জ্বিলহজ্জ

ইসলামি বর্ষপঞ্জির দ্বাদশ মাস

জ্বিলহজ্জ (আরবি: ذو الحجة‎‎) অথবা ধু আল-হিজ্জাহ্ ইসলামি বর্ষপঞ্জির ১২ তম মাস। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই মাসে মুসলিমগণ হজ্ব পালন করেন। এ মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত হজ্ব পালনের নির্ধারিত তারিখ। জ্বিলহজ্জ মাসের ১০ তারিখে মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাৎসরিক ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবাণীর ঈদ উদ্‌যাপন করা হয়।

জ্বিলহজ্জ
The Kaaba during Hajj.jpg
হজ্জের মৌসুমে কাবা
স্থানীয় নামذُو ٱلْحِجَّة  (আরবি)
বর্ষপঞ্জিইসলামি বর্ষপঞ্জি
মাসের ক্রম১২
দিনের সংখ্যা২৯-৩০ (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
গুরুত্বপূর্ণ দিবস

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা