সূরা রাদ
কুরআন শরীফের ১৩তম সূরা
আর-রাদ (আরবি: سورة الرعد, বজ্রনাদ) কুরআনের ১৩ তম সূরা, এর আয়াত সংখ্যা ৪৩টি। আর-রাদ সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে।
শ্রেণী | মাদানী |
---|---|
নামের অর্থ | বজ্রনাদ |
পরিসংখ্যান | |
সূরার ক্রম | ১৩ |
আয়াতের সংখ্যা | ৪৩ |
পারার ক্রম | ১৩ |
মঞ্জিল নং | ২৫ থেকে ২৬ |
সিজদাহ্র সংখ্যা | ১ (আয়াত ১৫) |
← পূর্ববর্তী সূরা | সূরা ইউসুফ |
পরবর্তী সূরা → | সূরা ইব্রাহীম |
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ |
নামকরণ
সম্পাদনাএই সূরার তেরো নম্বর (আরবী) আয়াতের বাক্যাংশের “আর্ রা’দ” শব্দটিকে এ সূরার নাম হিসেবে গণ্য করা হয়েছে। এ সূরায় “রাদ” উল্লেখিত হয়েছে বা “রা’দ”-এর কথা বলা হয়েছে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলা ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: সূরা রাদ