যাকারিয়া
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০১৮) |
যাকারিয়া (আরবি: زكريا, ইংরেজি: Zachariah) ছিলেন ইসলামের একজন নবি।
জাকারিয়া زكريا | |
---|---|
মৃত্যু | |
সমাধি | জাকারিয়ার রওজা, হলব শাহী মসজিদ, সিরিয়া |
উত্তরসূরী | ইয়াহিয়া |
সন্তান | ইয়াহিয়া |
সখরিয় | |
---|---|
ভাববাদী যাজক মরিয়মের অবিভাবক আরাধক সাক্ষী[১] | |
জন্ম | খ্রীষ্টপূর্ব ১ম শতাব্দী |
মৃত্যু | খ্রীষ্টপূর্ব ১ম শতাব্দী যিরূশালেম (মথি ২৩:৩৫), লেভান্ত |
শ্রদ্ধাজ্ঞাপন | ক্যাথলিক মণ্ডলী পূর্ব অর্থডক্স মণ্ডলী প্রাচ্যদেশীয় অর্থডক্স মণ্ডলী ইঙ্গবাদ লুথারীয়বাদ ইসলাম |
সিদ্ধ ঘোষণা | প্রাক-মণ্ডলী |
উৎসব | ৫ সেপ্টেম্বর – পূর্ব অর্থডক্স ৫ সেপ্টেম্বর – লুথারীয় ২৩ সেপ্টেম্বর – রোমান ক্যাথলিক |
ইসলামি বর্ণনাগুলো অনুসারে, তিনি বায়তুল মুক্বাদ্দাসের নিকটে বাস করতেন এবং বনি ইসরাইল বংশের ছিলেন। তিনি ইসার মাতা মারিয়ামের অভিভাবক ও লালন-পালনকারী ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে একমাত্র পুত্র সন্তান লাভ করেন যার নাম ছিল ইয়াহইয়া। ইয়াহইয়াও একজন নবী ছিলেন। আর মারিয়াম ছিলেন ইয়াহইয়ার খালাতো বোন।[২]
জাকারিয়ার মৃত্যু সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে, তাকে হত্যা করা হয়েছিল।
কুরআনে উল্লেখ
সম্পাদনাসুরা আলি ইমরানে বলা হয়েছে,
সেখানে যাকারিয়্যা তার রবের কাছে প্রার্থনা করেছিল, সে বলল, ‘হে আমর রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী’। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, ‘নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী, নেতা ও নারী সম্ভোগমুক্ত এবং নেককারদের মধ্য থেকে একজন নবী’। সে বলল, ‘হে আমার রব, কীভাবে আমার পুত্র হবে? অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে, আর আমার স্ত্রী বন্ধা’। তিনি বললেন, ‘এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন’। সে বলল, ‘হে আমার রব, আমাকে দেন একটি নিদর্শন’। তিনি বললেন, ‘তোমার নিদর্শন হল, তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না। আর তোমার রবকে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যা তার তাসবীহ পাঠ কর’।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Did John the Baptist’s father die a martyr?
- ↑ "হযরত যাকারিয়া ও ইয়াহ্ইয়া"। আত-তাহরীক। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাহিব্রু বাইবেলের সাথে সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |