মাহরাম
মাহরাম শব্দটি আরবী হারাম শব্দ থেকে এসেছে। ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ।[১]
পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।[২][৩][৪]
পুরুষদের মাহরামসম্পাদনা
ছেলেদের জন্য মাহরাম হলো ১৪ প্রকার। যথা:[৫]
আপনার আপন | |
দাদী | (মাহরাম) |
মা/দুধ মা | (মাহরাম) |
বোন/দুধ বোন | (মাহরাম) |
শাশুড়ি | (মাহরাম) |
স্ত্রী | (মাহরাম) |
মেয়ে/দুধ মেয়ে/সৎ মেয়ে | (মাহরাম) |
ছেলের/দুধ ছেলের স্ত্রী | (মাহরাম) |
ফুপু | (মাহরাম) |
খালা | (মাহরাম) |
ভাইয়ের/বোনের মেয়ে | (মাহরাম) |
নানী | (মাহরাম) |
এসব ব্যক্তি ছাড়া ছেলেরা বাকি সবার সাথে বিবাহ করতে পারবে। এছাড়া স্ত্রী জীবিত থাকা অবস্থায় স্ত্রীর আপন বোনকে বিবাহ করা যাবেনা।
মহিলাদের মাহরামসম্পাদনা
মহিলাদের মাহরাম ১৪ জনঃ
আপনার আপন | |
দাদা | (মাহরাম) |
বাবা | (মাহরাম) |
ভাই | (মাহরাম) |
শ্বশুর | (মাহরাম) |
স্বামী | (মাহরাম) |
ছেলে | (মাহরাম) |
দুধ ছেলে | (মাহরাম) |
নাতী | (মাহরাম) |
চাচা | (মাহরাম) |
ভাইয়ের/বোনের ছেলে | (মাহরাম) |
নানা | (মাহরাম) |
মামা | (মাহরাম) |
মেয়ের জামাই | (মাহরাম) |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "মাহরাম কাকে বলে এবং কারা"। ইসলামিক কিউএ (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬।
- ↑ রোমান্টিসিজম, হালাল (২০২০-০১-১৪)। "মাহরাম কারা?"। Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬।
- ↑ "মাহরাম পুরুষ কারা; যাদের সামনে নারীর পর্দা করতে হয় না"। www.imam.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬।
- ↑ aadmin (২০২০-০১-১৮)। "মাহারাম কারা?"। Shepherds (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬।
- ↑ "পুরুষ ও মহিলাদের মাহরাম/গায়ের মাহরাম চার্ট - Mahram and Non-Mahram chart for Men and Women"। www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৩।
টীকাসম্পাদনা
- The Quran, al-Baqara, 2:221
- Abdul-Rahman, Muhammad Saed,
Islam: Questions and Answers - Jurisprudence and Islamic Rulings, London: MSA Publication Limited, 2007, pp. 22–23.
- Packard, Gwen K., Coping in an Interfaith Family, New York: Rosen Publishing Group, 1993, p. 11.