ইশ্মায়েল[১] বা ইসমাʿঈল (হিব্রু ভাষায়: יִשְׁמָעֵאלYīšmāʿēʿl; গ্রিক: Ἰσμαήλ Ismaḗl; আরবি: إِسْمَاعِيْل‎, প্রতিবর্ণী. ʾIsmāʿīl‎; লাতিন: Ismael) হলেন তানাখকোরআনে উল্লিখিত একজন ব্যক্তিত্ব এবং ইহুদিধর্ম, খ্রিষ্টধর্মইসলাম অনুসারে অব্রাহামের প্রথম পুত্র। তিনি অব্রাহাম ও সারার মিস্রীয়া দাসী হাগারের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন (আদিপুস্তক)। আদিপুস্তক অনুসারে, তিনি ১৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন (আদিপুস্তক)।

ইশ্মায়েল
Navez Agar et Ismaël.jpg
ফ্রঁসোয়া-যোসেফ নাভেজ কর্তৃক আরব্য মরুভূমিতে মিস্রীয়া দাসী হাগার ও তার পুত্র ইশ্মায়েলের একটি চিত্রায়ণ
অন্যান্য নামইসমাঈল
সন্তান
পিতা-মাতা
আত্মীয়
ইশ্মায়েল
ভাববাদী, পিতৃকুলপতি, আরবের প্রেরিত, আরব জাতির পিতা
শ্রদ্ধাজ্ঞাপনইহুদিধর্ম
খ্রিষ্টধর্ম
ইসলাম
বাহাই ধর্ম
যার দ্বারা প্রভাবিতঅব্রাহাম
যাদের প্রভাবিত করেনইশ্মায়েলীয়, মুসলিমআরব জাতি

খ্রীষ্টীয়ইসলামি ঐতিহ্য ইশ্মায়েলকে ইশ্মায়েলীয়আরব জাতির পূর্বপুরুষ এবং কায়দারের পিতৃকুলপতি বিবেচনা করে। মুসলিম ঐতিহ্য অনুসারে নবী ইসমাইল ও তার মাতা হাজেরা মক্কার কাবার নিকটে অর্ধবৃত্তাকার হিজর ইসমাইল দেয়াল দ্বারা সীমানির্দেশিত অঞ্চলে সমাহিত রয়েছেন।[২]

বাইবেলে উল্লেখসম্পাদনা

বাইবেলে তার উল্লেখ ইশমায়েল নামে, সেখানে তার পিতার নাম উচ্চারিত হয় 'আব্রাহাম' হিসেবে।

ইসলাম ধর্মে উল্লেখসম্পাদনা

ইসমাঈলের পিতা ইব্রাহীমকে [আ.] ঈশ্বর (আল্লাহ) বলেছিলেন, "তোমার সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবাণী করো"; তখন তিনি একে একে দুম্বা, উট ইত্যাদি কুরবাণী করার পরও যখন দেখলেন আল্লাহর পক্ষ থেকে সেই একই বাণী আসছে, তখন তিনি তার স্বীয় পুত্র ইসমাইলকে কুরবাণী দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে দেবদূতের (ফেরেশতার) মাধ্যমে ইব্রাহীমকে পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করলেন এবং পুত্র ইসমাইলের স্থলে দুম্বা শুইয়ে দিলেন, আর তখন থেকেই মুসলমানদের ওপর নির্দিষ্ট নিসাব অনুযায়ী বৎসরে একবার উট, দুম্বা, গরু ইত্যাদি কুরবাণী করা ওয়াজিব হয়ে যায়।

বংশতালিকাসম্পাদনা

অব্রাহামহাগার
ইশ্মায়েল
১. নবায়োৎ (נבית)
২. কেদর (קדר)
৩. অদ্‌বেল (אדבאל)
৪. মিব্‌সম (מבשם)
৫. মিশ্‌ম (משמע)
৬. দুমা (דומה)
৭. মসা (משא)
৮. হদদ (חדד)
৯. তেমা (תימא)
১০. যিটূর (יטור)
১১. নাফীশ (נפיש)
১২. কেদমা (קדמה)

তথ্যসূত্রসম্পাদনা

  1. এই বাইবেলীয় ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় বাইবেলীয় শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. Gibb, Hamilton A.R. and Kramers, J.H. (1965). Shorter Encyclopaedia of Islam. Ithaca: Cornell University Press. pp. 191–98.

বহিঃসংযোগসম্পাদনা