিন

(৮২৭ দিন)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
মওদুদ আহমদ[]

১৯৪০-২০২১

  ৯ জুলাই ১৯৮৬ ২৭ মার্চ ১৯৮৮ ১ বছর, ৮ মাস, ২৬ দিন

(৬২৭ দিন)

জাতীয় পার্টি

মিজানুর রহমান চৌধুরী

 

হুসেইন মুহাম্মদ এরশাদ

কাজী জাফর আহমেদ[]

১৯৩৯-২০১৫

  ৯ জুলাই ১৯৮৬ ১০ আগস্ট ১৯৮৭ ৩ মাস, ২২ দিন

(১০৬ দিন)

জাতীয় পার্টি
এম এ মতিন[]

১৯৩২-২০১২

  ৯ সেপ্টেম্বর ১৯৮৬ ১৩ আগস্ট ১৯৮৯ ২ বছর, ১১ মাস, ১২ দিন

(১০৬৯ দিন)

জাতীয় পার্টি

মিজানুর রহমান চৌধুরী

৯ জুলাই ১৯৮৬-

২৭ মার্চ ১৯৮৮

 

মওদুদ আহমেদ

২৭ মার্চ ১৯৮৮-

১২ আগস্ট ১৯৮৯

 

কাজী জাফর আহমেদ

১২ আগস্ট ১৯৮৯-

৬ ডিসেম্বর ১৯৯০

শাহ মোয়াজ্জেম হোসেন[]

১৯৩৯-২০২২

  ২০ সেপ্টেম্বর ১৯৮৭ ৬ ডিসেম্বর ১৯৯০ ৩ বছর, ২ মাস, ৫ দিন

(১১৭৩ দিন)

জাতীয় পার্টি
কাজী জাফর আহমেদ[]

১৯৩৯-২০১৫

  ২৭ মার্চ ১৯৮৮ ১২ আগস্ট ১৯৮৯ ১ বছর ৪ মাস ১১ দিন

(৫০৩ দিন)

জাতীয় পার্টি  

মওদুদ আহমেদ

ঐতিহাসিক তালিকা

সম্পাদনা

অস্থায়ী বাংলাদেশ সরকার (১৯৭১-১৯৭২)

সম্পাদনা
রাজনৈতিক দল

      বাংলাদেশ আওয়ামী লীগ

ক্রম প্রতিকৃতি নাম
(জন্ম-মৃত্যু)
পদের মেয়াদকাল দল
পদ গ্রহণ পদ পরিত্যাগ মেয়াদকাল
  তাজউদ্দীন আহমেদ
(১৯২৫-১৯৭৫)
১৭ এপ্রিল ১৯৭১ ১২ জানুয়ারি ১৯৭২ ২৭০ দিন বাংলাদেশ আওয়ামী লীগ

পাকিস্তান আমল (১৯৪৭-১৯৭১)

সম্পাদনা

পূর্ব পাকিস্তান সরকার বা পূর্বে পূর্ববঙ্গ সরকার পূর্ববঙ্গ প্রদেশ (পরবর্তীতে পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ) শাসন করত এবং এর প্রাদেশিক রাজধানী ঢাকায় অবস্থিত ছিল। প্রদেশের প্রধান ছিলেন গভর্নর, যিনি পাকিস্তানের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হতেন। পূর্ব পাকিস্তান প্রদেশের প্রধান ছিলেন মুখ্যমন্ত্রী যিনি পূর্ব পাকিস্তান আইনপরিষদ দ্বারা নির্বাচিত হন।

মুখ্যমন্ত্রীদের তালিকা

সম্পাদনা
রাজনৈতিক দল

      মুসলিম লীগ
      যুক্তফ্রন্ট
      কৃষক প্রজা পার্টি
      বাংলাদেশ আওয়ামী লীগ

ক্রম প্রতিকৃতি নাম পদ গ্রহণ পদ পরিত্যাগ মেয়াদকাল দল গভর্নর গভর্নর জেনারেল/রাষ্ট্রপতি
  স্যার খাজা নাজিমুদ্দিন

(১৮৯৪ – ১৯৬৪)

১৫ আগস্ট ১৯৪৭ ৪ সেপ্টেম্বর ১৯৪৮ ১ বছর, ২০ দিন মুসলিম লীগ স্যার ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌ মুহাম্মদ আলী জিন্নাহ
  নুরুল আমিন

(১৮৯৩ - ১৯৭৪)

১৪ সেপ্টেম্বর ১৯৪৮ ৩ এপ্রিল ১৯৫৪ ৫ বছর, ২০১ দিন মুসলিম লীগ স্যার ফিরোজ খান নুন
  শেরে বাংলা একে ফজলুল হক

(১৮৭৩ - ১৯৬২)

৩ এপ্রিল ১৯৫৪ ২৯ মে ১৯৫৪ ৫৬ দিন যুক্তফ্রন্ট চৌধুরী খালিকুজ্জামান মালিক গোলাম মুহাম্মদ
গভর্নর শাসন পদ বিলুপ্ত ছিল (২৯ মে ১৯৫৪ – ২০ জুন ১৯৫৫)
  আবু হোসেন সরকার

(১৮৯৪ - ১৯৬৯)

২০ জুন ১৯৫৫ ৩০ আগস্ট ১৯৫৬ ১ বছর, ৭১ দিন কৃষক প্রজা পার্টি

  আতাউর রহমান খান

(১৯০৭ - ১৯৯১)

১ সেপ্টেম্বর ১৯৫৬ ৩১ মার্চ ১৯৫৮[] ১ বছর, ২১১ দিন আওয়ামী লীগ
ইস্কান্দার মির্জা
(৪)   আবু হোসেন সরকার

(১৮৯৪ - ১৯৬৯)

৩১ মার্চ ১৯৫৮ ১ এপ্রিল ১৯৫৮[] ১ দিন কৃষক প্রজা পার্টি শেরে বাংলা একে ফজলুল হক
মুহাম্মদ হামিদ আলী
(ভারপ্রাপ্ত)
ইস্কান্দার মির্জা
(৫)   আতাউর রহমান খান

(১৯০৭ - ১৯৯১)

১ এপ্রিল ১৯৫৮ ১৮ জুন ১৯৫৮ ৭৮ দিন আওয়ামী লীগ
মুহাম্মদ হামিদ আলী (ভারপ্রাপ্ত)


(৪)   আবু হোসেন সরকার

(১৮৯৪ - ১৯৬৯)

১৮ জুন ১৯৫৮ ২২ জুন ১৯৫৮ ৪ দিন কৃষক প্রজা পার্টি সুলতানউদ্দিন আহমদ আইয়ুব খান
গভর্নর শাসন পদ বিলুপ্ত ছিল (২২ জুন ১৯৫৮ – ২৫ আগস্ট ১৯৫৮)
(৫)   আতাউর রহমান খান

(১৯০৭ - ১৯৯১)

২৫ আগস্ট ১৯৫৮ ৭ অক্টোবর ১৯৫৮ ৪৩ দিন আওয়ামী লীগ সুলতানউদ্দিন আহমদ আইয়ুব খান

গভর্নরগণ

সম্পাদনা

পাকিস্তানের অধিরাজ্যের মধ্যে অধিগ্রহণের পর, পূর্ব পাকিস্তান প্রদেশ (সাবেক পূর্ব বাংলা) একজন আনুষ্ঠানিক গভর্নর এবং একজন পরোক্ষভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী দ্বারা শাসিত হয়। মে ১৮৫৪ থেকে ১৯৫৫ সালের আগস্ট পর্যন্ত রাজ্যপালের দ্বারা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল এবং কোনও মুখ্যমন্ত্রী ছিলেন না।

রাজনৈতিক দল

      মুসলিম লীগ
      কৃষক প্রজা পার্টি
      স্বতন্ত্র
       সেনা সমর্থিত
চিহ্ন

  ভারপ্রাপ্ত গভর্নর
ক্রম প্রতিকৃতি গভর্নর পদ গ্রহণ পদ পরিত্যাগ মেয়াদকাল দল গভর্নর জেনারেল/

রাষ্ট্রপতি

স্যার ফ্রেডরিক চালমারস বোর্ন

(১৮৯১-১৯৭৭)

১৫ আগস্ট ১৯৪৭ ৩১ মার্চ ১৯৫০ ২ বছর, ২২৮ দিন স্বতন্ত্র

(ব্রিটিশ প্রশাসক)


[-]   এএসএম আকরাম[]
(ভারপ্রাপ্ত)

(১৮৮৮-১৯৬৮)

১৬ মার্চ ১৯৪৯ ২৫ এপ্রিল ১৯৪৯ ৪০ দিন স্বতন্ত্র স্যার খাজা নাজিমুদ্দিন
  স্যার ফিরোজ খান নুন

(১৮৯৩-১৯৭০)

৩১ মার্চ ১৯৫০ ৩১ মার্চ ১৯৫৩ ৩ বছর, ০ দিন মুসলিম লীগ
[-]   আবদুর রহমান সিদ্দিকী[১০]
(ভারপ্রাপ্ত)

(১৮৮৭-১৯৫৩)

২৫ জুলাই ১৯৫২ ১০ নভেম্বর ১৯৫২ ১০৮ দিন মুসলিম লীগ মালিক গোলাম মুহাম্মদ
  চৌধুরী খালিকুজ্জামান

(১৮৮৯-১৯৭৩)

৩১ মার্চ ১৯৫৩ ২৯ মে ১৯৫৪ ১ বছর, ৫৯ দিন মুসলিম লীগ মালিক গোলাম মুহাম্মদ
  ইস্কান্দার আলী মির্জা

(১৮৯৯-১৯৬৯)

২৯ মে ১৯৫৪ ২৩ অক্টোবর ১৯৫৪ ১৪৭ দিন মুসলিম লীগ মালিক গোলাম মুহাম্মদ
[-]   স্যার টমাস হোবার্ট এলিস
(ভারপ্রাপ্ত)[১১]

(১৮৯৪-১৯৮১)

২১ অক্টোবর ১৯৫৪ ২২ ডিসেম্বর ১৯৫৪ ৬২ দিন স্বতন্ত্র মালিক গোলাম মুহাম্মদ
[-]   মুহাম্মদ শাহাবুদ্দিন
(ভারপ্রাপ্ত)

(১৮৯৫-১৯৭১)

২২ ডিসেম্বর ১৯৫৪ ১৪ জুন ১৯৫৫ ১৭৪ দিন স্বতন্ত্র ইস্কান্দার মীর্জা
[-]   আমিরউদ্দীন আহমদ
(ভারপ্রাপ্ত)

(১৮৯৫-১৯৬৫)

১৪ জুন ১৯৫৫ ৯ মার্চ ১৯৫৬ ২৬৯ দিন স্বতন্ত্র ইস্কান্দার মির্জা
  এ কে ফজলুল হক

(১৮৭৩ - ১৯৬২)

২৪ মার্চ ১৯৫৬ ১ এপ্রিল ১৯৫৮[] ২ বছর, ৮ দিন কৃষক প্রজা পার্টি ইস্কান্দার মির্জা
[-] মুহাম্মদ হামিদ আলী
(ভারপ্রাপ্ত)

(১৯০৬-১৯৭২)

১ এপ্রিল ১৯৫৮ ৩ মে ১৯৫৮ ৩২ দিন স্বতন্ত্র
সুলতানউদ্দিন আহমদ

(১৯০২-১৯৭৭)

৩ মে ১৯৫৮ ১০ অক্টোবর ১৯৫৮ ১৬০ দিন স্বতন্ত্র
জাকির হোসেন

(১৮৯৮-১৯৭১)

১০ অক্টোবর ১৯৫৮ ১১ এপ্রিল ১৯৬০ ১ বছর, ১৮৪ দিন স্বতন্ত্র

 

  লেফটেন্যান্ট জেনারেল

আজম খান, পিএ

(১৯০৮-১৯৯৪)

১১ এপ্রিল ১৯৬০ ১১ মে ১৯৬২ ২ বছর, ৩০ দিন সেনা সমর্থিত আইয়ুব খান
[-]   সৈয়দ হাশিম রাজা
(ভারপ্রাপ্ত)

(১৯১০-২০০৩)

১ জুলাই ১৯৬১ ৫ আগস্ট ১৯৬১ ৩৫ দিন স্বতন্ত্র
গোলাম ফারুক খান

(১৮৯৯-১৯৯২)

১১ মে ১৯৬২ ২৫ অক্টোবর ১৯৬২ ১৬৭ দিন স্বতন্ত্র
১০   আব্দুল মোনেম খান

(১৮৯৯-১৯৭১)

২৫ অক্টোবর ১৯৬২ ২৩ মার্চ ১৯৬৯ ৬ বছর, ১৪৯ দিন মুসলিম লীগ
১১   মির্জা নূরুল হুদা

(১৯১৯-১৯৯১)

২৩ মার্চ ১৯৬৯ ২৫ মার্চ ১৯৬৯ ২ দিন স্বতন্ত্র
১২

 

মেজর-জেনারেল

মুজাফফরউদ্দিন,[১২] পিএ

২৫ মার্চ ১৯৬৯ ২৩ আগস্ট ১৯৬৯ ১৫১ দিন সেনা সমর্থিত ইয়াহিয়া খান
১৩

 

  লেফটেন্যান্ট জেনারেল

সাহাবজাদা ইয়াকুব খান, পিএ

(১৯২০-২০১৬)

২৩ আগস্ট ১৯৬৯ ১ সেপ্টেম্বর ১৯৬৯ ৯ দিন সেনা সমর্থিত
১৪

 

  ভাইস অ্যাডমিরাল

সৈয়দ মোহাম্মদ আহসান, পিএন

(১৯২১-১৯৮৯)

১ সেপ্টেম্বর ১৯৬৯ ৭ মার্চ ১৯৭১ ১ বছর, ১৮৭ দিন সেনা সমর্থিত
১৫

 

  লেফটেন্যান্ট জেনারেল

সাহাবজাদা ইয়াকুব খান, পিএ

(১৯২০-২০১৬)

৭ মার্চ ১৯৭১ ৬ এপ্রিল ১৯৭১ ৩০ দিন সেনা সমর্থিত
১৬

 

  লেফটেন্যান্ট জেনারেল

টিক্কা খান, পিএ

(১৯১৫-২০০২)

৬ এপ্রিল ১৯৭১ ৩১ আগস্ট ১৯৭১ ১৪৭ দিন সেনা সমর্থিত
১৭   আবদুল মুতালিব মালেক

(১৯০৫-১৯৭৭)

৩১ আগস্ট ১৯৭১ ১৪ ডিসেম্বর ১৯৭১ ১০৫ দিন মুসলিম লীগ
১৮

 

  লেফটেন্যান্ট জেনারেল

আমির আবদুল্লাহ খান নিয়াজী, পিএ

(১৯১৫-২০০৪)

১৪ ডিসেম্বর ১৯৭১ ১৬ ডিসেম্বর ১৯৭১ ২ দিন সেনা সমর্থিত

ব্রিটিশ বাংলা (১৯৩৫-১৯৪৭)

সম্পাদনা

অফিসটি ভারত সরকারের আইন ১৯৩৫-এর অধীনে তৈরি করা হয়েছিল, যা বাংলাকে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রদান করেছিল, যার মধ্যে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল এবং বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। প্রধানমন্ত্রী নির্বাহী শাখার দায়িত্বে ছিলেন। বাংলার প্রধানমন্ত্রী লাহোর প্রস্তাব ঘোষণা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণ মোকাবেলা সহ প্যান-ইন্ডিয়ান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

রাজনৈতিক দল

      কৃষক প্রজা পার্টি
      মুসলিম লীগ

ক্রম নাম প্রতিকৃতি কার্যকাল দল নির্বাচন গভর্নর
পদ গ্রহণ পদ পরিত্যাগ মেয়াদকাল     
শেরে বাংলা এ কে ফজলুল হক   ১ এপ্রিল ১৯৩৭ ১ ডিসেম্বর ১৯৪১ ৫ বছর, ৩৬২ দিন কৃষক প্রজা পার্টি ১৯৩৭ স্যার জন অ্যান্ডারসন
১২ ডিসেম্বর ১৯৪১ ২৯ মার্চ ১৯৪৩ স্যার জন আর্থা‌র হার্বা‌র্ট‌
স্যার খাজা নাজিমউদ্দিন   ২৯ এপ্রিল ১৯৪৩ ৩১ মার্চ ১৯৪৫ ১ বছর, ৩৩৬ দিন মুসলিম লীগ
গভর্নর শাসন পদ শূন্য ছিল ( ১ এপ্রিল ১৯৪৫ – ২২ এপ্রিল ১৯৪৬)
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী   ২৩ এপ্রিল ১৯৪৬ ১৪ আগস্ট ১৯৪৭ ১ বছর, ১১৪ দিন মুসলিম লীগ ১৯৪৬ স্যার ফ্রেডেরিক বারোস

আরও দেখুন

সম্পাদনা
  1. বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জিবলু রহমান। ভাসানী-মুজিব-জিয়া। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃষ্ঠা ৪৩৬। আইএসবিএন 9789849302728 
  2. জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১
  3. "১৯৭১ সাল থেকে ০৭-০১-২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের দপ্তর বন্টনসহ নামের তালিকা" (পিডিএফ)cabiet.gov.bd। ১৩ মার্চ ২০১৯। ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৪ 
  4. "Non-party caretaker"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-১০-২২। ২০১৮-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৯ 
  5. "The chief adviser's education promises"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৩-০৯। ২০১৮-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৯ 
  6. "Muhammad Yunus takes oath as head of Bangladesh's interim government" 
  7. "1958.04 | যুগান্তর এপ্রিল ১৯৫৮ সালের মূল পত্রিকা - সংগ্রামের নোটবুক"web.archive.org। ১৯৫৮-০৪-০১। Archived from the original on ২০২৫-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৮ 
  8. "1958.04 | যুগান্তর এপ্রিল ১৯৫৮ সালের মূল পত্রিকা - সংগ্রামের নোটবুক"web.archive.org। ১৯৫৮-০৪-০২। Archived from the original on ২০২৫-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৮ 
  9. "akram"। Archived from the original on ৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৫ 
  10. "abdurrahman"। Archived from the original on ৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৫ 
  11. "hobartellis"। Archived from the original on ৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৫ 
  12. (ভারপ্রাপ্ত সামরিক আইন প্রশাসক এবং গভর্নর যহেতু তিনি জিওসি ১৪পদাতিক ডিভিশনে ছিলেন)