ইউসুফ কান্ধলভি
ভারতীয় পন্ডিত
(মুহাম্মদ ইউসুফ কান্ধলভি থেকে পুনর্নির্দেশিত)
মুহাম্মদ ইউসুফ কান্ধলভি (আরবি: مولانا محمد يوسف كاندهلوي) (হজরতজি বলেও পরিচিত) (জন্ম:১৯১৭–মৃত্যু:১৯৬৫) ছিলেন ভারতের একজন মুসলিম পণ্ডিত। পরবর্তীতে তিনি তাবলিগ জামাতের দ্বিতীয় আমির হন। একটি পণ্ডিত পরিবারে তার জন্ম হয়। দশ বছর বয়সে তিনি কুরআন হাফিজ হন এবং হাদিস ও ইসলামি অন্যান্য শাখায় পড়াশোনা চালিয়ে যান। লেখালেখি ছাড়াও তাবলিগে তিনি বেশ সময় ব্যয় করেন। তার দুইটি বিখ্যাত বই হল হায়াতুস সাহাবা ও চার খন্ডের মাআনিউল আহবার ফি শারহ। তিনি মুন্তাখাবে হাদিস বইয়েরও রচয়িতা। মুহাম্মদ ইউসুফ কান্ধলভি ৪৮ বছর বয়সে লাহোরে মৃত্যুবরণ করেন।[১]
উলামা মুহাম্মদ ইউসুফ কান্ধলভি | |
---|---|
জন্ম | ২০ মার্চ ১৯১৭ |
মৃত্যু | ১৯৬৫ |
যুগ | ২০ শতক |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
মূল আগ্রহ | ইসলামের মূলনীতি ও চর্চা |
তাবলিগ জামাতের ২য় আমির | |
পূর্বসূরী | মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি |
উত্তরসূরী | ইনামুল হাসান কান্ধলভি |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ওজেনেল, মেহমেত (২০০১)। KANDEHLEVÎ, Muhammed Yûsuf। টিডিবি এনসাক্লোপিডিয়া অব ইসলাম (তুর্কি ভাষায়)। ২৪। ইস্তাম্বুল, তুরস্ক: ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর। পৃষ্ঠা ২৯৬–২৯৭। আইএসবিএন 9789753894142।
- Muhammad Sani Hasani, Sawanih-i Hazrat Muhammad Yusuf Kandhlawi [The Life of Hazrat Muhammad Yusuf Kandhlawi] (Lucknow: Nadwat-il Ulama, n.d.).
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ১৯৩।
- খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১০৩–১০৪। hdl:10603/54426।