ইসলামি সম্প্রদায় ও শাখা

ইসলাম ধর্মের বিভিন্ন শাখা ও সম্প্রদায়

বিভিন্ন ইসলামি সম্প্রদায় ও শাখাসমূহ ইসলামকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। এই সম্প্রদায়সমূহ বিভিন্ন মাযহাবআকিদা অনুসরণ করে থাকে। এমনকি এসব শাখা ও সম্প্রদায়ের ভেতরেও বিভিন্ন উপশাখা আছে যেমন সুফিবাদে নানারকম তরিকা, সুন্নি ইসলামে নানারকম ধর্মত্বত্ত্ব যেমন আসারি, আশআরি, মাতুরিদি ইত্যাদি এবং আইনি কাঠামো যেমন হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি ইত্যাদি।[১] এইসব শাখা ও সম্প্রদায় ছোট (যেমন ইবাদি, জায়েদি, ইসমাইলি) থেকে বড় (যেমন শিয়া, সুন্নি) হতে পারে। ইসলাম বিষয়ে পণ্ডিত ব্যক্তিদের বাইরে সাধারণ মুসলিমদের মধ্যে এইসকল শাখা-সম্প্রদায়ের পার্থক্য সম্পর্কে সচেতনতার ঘাটতি থাকতে পারে অথবা এই শাখা-সম্প্রদায় সম্পর্কে তাদের মধ্যে এত বেশি আবেগ ছড়ানো হয়েছে যে এ ব্যাপারে তাদের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের ঘটনা ঘটেছে (যেমন রেজভী, দেওবন্দি, সালাফি, ওয়াহাবি।)[১][২][৩][৪] আদর্শের উপর ভিত্তি করে কিছু অনানুষ্ঠানিক আন্দোলনও প্রচলিত আছে (যেমন ইসলামি আধুনিকতাবাদ, ইসলামবাদ।) পাশাপাশি আছে সুসংগঠিত সম্প্রদায় (যেমন আহ্‌মদীয়া, ইসমাইলি, নেশন অব ইসলাম।) কিছু শাখা-সম্প্রদায় অন্য শাখা-সম্প্রদায়সমূহকে তাকফির বা ধর্মত্যাগি হিসেবে আখ্যায়িত করে থাকে। যেমন সুন্নি মতাবলম্বিরা প্রায়শই আহমদিয়া, আলবীয়, কুরআনবাদী ও শিয়াদের ধর্মত্যাগি হিসেবে অভিহিত করে।[১][২][৩][৪] কিছু শাখা-সম্প্রদায় প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রাথমিক যুগ ৭ম ও ৯ম শতাব্দিতে। যেমন খারিজি, সুন্নি, শিয়া। আবার কিছু শাখা-সম্প্রদায়ের আগমন সাম্প্রতিক। যেমন ইসলামি নব্য-ঐতিহ্যবাদ, উদারতাবাদ, ইসলামি আধুনিকতাবাদ, সালাফি, ওয়াহাবি আন্দোলন এমনকি বিংশ শতাব্দিতে জন্ম নেওয়া নেশন অব ইসলাম। অনেক সম্প্রদায় আছে যারা তাদের সময়ে অনেক প্রভাবশালী থাকলেও বর্তমানে কোন অস্তিত্ব নেই, যেমন খারিজি, মুতাজিলা, মুরজিয়া। যেসব মুসলিম কোনো শাখা-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, কিংবা যারা নিজেদের কোনো শাখা-সম্প্রদায়ের অংশ বলে পরিচয় দেয় না, অথবা যাদের কোনো স্বীকৃত শাখা-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা যায় না তাদের অসাম্প্রদায়িক মুসলিম বা মুসলিমুন বি-লা তাইফা হিসেবে বিবেচনা করা হয়।

সংক্ষিপ্ত বিবরণ সম্পাদনা

 
একটি ছক যেটি ইসলামের বিভিন্ন শাখা-সম্প্রদায় প্রদর্শন করছে। সুন্নি, শিয়া, ইবাদি, কুরআনবাদ, অসাম্প্রদায়িক মুসলিম, আহমদিয়া, নেশন অব ইসলাম এবং সুফিবাদ।


খারিজি, সুন্নি এবং শিয়াদের মধ্যে মূল বিরোধের সূত্রপাত হয় ইসলামের নবী মুহাম্মদ (সা) এর মৃত্যুর পর মুসলিম সমাজে (উম্মাহ) তার রাজনৈতিক এবং ধর্মীয় উত্তরাধিকার কে পাবে এই বিতর্ককে কেন্দ্র করে।[৫] মূলত এই বিতর্কের রাজনৈতিক অবস্থান থেকে খারিজিরা চরমপন্থি মতবাদ গড়ে তোলে যা প্রথাগত সুন্নি ও শিয়া মতাদর্শ থেকে ছিল একেবারেই আলাদা।[৫] শিয়ারা বিশ্বাস করে আলি ইবনে আবু তালিব (রা) হলেন মুহাম্মদ (সা)-এর প্রকৃত উত্তরাধিকার আর সুন্নিরা বিশ্বাস করে আবু বকর (রা) হলেন প্রকৃত উত্তরাধিকার। প্রথম ফিতনা (প্রথম গৃহযুদ্ধ) চলাকালীন সময়ে খারিজিরা শিয়া ও সুন্নি উভয় মতাদর্শ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং তাকফির সম্পর্কিত বিষয়ে বেশ উগ্রবাদী ধারণা পোষণ করতে থাকে। তাদের মতে শিয়া ও সুন্নি উভয় মতাদর্শের অনুসারীরা হয় অবিশ্বাসী (কাফির) নতুবা ভণ্ড মুসলিম (মুনাফিক) এবং তাদের ধর্মত্যাগ করার কারণে হত্যা করা উচিৎ।[৫]

শিয়া ও সুন্নিদের মধ্যে অভ্যন্তরীণ মতাদর্শগত বিভেদ আছে। সুন্নি ইসলামে প্রধানত চার ধরনের বিচারিক কাঠামো আছে, মালিকি, হানাফি, শাফিঈ এবং হাম্বলি। এই কাঠামোগুলো যথাক্রমে তাদের প্রতিষ্ঠাতা মালিক ইবনে আনাস, আবু হানিফা, ইমাম শাফিঈ এবং আহমদ বিন হাম্বল এর নামে নামকরণ করা হয়েছে।[১] শিয়া ইসলামে তিনটি বড় উপ-সম্প্রদায় আছে। এগুলো হলো ইসনা আশারিয়া, ইসমাইলি এবং জায়েদি। অধিকাংশ শিয়া ইসলাম অনুসারিরা ইসনা আশারিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা ১২ জন ইমামের নেতৃত্বে বিশ্বাস করে।[৬] এমনকি শিয়া ইসলামের শিয়া শব্দের অর্থই হলো ১২। ২০১২ সালের একটি হিসাবে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া সম্প্রদায়ের সংখ্যা ৮৫ শতাংশ বলে ধারণা করা হয়। সকল প্রথাগত ইসনা আশারিয়া এবং ইসমাইলি সম্প্রদায়ের মানুষ জাফরি মাজহাব নামক আইনি কাঠামো মেনে চলে। জাফরি মাজহাবটি এর প্রতিষ্ঠাতা জাফর আস-সাদিক এর নামে নামকরণ করা হয়েছে। তিনি শিয়া ইসলামের ষষ্ঠ ইমাম।

জায়েদি বা বাংলায় পঞ্চমী অনুসারিরা জায়েদ ইবনে আলীর নামে অভিহিত জায়েদি আইনি কাঠামো অনুসরণ করে থাকেন। শিয়া ইসলামের আরেকটি শাখা ইসমাইলি; নিজারি ইসমাইলি ও মুসতারি ইসমাইলি নামক নতুন দুটি শাখায় বিভক্ত হয়। পরবর্তীতে মুসতারি ইসমাইলি আবার হাফিজি ইসমাইলি ও তৈয়বি ইসমাইলি শাখায় পুনঃবিভক্ত হয়। বোহরা হিসেবেও পরিচিত তৈয়বি ইসমাইলি আবার দাউদী বোহরা, সুলেমানি বোহরা এবং আলাভি বোহরায় বিভক্ত।[৭]

একইভাবে বিলুপ্ত খারিজিরা প্রাথমিকভাবে পাঁচটি বৃহৎ শাখায় বিভক্ত ছিল। এরা হল সুফ্রি, আযারিকা, নাজদাত, আদজারিতি এবং ইবাদি। এদের মধ্যে কেবল ইবাদিরা এখনও টিকে আছে। উল্লেখিত শাখা প্রশাখাগুলো ছাড়াও সাম্প্রতিক সময়ে একাধিক নতুন সম্প্রদায়ের আগমন ঘটেছে। যেমন আহ্‌মদীয়া, কুরআনবাদী, আফ্রিকান-আমেরিকান মুসলিম।

প্রধান শাখা ও সম্প্রদায়সমূহ সম্পাদনা

সুন্নি ইসলাম সম্পাদনা

শিয়া ইসলাম সম্পাদনা

প্রধান উপসম্প্রদায়সমূহ সম্পাদনা

গুলাত আন্দোলনসমূহ

খারিজি ইসলাম সম্পাদনা

ইবাদি ইসলাম সম্পাদনা

ইসলামি আইনশাস্ত্রীয় মজহবসমূহ সম্পাদনা

ইসলামি ধর্মতাত্ত্বিক মজহবসমূহ সম্পাদনা

সুফিবাদ সম্পাদনা

পরবর্তীকালীন আন্দোলনসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Afzal Upal, Muhammad; Cusack, Carole M. (২০২১-০৬-২৪)। Handbook of Islamic Sects and Movements। BRILL। আইএসবিএন 978-90-04-42525-5ডিওআই:10.1163/9789004435544_004 
  2. Baele, Stephane J. (2019-10-1)। "Conspiratorial Narratives in Violent Political Actors' Language"Journal of Language and Social Psychology (ইংরেজি ভাষায়)। 38 (5-6): 706–734। আইএসএসএন 0261-927Xডিওআই:10.1177/0261927X19868494  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. Rickenbacher, Daniel (২০১৯-০৮-১৬)। "The Centrality of Anti-Semitism in the Islamic State's Ideology and Its Connection to Anti-Shiism"Religions (ইংরেজি ভাষায়)। 10 (8): 483। আইএসএসএন 2077-1444ডিওআই:10.3390/rel10080483 
  4. Badar, Mohamed; Nagata, Masaki; Tueni, Tiphanie (২০১৭-০৬-১৪)। "The Radical Application of the Islamist Concept of Takfir"Arab Law Quarterly31 (2): 134–162। আইএসএসএন 0268-0556ডিওআই:10.1163/15730255-31020044 
  5. Izutsu, Toshihiko (২০০৬)। The concept of belief in Islamic theology: a semantic analysis of Īmān and Islām। Kuala Lumpur: Islamic Book Trust। আইএসবিএন 978-983-9154-70-2 
  6. Guidère, Mathieu (২০১২)। Historical dictionary of Islamic fundamentalism। Historical dictionaries of religions, philosophies, and movements। Lanham, Maryland: The Scarecrow Press, Inc। আইএসবিএন 978-0-8108-7821-1 
  7. "Branches of Shia Islam: Ismailis, Twelvers, and Bohras"Ismailimail (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা