মাহরাম শব্দটি আরবী হারাম শব্দ থেকে এসেছে। ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ।[১]

পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।[২][৩][৪]

পুরুষদের মাহরামসম্পাদনা

ছেলেদের জন্য মাহরাম হলো ১৪ প্রকার। যথা:[৫]

আপনার আপন
দাদী (মাহরাম)
মা/দুধ মা (মাহরাম)
বোন/দুধ বোন (মাহরাম)
শাশুড়ি (মাহরাম)
স্ত্রী (মাহরাম)
মেয়ে/দুধ মেয়ে/সৎ মেয়ে (মাহরাম)
ছেলের/দুধ ছেলের স্ত্রী (মাহরাম)
ফুপু (মাহরাম)
খালা (মাহরাম)
ভাইয়ের/বোনের মেয়ে (মাহরাম)
নানী (মাহরাম)

এসব ব্যক্তি ছাড়া ছেলেরা বাকি সবার সাথে বিবাহ করতে পারবে। এছাড়া স্ত্রী জীবিত থাকা অবস্থায় স্ত্রীর আপন বোনকে বিবাহ করা যাবেনা।

মহিলাদের মাহরামসম্পাদনা

মহিলাদের মাহরাম ১৪ জনঃ

আপনার আপন
দাদা (মাহরাম)
বাবা (মাহরাম)
ভাই (মাহরাম)
শ্বশুর (মাহরাম)
স্বামী (মাহরাম)
ছেলে (মাহরাম)
দুধ ছেলে (মাহরাম)
নাতী (মাহরাম)
চাচা (মাহরাম)
ভাইয়ের/বোনের ছেলে (মাহরাম)
নানা (মাহরাম)
মামা (মাহরাম)
মেয়ের জামাই (মাহরাম)

তথ্যসূত্রসম্পাদনা

  1. "মাহরাম কাকে বলে এবং কারা"ইসলামিক কিউএ (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬ 
  2. রোমান্টিসিজম, হালাল (২০২০-০১-১৪)। "মাহরাম কারা?"Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬ 
  3. "মাহরাম পুরুষ কারা; যাদের সামনে নারীর পর্দা করতে হয় না"www.imam.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬ 
  4. aadmin (২০২০-০১-১৮)। "মাহারাম কারা?"Shepherds (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬ 
  5. "পুরুষ ও মহিলাদের মাহরাম/গায়ের মাহরাম চার্ট - Mahram and Non-Mahram chart for Men and Women"www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৩ 

টীকাসম্পাদনা

  • The Quran, al-Baqara, 2:221
  • Abdul-Rahman, Muhammad Saed,

Islam: Questions and Answers - Jurisprudence and Islamic Rulings, London: MSA Publication Limited, 2007, pp. 22–23.

  • Packard, Gwen K., Coping in an Interfaith Family, New York: Rosen Publishing Group, 1993, p. 11.

আরোও দেখুনসম্পাদনা