প্রবেশদ্বার:ইসলাম
ইসলাম প্রবেশদ্বার | মুহাম্মাদ (সাঃ) প্রবেশদ্বার | ইসলাম কী? | সূচক | উইকিপ্রকল্প | বিষয়শ্রেণী |
প্রবেশদ্বার ইসলাম
ইসলাম সম্পর্কে আরও জানুন... |
প্রধান নিবন্ধ
তবে আরবি খ্রিস্টানরাও প্রাচীন আরবকাল থেকে "আল্লাহ" শব্দটি ব্যবহার করে আসছেন। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও "আল্লাহ" শব্দ ব্যবহার করে থাকেন।
আরো দেখুননির্বাচিত নিবন্ধ
সালাফিবাদ হল ইসলামের আক্ষরিক, কঠোর ও সনাতন পদক্ষেপ। পশ্চিমা বিশ্বে একে প্রায়শই সালাফি জিহাদী-মতবাদ হিসেবে উল্লেখ করা হয়। সুফিবাদ হল আত্মার পরিশুদ্ধি (তাসাউফ-তাজকিয়া) সঙ্গে সম্পর্কযুক্ত এবং জান্নাত বা স্বর্গে উচ্চমর্যাদা অর্জনের জন্য ভালো মুসলিম ও ভালো মানুষ হওয়ার দিকে নজর দেয়।
কিছু মুসলিম সালাফিবাদ ও সুফিবাদকে পরস্পর সম্পর্কযুক্ত মনে করলেও, সালাফিগণ সুফিবাদের প্রতি সমালোচনাসূচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিভিন্ন পর্যবেক্ষকের মতে, সালাফিগণ "সাধারণত ... ছাড়বিহীনভাবে ভক্তিমুলক সুফি চর্চাসমূহের বিরোধী",তাদের দাবি হল, সুফিবাদ ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং এটি এমন একটি উপাদান যা আধুনিক সময়ে ইসলামকে বিকৃত করছে। এই দুই আন্দোলনের মাঝে সম্পর্ককে সাধারণত "সাক্ষাত যুদ্ধ", বা "দলীয় ফাটল" বলে অভিহিত করা হয় যা কার্যত প্রতিটি মুসলিম দেশে এবং পাশাপাশি পাশ্চাত্যের অভিবাসী মুসলিম সম্প্রদায়গুলোতে দেখা যায়।
আরও জানুন...নির্বাচিত রাজ্য
১৬শ ও ১৭শ শতাব্দীতে বিশেষত সুলতান প্রথম সুলাইমানের সময় উসমানীয় সাম্রাজ্য দক্ষিণপূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া, ককেসাস, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা জুড়ে বিস্তৃত একটি শক্তিশালী বহুজাতিক, বহুভাষিক সাম্রাজ্য ছিল।১৭শ শতাব্দীর শুরুতে সাম্রাজ্যে ৩২টি প্রদেশ ও বেশ কয়েকটি অনুগত রাজ্য ছিল। এসবের কিছু পরে সাম্রাজ্যের সাথে একীভূত করে নেয়া হয় এবং বাকিগুলোকে কিছুমাত্রায় স্বায়ত্ত্বশাসন দেয়া হয়।
উসমানীয় সাম্রাজ্য ছয় শতাব্দী ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে। তবে দীর্ঘদিনব্যাপী ইউরোপীয়দের তুলনায় সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। ধারাবাহিক অবনতির ফলে সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এরপর আনাতোলিয়ায় নতুন প্রজাতন্ত্র হিসেবে আধুনিক তুরস্কের উদ্ভব হয়। বলকান ও মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যের সাবেক অংশগুলো বিভিন্ন নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
আরও জানুন...নির্বাচিত চিত্র
সুলতান দ্বিতীয় মাহমুদের তুগরা (طغراء).এতে উল্লেখ রয়েছে মাহমুদ
খান,
আবদুল হামিদের
পুত্র,
সর্বদা
বিজয়ী.
-
محمود
خان
بن
عبدالحميد
مظفر
دائماً । তুগরা (উসমানীয় তুর্কি: طغرا tuğrâ) উসমানীয় সুলতানদের ক্যালিগ্রাফিক মনোগ্রাম, সিল বা স্বাক্ষর যা বিভিন্ন সরকারি দলিল ও চিঠিতে ব্যবহার হত।প্রাচীন মিশরের কারটুশ ও ব্রিটিশ রাজার রয়েল সাইফারের মত তুগরা কাজ করত। প্রত্যেক উসমানীয় সুলতান তাদের নিজস্ব তুগরা ব্যবহার করতেন।
নির্বাচিত জীবনী
আপনি জানেন কি ?
- ... যে , প্রেসবাইটেরিয়ান মহিলা কলেজ তাঁর মেয়েদের স্কুলে হিজাব পরার অনুমতি না দেওয়ায় , সালমা ইহরাম গ্রিনেক্রিতে আল-নূরী মুসলিম প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন ; এবং পরবর্তীতে সিডনির নূর আল হুদা ইসলামিক কলেজ এর প্রধানশিক্ষিকা হয়েছিলেন ?
- .... যে , মাছআব্ ইবনে উমায়ের ( রা : ) ছিলেন প্রথম সাহাবী দূত , যাঁকে নবী ( সা : ) মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন মদিনাবাসীকে ইসলামের দিকে ডাকা ও ইসলামের শিক্ষা দেওয়া এবং হিজরতের জন্য প্রস্তুত ( তাবলীগ ) করার জন্য ; এবং সেপ্টেম্বর ৬২২ খ্রিষ্টাব্দে যখন নবী ( সা : ) পৌছান , তখন মদিনার ছিল দশ হাজারজন মুসলমান ?
- ..... যে ,অনেক ইরানী নারী ঘর থেকে বের হওয়া পছন্দ করেন না । রেজা শাহের কাশফ-ই হিজাব ডিক্রী'র কারণে হিজাব সরানো এড়াতে তাদের কেউ কেউ এমনকি আত্মহত্যাও করেছেন ?
- ... যে , ইরানের সবোর্চ্চ মুসলিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই , পারমানবিক অস্ত্র অধিগ্রহণ, উন্নয়ন এবং ব্যবহার নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেছিলেন ?
- ... উজাইরকে ইহুদিরা "ঈশ্বরের পুত্র" মনে করতো?
নির্বাচিত যুদ্ধ
উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা। বদরের যুদ্ধের পরের বছর এই যুদ্ধ সংঘটিত হয় । বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ হিসেবে কুরাইশরা মদীনা আক্রমণ করতে আসে। ফলে এই যুদ্ধের সূত্রপাত। ইসলামের প্রাথমিক যুগের হিজরি তৃতীয় সালে মদিনার তিন মাইল উত্তর-পূর্বে উহুদ নামক একটি পাহাড়ে নিকটস্থ কঙ্করময় প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং একই সঙ্গে ইসলাম ধর্মকে অঙ্কুরেই বিনাশ করার উদ্দেশ্য নিয়ে মক্কার তিন হাজার যোদ্ধা মদিনা অভিমুখে অভিযান করে। প্রথমাবস্থায় মুসলিম বাহিনীর বিজয় লাভের লক্ষণ দেখা যায়। বিজয়ের আভাস দেকে কিছু সংখ্যক যোদ্ধা অসতর্ক হয়ে পড়লে বিপর্যয় নেমে আসে। তাঁদের নেতা মুহাম্মাদ (সা.) নির্দেশ ভুলে গিয়ে মুসলমান তীরন্দজগণ নিদির্ষ্ট স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাওয়ায় ঐ স্থান অরক্ষিত হয়ে পড়ে এবং এই সযোগে মক্কায় যোদ্ধাগণ পিছন দিক থেকে মুসলিম বাহিনীকে আক্রমণের সুযোগ পেয়ে যায়। ফলে মুসলিম বাহিনী অতর্কিতে বিপর্যস্ত অবস্থায় পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে ফলশ্রুতিতে হামজা(রা.) সহ প্রায় সত্তর জন মুসলমান শহীদ হন। মুহাম্মদ (সা.), আবুবকর (রা.) ও উমর (রা.) আহত হন। মুহাম্মাদ (সা.) একটি দাঁত ভেঙে যায়। মুসলমানদের বিপুল ক্ষয়ক্ষতি হয়। তবে তাঁরা আত্মরক্ষা করতে সমর্থ হয়। তাঁরা বীরত্বের সঙ্গে প্রতিরোধ করায় শত্রুপক্ষ মক্কায় ফিরে যেতে বাধ্য হয়।
আরও জানুন...নির্বাচিত আয়াতের ভাবানুবাদ
“ | তিনিই আপনার প্রতি এই কিতাব নাযিল করেছেন যার কিছু আয়াত ‘মুহ্কাম’, এগুলো কিতাবের মূল; আর অন্যগুলো ‘মুতাশাবিহ্’, সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে শুধু তারাই ফেৎনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। অথচ আল্লাহ্ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, ‘আমরা এগুলোতে ঈমান রাখি, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে’; এবং জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। | ” |
নির্বাচিত উক্তি
“ | বিদ্যাশিক্ষার জন্য যদি চীনদেশে যেতে হয় তা হলেও যেও। | ” |
নির্বাচিত হাদীস
ইসমাঈল (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে;
নবীজি
“ | "জনৈক ব্যাক্তি (জীবনেও) কোন ভাল আমল করেনি। মৃত্যুর সময় সে বলল, মারা যাওয়ার পর তোমরা তাকে পূড়িয়ে ফেল। আর অর্ধেক স্থলে আর অর্ঘেক সাগরে ছড়িয়ে দাও। সে আরো বলল, আল্লাহর কসম! আল্লাহ যদি তাকে পেয়ে যান তাহলে অবশ্যই তাকে এমন শাস্তি দিবেন যা জগতসমুহের আর কাউকে দিবেন না। তারপর আল্লাহ সাগরকে হুকুম দিলে সাগর এর মধ্যকার অংশকে একত্রিত করল। মূলকে হুকুম দিলে সেও তার মধ্যকার অংশ একত্রিত করল। তারপর আল্লাহ বললেনঃ তুমি কেন এরুপ করলে? সে উত্তর করল, তোমার ভয়ে। আর তুমি অধিক জ্ঞাত। এর প্রেক্ষিতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।’।” | ” |
নির্বাচিত বিস্তৃত দৃশ্য
প্রসঙ্গ
ঈমান ও আমল : আল্লাহ'র একত্ববাদ • শাহাদাহ্ • নামায • রোযা • হজ্জ • যাকাত
প্রধান বাক্তিত্ব : মুহাম্মাদ (সা:)• আবু বকর • ওমর • ওসমান • আলী • মুহাম্মাদ (সা:) এঁর সাথীরা • আহল আল-বাইত • ইসলামে নবী • শিয়া ইমাম
কিতাব ও আইন : কুর'আন • হাদীস • শরিয়াহ • আইনশাস্ত্র • কালাম • মুহাম্মাদ (সা:) এঁর জীবনী
মুসলমানদের শ্রেণীবিভাগ : সুন্নি • শি'য়া • সূফী • ইবাদী • কুরানবাদী
সমাজ-রাষ্ট্রীয় ব্যাবস্থা: শিক্ষা প্রতিষ্ঠান • দর্শন • শিল্পকলা • বিজ্ঞান • স্থাপত্য • বর্ষপঞ্জি • ছুটির দিন • ইসলামে নারী • নেতৃবৃন্দ • রাজনীতি • ইসলামে শান্তি • জিহাদ • উদারতাবাদ • আন্তর্জাতিক মুক্তি সমোঝোতা • ইসলামোফোবিয়া
আরও দেখুন : ইসলামী শব্দকোষ, ইসলামি নিবন্ধের সূচিপত্র
সম্পর্কিত প্রবেশদ্বার
বিষয়শ্রেণীসমূহ
উইকিপ্রকল্প
ইসলাম টেমপ্লেটসমূহ
আপনি যা করতে পারেন
![]() |
|
উইকিমিডিয়া