আয়াত
কুরআনের শ্লোক বা চরণ
মুসলিম ধর্মগ্রন্থ আল-কুরআনের সূরাসমূহের পঙ্ক্তি বা বাক্যকে বহুবচনে আয়াত (আরবি: آيات) এবং একবচনে আয়াহ (আরবি: آية ) বলা হয় । তবে বাংলা ভাষায় এক ও বহুবচন উভয় ক্ষেত্রেই আয়াত শব্দটিই বহুল প্রচলিত। কুরআনে মোট ৬২৩৬টি আয়াত রয়েছে।কোন কোন বর্ণনায় ৬৬৬৬ বলে উল্লেখ করা হয়েছে।
কুরআন "আয়াত"কে "চিহ্ন", "প্রমাণ," বা "উল্লেখযোগ্য ঘটনা" ইত্যাদি অর্থে ব্যবহার করাও হয়েছে।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Campo, Juan Eduardo, 1950- (২০০৯)। Encyclopedia of Islam। New York: Facts On File। পৃষ্ঠা ৭৭। আইএসবিএন 978-0-8160-5454-1। ওসিএলসি 191882169।