তায়াম্মুম
তায়াম্মুম (আরবি: تيمم) আরবি শব্দ। তায়াম্মুম শব্দের অর্থ সংকল্প বা উদ্দেশ্য।[১] ইসলামের বিধান অনুসারে, তায়াম্মুম হল অযু বা গোসলের বিকল্প স্বরূপ বালি, মাটি বা ধূলা দিয়ে পবিত্রতা অর্জনের একটি পন্থা। পবিত্র পানি অলভ্য হলে, কতগুলো নিয়ম অনুসরণ করে তায়াম্মুম করতে হয়।[২]
তায়াম্মুম করার পদ্ধতিসম্পাদনা
তায়াম্মুমের নিয়ত করে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে হয়। তায়াম্মুম করার জন্য হাতে মাটি লাগিয়ে নিতে হয়। আঙ্গুল ছড়িয়ে দুই হাত এমনভাবে পাক-পবিত্র মাটির ওপর থাপড়াতে হয় যাতে স্বাভাবিকভাবেই হাতের তালুতে কিছু ধূলা লেগে যায়। অতঃপর উভয় হাত দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করতে হয়। এরপর আবার মাটিতে হাত থাপড়িয়ে ধূলা লাগিয়ে নিয়ে প্রথমে বাম তালু দিয়ে ডান হাত কনুই পর্যন্ত এবং পরে ডান তালু দিয়ে বাম হাত কনুই পর্যন্ত মাসেহ করতে হয়।[৩]
মৃত ব্যক্তির তায়াম্মুমসম্পাদনা
মৃত ব্যক্তিকে দাফনের পূর্বে গোসল দিতে হয়। তবে প্রয়োজনীয় পানি না-পাওয়া গেলে তায়াম্মুম করাতে হয়।
শর্তাবলীসম্পাদনা
অযু বা গোসলের পরির্বতে নিম্নোক্ত অবস্থায় তায়াম্মুম করতে হয়।
- আশেপাশে ১.৭ কিলোমিটারের মধ্যে পানি পাওয়া না যায়।
- পানি পেতে যদি শত্রুর, সাপ কিংবা বিপদজনক পশুর আক্রমণের ভয় থাকে।
- এত অল্প পানি থাকে যে তা গোসল বা অযুতে ব্যবহার করলে খাওয়ার পানির সংকট হবে।
- কেউ তার সুচিন্তিত অভিজ্ঞতা অথবা বিজ্ঞ ডাক্তারের পরামর্শে জানতে পারে যে, পানি ব্যবহার তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
- পানি কিনে ব্যবহার করার মত যথেষ্ট অর্থ না থাকে।
- পানির দাম খুব বেশি হয়।
তায়াম্মুমের ফরযসম্পাদনা
তায়াম্মুমের ফরয ৩টি।
- পবিত্রতার নিয়ত করা
- সমস্ত মুখ একবার মাসাহ করা
- দুই হাতের কনুইসহ মাসাহ করা
তায়াম্মুমের সুন্নতসম্পাদনা
তায়াম্মুমের সুন্নত ৬টি।
কুরআনে তায়াম্মুমের আদেশসম্পাদনা
আল্লাহ বলেন,
فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলায় অনুবাদ- অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
তায়াম্মুম প্রবর্তনের ইতিহাসসম্পাদনা
মুহাম্মদ এর স্ত্রী আয়েশা সংশ্লিষ্ট একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পানির অভাবে মাটি দিয়ে তায়াম্মুম করার আদেশ জারী হয়।
গোসলের পরিবর্তে তায়াম্মুমসম্পাদনা
ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করে দেহপবিত্রকরণের বিধান রয়েছে।
তায়াম্মুম ভঙ্গের কারণসমূহসম্পাদনা
যেসমস্ত কারণে অযু ভঙ্গ হয় সেসমস্ত কারণে তায়াম্মুম ও ভঙ্গ হয়। এছাড়াও যদি পানি পাওয়া যায় অথবা যদি পানি ব্যবহারে সক্ষম হয় ।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "তায়াম্মুমের বিস্তারিত আলোচনা ও করার পদ্ধতি | IslamerBani.Net"। ২০২০-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৮।
- ↑ "তায়াম্মুমের বিস্তারিত আলোচনা ও করার পদ্ধতি | IslamerBani.Net"। ২০২০-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৮।
- ↑ "তায়াম্মুমের বিস্তারিত আলোচনা ও করার পদ্ধতি | IslamerBani.Net"। ২০২০-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৮।
Lemu, B. A. Islamic Aqidah and Fiqh:A textbook of Islamic Belief and Jurisprudence revised and expanded edition of Tawhid and Fiqh), IQRA' International Educational Foundation, Chicago, 1997.
বহিঃসংযোগসম্পাদনা
- Ritual Purity in the Qur’an, hadith and fiqh (Islamic jurisprudence) including dry ablution/tayammum
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |