মসজিদে কুবা
মসজিদে কুবা বা কুবা মসজিদ (আরবি: مسجد قباء) সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন।
মসজিদে কুবা | |
---|---|
![]() মসজিদে কুবা | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
প্রদেশ | মদিনা প্রদেশ |
অঞ্চল | হেজাজ |
অবস্থান | |
অবস্থান | মদিনা, সৌদি আরব |
স্থানাঙ্ক | ২৪°২৬′২১″ উত্তর ৩৯°৩৭′০২″ পূর্ব / ২৪.৪৩৯১৭° উত্তর ৩৯.৬১৭২২° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ৬২২ |
নির্দিষ্টকরণ | |
গম্বুজসমূহ | ৬ |
মিনার | ৪ |
ওয়েবসাইট | |
www |
উল্লেখসম্পাদনা
কুরআন মাজীদেসম্পাদনা
ধারণা করা হয়, সূরা তওবার ১০৮ নং আয়াতে বলা মসজিদটি মূলত কুবা মসজিদ।
আপনি কখনো সেখানে দাড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন।
হাদিসেসম্পাদনা
কুবা মসজিদ বিষয়ে নয়টি "সহিহ আল-বুখারি" হাদিস, তেরোটি "সহীহ মুসলিম", দুটো "সুনানে আবু দাউদ" হাদিস, ছয়টি মালিক ইবনে আনাস হাদিসে এসেছে।
মুহাম্মদ (সঃ) বারবার অই মসজিদে যেতেন এবং এ মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে এসেছে।
উসাইদ ইবনু যুহাইর আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবা ছিলেন। তিনি (রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) বলেন, কুবার মসজিদে নামায আদায় করলে ‘উমরা করার সমান নেকী পাওয়া যায়।
সহীহ্। ইবনু মাজাহ-(১৪১১)।[২]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- Muhammad: The Messenger of Islam by Hajjah Amina Adil (p. 286)
- The Naqshbandi Sufi Tradition Guidebook of Daily Practices and Devotions by Hisham Kabbani (p. 301)
- Happold: The Confidence to Build by Derek Walker and Bill Addis (p. 81)
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে মসজিদে কুবা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Virtues of Masjid Quba , Madina - Taken from Tafsir Ibn Kathir and other Saheeh Hadith