আবদুল্লাহ ইবনে সালাম

মুহাম্মদ(স) এর একজন সাহাবী

আবদুল্লাহ ইবনে সালাম (আরবি: عبدالله بن سلام‎‎) ছিলেন মুহাম্মদ এর একজন সাহাবী। ইসলাম গ্রহণের পূর্বে তিনি একজন ইহুদি রাব্বি বা আহবার বা ধর্মগুরু ছিলেন। মুসলিমদের সিরিয়াফিলিস্তিন বিজয়ের সময় তিনি এতে অংশ নেন। তিনি মদিনায় ৪৩ হিজরিতে বা ৬৬৩ সালে মৃত্যুবরণ করেন।[১]

আবদুল্লাহ ইবনে সালাম
ধর্মতাত্ত্বিক, মুহাম্মদ এর সাহাবী
জন্মআনুমানিক ৫৫০ খ্রিষ্টাব্দ
ইয়াসরিব
মৃত্যুআনুমানিক ৬৬৩
মদিনা
শ্রদ্ধাজ্ঞাপনইসলাম

পরিচয়সম্পাদনা

আবু ইউসুফ আব্দুল্লাহ বিন সালাম বিন হারেস ইসরায়েলী আনসারী। তিনি খাজরাজ গোত্রের উপ শাখা বনী আওফের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। তিনি ইউসুফ বিন ইয়াকুব নবীর বংশের ছিলেন। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল হাছিন। নবী মুহাম্মাদ তার নাম রাখেন আব্দুল্লাহ[২]

প্রথম জীবনসম্পাদনা

আবদুল্লাহ ইবনে সালাম ছিলেন মদিনায় বসবাসকারী বনু কায়ানুকা গোত্রে একজন ইহুদি[৩] তিনি রাসুলের সাথে অনেক যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি বদরী সাহাবী ছিলেন। তিনি তৃতীয় খলিফা ওসমান কে বিদ্রোহীদের হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করেন।[৪]

ইসলাম গ্রহণসম্পাদনা

তিনি একদা নবী মুহাম্মাদ এর নিকট এসে বললেন, আপনি কি সত্য নবী নন? রাসুল উত্তর দিলেন, হ্যাঁ। এরপর তিনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হন। পরে তার ইসলাম গ্রহণের কথা তার সম্প্রদায়ের কাছে বললে তারা তাকে বেইমান বলে প্রত্যাখান করে।[৫]

জান্নাতের প্রতিশ্রুতিসম্পাদনা

রাসূলুল্লাহ (সা.) তাকে বেহেশতি হওয়ার সুসংবাদ দিয়েছিলেন এবং কেউ কেউ বলেন যে, ‘আশারায়ে মোবাশশারা’ (বেহেশতের সুসংবাদপ্রাপ্ত) ১০ জন সাহাবির পর একাদশ সাহাবি ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে সালাম (রা.)। হিজরি ৪৩/৬৬৩ সালের ৯ অক্টোবর তিনি মদিনায় ইন্তেকাল করেন।

আব্দুল্লাহ ইবনু সালামের মর্যাদা : সা‘দ ইবনু আবি ওয়াককাছ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু সালাম ছাড়া ভূপৃষ্ঠে বিচরণশীল (অর্থাৎ জীবিত) কোন লোকের উদ্দ্যেশ্যে আমি নবী (ছাঃ)-কে এ কথা বলতে শুনিনি, নিশ্চয়ই সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত।

তার শানে কুরআনের আয়াতসম্পাদনা

তার শানে আল্লাহ পাক কুরআনের সুরা আহকাফের ১০নং আয়াত এবং সুরা রদের ৪৩নং আয়াত অবতীর্ণ হয়।[৬]

সন্তানসম্পাদনা

তার দু'জন ছেলে ইউসুফ ও মুহাম্মদ।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ABDALLAH IBN SALAM"www.jewishencyclopedia.com। ২০১৯-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫ 
  2. যাহবী, হুসাইন (২০০৪)। আত-তাফসির ওয়াল মুফাসসিরুন। কায়রো, মিশর: মাকতাবাতু মুচআব বিন ওমর ইসলামিয়া। পৃষ্ঠা ১ম খ, ১৩৩–১৩২। 
  3. http://jewishencyclopedia.com/articles/190-abdallah-ibn-salam " He belonged to the tribe of the Banu Ḳainuḳa'a. His name was Al-Husain, and he claimed to be a descendant of Joseph.
  4. যাহবী, হুসাইন (২০০৪)। আত-তাফসির ওয়াল মুফাসসিরুন। কায়রো, মিশর: মাকতাবাতু মুচআব বিন ওমর ইসলামিয়া। পৃষ্ঠা ১ম খ, ১৩৪। 
  5. যাহবী, হুসাইন (২০০৪)। আত-তাফসির ওয়াল মুফাসসিরুন। কায়রো, মিশর: মাকতাবাতু মুচআব বিন ওমর ইসলামিয়া। পৃষ্ঠা ১ম খ, ১৩৩–১৩৫। 
  6. যাহবী, হুসাইন (২০০৪)। আত-তাফসির ওয়াল মুফাসসিরুন। কায়রো, মিশর: মাকতাবাতু মুচআব বিন ওমর ইসলামিয়া। পৃষ্ঠা ১ম খ, ১৩২। 

বহিঃসংযোগসম্পাদনা