মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি
মুসলিম পন্ডিত
(ইলিয়াস থেকে পুনর্নির্দেশিত)
মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি ছিলেন ভারতের একজন ইসলামি পণ্ডিত। ১৮৮৫ সালে ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশের একটি ছোট শহরে তিনি জন্মগ্রহণ করেন। সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামি নীতি ও আদর্শের ঘাটতিজনিত কারণে তিনি ১৯২০ এর দশকে তাবলিগ জামাত নামক সংস্কারবাদি আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন ইসলামের মৌলিক মূল্যবোধ প্রচার করে এবং মুসলিমদের নামাজ, রোজাসহ অন্যান্য ইবাদতের পদ্ধতি শিক্ষা দেয়ার কাজ করে। এর সদস্যদের কাজ স্বেচ্ছাসেবামূলক। সেই সাথে অন্যান্যদের এতে যোগ দিতে উৎসাহ দেয়া হয়। বিশৃংখলা দূরে রাখতে তাবলিগ জামাতে রাজনীতি ও ফিকহ নিয়ে আলোচনা করা হয় না। তার মৃত্যুর পর মুহাম্মদ ইউসুফ কান্ধলভি তাবলিগ জামাতের আমির নিযুক্ত হন।
মুহাম্মাদ ইলয়াস কান্ধলভি | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
জাতিভুক্ত | ভারতীয় |
যুগ | ২০ শতক |
পেশা | দা'ঈ |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
উল্লেখযোগ্য ধারণা | তাবলিগ জামাত প্রতিষ্ঠা |
শিক্ষায়তন | দারুল উলুম দেওবন্দ |
তাবলিগ জামাতের প্রথম আমির | |
উত্তরসূরী | মুহাম্মদ ইউসুফ কান্ধলভি |