বাংলাদেশী ব্যক্তিবর্গের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
নিচে তালিকাভুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হয় বাংলাদেশের নাগরিক অথবা যে অঞ্চলে জন্মগ্রহণ করেন তা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত অথবা বিদেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত। সংক্ষিপ্ত করার জন্য, যারা একাধিক বিভাগের মধ্যে পড়েন তাদের কেবল একটি বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে। আরও তথ্যের জন্য, বাংলাদেশী ব্যক্তি দেখুন।
বাংলার স্বাধীনতা যুদ্ধ ও আন্দোলনে নেতৃত্বস্থানীয় ব্যক্তিগণসম্পাদনা
ব্রিটিশ ঔপনিবেশিক কালসম্পাদনা
- নবাব সলিমুল্লাহ, ব্রিটিশ রাজের সক্রিয় নাগরিক, ভারতের প্রগতিশীলতায় অবদান রেখেছেন।
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি অনেক পরিশ্রম করেন।
- স্যার আবদুল হালিম গজনবী, রাজনীতিবিদ
- খবিরুদ্দিন আহমেদ, রাজনীতিবিদ
- পূর্ণ দাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য জনপ্রিয়, খুব অল্প বয়সেই জেল খেটেছেন। কাজী নজরুল ইসলাম তার দেশপ্রেমের জন্য “পূর্ণ অভিনন্দন” শিরোনামে একটি কবিতা লিখেছেন।
- মোহাম্মদ আলী বগুড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৩-১৯৫৫) ছিলেন।
- নওয়াব সৈয়দ শামসুল হুদা, ১৯২১ সালে অবিভক্ত বাংলার সংস্কারকৃত আইন পরিষদের প্রথম ভারতীয় মুসলিম রাষ্ট্রপতি
- এ কে ফজলুল হক, বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪-১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬)
- নবাব আবদুল লতিফ, শিক্ষাবিদ ও সমাজকর্মী
- খাজা সলিমুল্লাহ, সর্বপ্রথম সর্ব ভারতীয় মুসলিম লীগ (এআইএমএল) গঠনের প্রস্তাব করেন, যা পরে মুসলিম লীগ নামে পরিচিত হয়
- সূর্য সেন, বিপ্লবী এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত
- হাজী শরীয়তউল্লাহ, ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা
- হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বাংলার শেষ প্রধানমন্ত্রী (১৯৪৬-১৯৪৭), পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৬-১৯৫৭)
- প্রীতিলতা ওয়াদ্দেদার, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনে শহীদগণসম্পাদনা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭১সম্পাদনা
- শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি
- তাজউদ্দীন আহমদ, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
- আবদুল হামিদ খান ভাসানী
- মেজর নাজমুল হক, ৭ নং সেক্টর কমান্ডার (আগস্ট ১৯৭১ পর্যন্ত)
- স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ খান, বাংলাদেশ সরকারের প্রধান প্রতিনিধি - চাকুলিয়া (বিহার) গেরিলা প্রশিক্ষণ শিবির, বিডিএফ সাব-সেক্টর কমান্ডার - মানকরচর (১১ নং সেক্টর), বিডিএফ কমান্ডার - ১১ নম্বর সেক্টর (২ নভেম্বর – ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২)
- মেজর এম এ মঞ্জুর, ৮ নং সেক্টর কমান্ডার
- মেজর খালেদ মোশাররফ, বিডিএফ কমান্ডার ২ নং সেক্টর, কমান্ডার কে-ফোর্স
- কর্নেল-ইন-চিফ মুহাম্মদ আতাউল গনি ওসমানী, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। (পরে জেনারেল হিসাবে পদোন্নতি দেওয়া হয়)
- মেজর জিয়াউর রহমান, ২৭ শে মার্চ, ১৯৭১ শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন। বিডিএফ সেক্টর কমান্ডার ১ নং সেক্টর (এপ্রিল-মে) এবং কেন্দ্রীয় সেক্টর - ১১ নং সেক্টর (জুন - ১০ ই অক্টোবর, ১৯৭১) এবং জেড-ফোর্সের কমান্ডার
- মেজর কে এম শফিউল্লাহ, এস ফোর্স কমান্ডার
- মেজর আবু তাহের, সাব-সেক্টর কমান্ডার - মহেন্দ্রগঞ্জ (এইচকিউ ১১), অন্তর্বর্তীকালীন কমান্ডার ১১ নং সেক্টর (১০ অক্টোবর - ২ নভেম্বর, ১৯৭১)
বিজ্ঞানী, প্রকৌশলী, বিজ্ঞান শিক্ষাবিদ এবং অন্য যে কোন বিষয়ের শিক্ষকগণসম্পাদনা
- হাফিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে (বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ ) এর অধ্যাপক
- নাসিমা আক্তার (জন্ম ১৯৭০), পারমাণবিক চিকিৎসা গবেষক
- অরুণ কুমার বসাক, বিজ্ঞানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক
- আবদুল্লাহ আল মুতি, বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক
- মাকসুদুল আলম, বিজ্ঞানী ও অধ্যাপক, জিনোমিক্সে তিনটি মাইলফলক অর্জন করেছেন - পেঁপে, রাবার গাছ এবং পাটের জিন নকশা উন্মোচিত করেছেন
- মীর মাসুম আলী, পরিসংখ্যানের ইমেরিটাস অধ্যাপক
- অমিত চাকমা, ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের দশম সভাপতি
- আবেদ চৌধুরী, অস্ট্রেলিয়ায় বসবাসরত বিজ্ঞানী, জন্ম মৌলভীবাজারে; আইআরআরআই কর্তৃক স্বীকৃত বাংলাদেশী ধানের জাত কসালথ প্রাপ্তির জন্য বিখ্যাত; জাতটি প্রথমে ভারতীয় জাত বলে দাবি করা হয়[১]
- এস এম ফারুক, মাইক্রোবায়োলজিস্ট এবং বিজ্ঞানী, কলেরা সৃষ্টি কারণ ভিবারিও কলেরা সম্পর্কিত গবেষক
- আজিজুল হক, আঙুলের ছাপের হেনরি শ্রেণিবিন্যাস পদ্ধতির গাণিতিক সূত্রের পথিকৃৎ
- তানজিমা হাশেম, একাডেমিক, ২০১৭ সালে এলসেভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড বিজয়ী
- খন্দকার মনোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা
- সালিমুল হক, জলবায়ু পরিবর্তন অভিযোজনে অবদানের জন্য বুর্টনি এওয়ার্ড-এ ভূষিত হন
- এ কে এম ফজলে হুসেন, হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ফ্লুয়িড ডায়নামিক্স অ্যান্ড টার্বুলেন্স ইনস্টিটিউটের পরিচালক
- আবুল হুসসাম, টেকসই হওয়ার জন্য ২০০৭ সালে গ্রেইঞ্জার চ্যালেঞ্জ পুরস্কারে ভূষিত হয়েছেন
- মুহাম্মদ জাফর ইকবাল, বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক
- জামাল নজরুল ইসলাম, পদার্থবিদ ও গণিতবিদ
- জাভেদ করিম, ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা এবং পেপালের জালিয়াতি বিরোধী সিস্টেমের পরিকল্পক
- মোহাম্মদ আতাউল করিম, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী
- ফজলুর রহমান খান, পুরকৌশলী ও স্থপতি
- সালমান খান, খান একাডেমির প্রতিষ্ঠাতা
- এম এ নাসের, বাংলাদেশের প্রকৌশল শিক্ষার পথিকৃৎ
- মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশী বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক
- খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী, বায়োমেডিকাল পদার্থবিদ
- আব্দুল মতিন পাটোয়ারি, বৈদ্যুতিক প্রকৌশলী, গণিতবিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যসম্পাদনা
- হীরালাল সেন, ভারতীয় চলচ্চিত্রের প্রতিষ্ঠাতা
- আহমেদ ছফা, লেখক, চিন্তাবিদ, ঔপন্যাসিক
- জয়নুল আবেদীন, চিত্রশিল্পী
- হুমায়ূন আহমেদ, ঔপন্যাসিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক
- শহিদুল আলম, আলোকচিত্রশিল্পী
- আলাওল, মধ্যযুগীয় কবি
- মনিকা আলী, ব্রিক লেনের লেখক
- সৈয়দ মুজতবা আলী, বাঙালি লেখক, শিক্ষাবিদ, পণ্ডিত ও ভাষাবিদ
- তাহমিমা আনাম, ঔপন্যাসিক এবং ২০০৮ কমনওয়েলথ রাইটার্স পুরস্কার বিজয়ী
- রশিদ আসকারী, লেখক, কথাসাহিত্যিক, কলাম লেখক, এবং একাডেমিক
- হুমায়ুন আজাদ, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রাক্তন অধ্যাপক
- রফিক আজাদ, কবি
- মনজুর আলম বেগ, আলোকচিত্রী ও লেখক
- মুনীর চৌধুরী, শিক্ষাবিদ, নাট্যকার ও বুদ্ধিজীবী একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত হন
- আখতারুজ্জামান ইলিয়াস, ঔপন্যাসিক ও ছোটগল্পকার
- নির্মলেন্দু গুণ, কবি
- আবদুল হাকিম, মধ্যযুগীয় কবি
- সিকদার আমিনুল হক, কবি
- কামরুল হাসান, চিত্রশিল্পী
- খন্দকার আশরাফ হোসেন, কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক
- আবুল হুসেন, কবি
- জাহানারা ইমাম, লেখক ও সক্রিয়তাবাদী ব্যক্তি
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি
- মাজহারুল ইসলাম, স্থপতি, রাজনৈতিক সক্রিয়কর্মী
- সৈয়দ জাহাঙ্গীর, বাংলাদেশের ফ্রিল্যান্স চিত্রশিল্পী
- জসীম উদ্দিন, কবি
- শাহরিয়ার কবির, লেখক ও সাংবাদিক
- শহীদুল্লাহ কায়সার, শিক্ষাবিদ, ঔপন্যাসিক এবং একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকান্ডের শিকার
- আবুল কাসেম, স্থপতি ও শিক্ষাবিদ
- লালন শাহ, মরমী কবি
- আল মাহমুদ, কবি
- পার্থ প্রতিম মজুমদার, বাংলাদেশের মূকাভিনয় শিল্পী যিনি বাংলাদেশের মূকাভিনয় শিল্পের "অগ্রদূত" হিসাবে বিবেচিত হন
- নাট্যগুরু নুরুল মোমেন, প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি নাট্যকর্ম ও শিল্পকলা প্রদর্শন এবং ধর্মনিরপেক্ষ সাহিত্যকে সমর্থন করে সমাজ থেকে মৌলবাদকে বিতাড়িত করেছিলেন।
- শাহাবুদ্দিন নাগরী, কবি, লেখক ও গায়ক
- শামসুর রহমান, কবি
- হাসন রাজা, মরমী কবি
- বেগম রোকেয়া, লেখক
- বিবি রাসেল, মডেল ও ফ্যাশন ডিজাইনার
- অরুণাভ সরকার, কবি
- মুহম্মদ শহীদুল্লাহ, বাঙালি শিক্ষাবিদ, লেখক ও ভাষাবিদ
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, কবি
- আহমেদ শরীফ, বাংলা সাহিত্যের লেখক, ধর্মনিরপেক্ষতাবাদী
- এস এম সুলতান, চিত্রশিল্পী
- কামাল চৌধুরী, কবি
- তসলিমা নাসরিন, বিখ্যাত লেখক ও নারীবাদী, আনন্দ পুরস্করের পুরস্কার
- সলিমুল্লাহ খান, লেখক, চিন্তাবিদ
- হাসান আজিজুল হক, লেখক।
সমাজ সংস্কারক ও নেতৃবৃন্দসম্পাদনা
- ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা
- খুশি কবির, নিজেরা করি’র সমন্বয়ক
- হাজী মোহাম্মদ মহসিন, সমাজসেবী
- মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী
সঙ্গিত, চলচ্চিত্র ও টেলিভিশনসম্পাদনা
- এরিয়াননা আফসার, আমেরিকান মডেল ও অভিনেত্রী, আমেরিকান আইডলে অংশ নিয়েছেন।
- মনতাজুর রহমান আকবর, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক
- নাজমা আক্তার (জন্ম ১৯৭৫), শ্রমিক ইউনিয়ন সদস্য, মহিলা সক্রিয়কর্মী
- আফশান আজাদ, অভিনেত্রী, হ্যারি পটারের মুভি সিরিজের অভিনয়দলের সদস্য
- আইয়ুব বাচ্চু, গায়ক ও গিটারবাদক
- ববিতা, চলচ্চিত্র অভিনেত্রী
- শেফালি চৌধুরী, হ্যারি পটার অ্যান্ড গব্লেট অব ফায়ার সিনেমায় তিনি হগওয়ার্টসে অনুষ্ঠিত ইয়ুল বল খেলায় হ্যারি পটারের সাথে অংশগ্রহণ করেন
- সুমিতা দেবী, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী
- ফারজানা দুআ এলাহি, ব্রিটিশ অভিনেত্রী ও ডিজে
- হুমায়ুন ফরীদী, টিভি, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা
- ওয়াহিদুল হক, রবীন্দ্র সঙ্গিত বিশেষজ্ঞ এবং সাংবাদিক
- জাহিদ হাসান, অভিনেতা ও পরিচালক
- নিনা হোসেন, যুক্তরাজ্যে সংবাদ উপস্থাপিকা
- মেনহাজ হুদা, ব্রিটিশ পরিচালক কিডুলথুডের জন্য সর্বাধিক পরিচিত
- কনি হক, যুক্তরাজ্যের টেলিভিশন উপস্থাপক
- জয়শ্রী কবির, অভিনেত্রী
- মোশাররফ করিম, অভিনেতা
- আজম খান, গায়ক
- তাহসান রহমান খান, গায়ক, চলচ্চিত্র অভিনেতা
- শাকিব খান, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক
- তাসমিন লুসিয়া খান, বিবিসির বিনোদন ও সংবাদ উপস্থাপক
- রুনা লায়লা, গায়ক
- মান্না, চলচ্চিত্র অভিনেতা
- তারেক মাসুদ, চলচ্চিত্র পরিচালক
- জারনেড মিয়া, ব্রিটিশ গায়ক এবং নৃত্যশিল্পী ২পয়েন্ট৯ রেকর্ডে কাজ করেন
- তানভীর মোকাম্মেল, চলচ্চিত্র পরিচালক
- রণ মোস্তফা, হলিউড টিভি অভিনেতা, অতি সম্প্রতি এমটিভির স্কিনস-এ অভিনয় করেন
- আসাদুজ্জামান নূর, অভিনেতা, রাজনীতিবিদ ও সংসদ সদস্য
- শমী পাটোয়ারী, ডিজাইনার এবং পরিচালক
- আমের রহমান, সৌদি আরবে জন্মগ্রহণকারী, বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কৌতুক অভিনেতা; ফেয়ার অফ এ ব্রাউন প্লানেটে কৌতুক জুটির অংশ
- খান আতাউর রহমান, চলচ্চিত্র পরিচালক
- শাহনাজ রহমতউল্লাহ, গায়িকা
- জহির রায়হান, চলচ্চিত্র পরিচালক
- আবদুর রাজ্জাক, অভিনেতা, পরিচালক
- রোলা, অর্ধ বাংলাদেশি, এক চতুর্থাংশ রাশিয়ান, এক চতুর্থাংশ জাপানি ফ্যাশন মডেল
- শবনম, চলচ্চিত্র অভিনেত্রী
- সালমান শাহ, চলচ্চিত্র অভিনেতা
- বিলাল শহীদ, ব্রিটিশ গায়ক
- মামজি স্ট্রাঞ্জার, ব্রিটিশ গায়ক, প্রযোজক, নৃত্যশিল্পী, র্যাপার
- সাবিনা ইয়াসমিন, গায়িকা
- রাহাত হায়াত, ডিজে
অর্থনীতিবিদসম্পাদনা
- কাজী খলীকুজ্জমান আহমদ, অর্থনীতিবিদ ও উন্নয়ন চিন্তাবিদ, ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের চেয়ারম্যান
- মোজাফফর আহমেদ, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এমেরিটাস অধ্যাপক
- দেবাপ্রিয় ভট্টাচার্য, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি-র অর্থনীতিবিদ ও বিশিষ্ট ফেলো
- আতিউর রহমান, অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রাক্তন পরিচালক
- রেহমান সোবহান, অর্থনীতিবিদ
উদ্যোক্তাসম্পাদনা
- স্যার ফজলে হাসান আবেদ, বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন
- স্যামসন এইচ চৌধুরী, অ্যাস্ট্রাস লিঃ এবং স্কয়ার (বাংলাদেশ) এর চেয়ারম্যান[২]
- সৈয়দ মঞ্জুর এলাহী, অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা[৩]
- অনন্ত জলিল, এজে গ্রুপ (বাংলাদেশ) এর চেয়ারম্যান[৪]
- জাভেদ করিম, ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা
- আবদুল আউয়াল মিন্টু, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রাক্তন সভাপতি
- ইকবাল কাদির, গ্রামীণফোনের সহ-প্রতিষ্ঠাতা
- আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান[৫]
- মাহমুদুর রহমান, পত্রিকার মালিক ও সম্পাদক
- মোহাম্মদ ফজলুল আজিম, আজিম গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি
- কানিজ আলমাস খান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড
- সেলিমা আহমাদ, ভাইস চেয়ারপার্সন, নিটল-নিলয় গ্রুপ
- মোস্তাফা জব্বার, প্রযুক্তি উদ্যোক্তা
- দূরীন শাহনাজ, উদ্যোক্তা, অধ্যাপক এবং স্পিকার
- বিবি রাসেল, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, মডেল
- মুশতারী শফী, সাহিত্যক, উদ্যোক্তা, নারী নেত্রী ও সমাজসংগঠক
- লুনা সামসুদ্দোহা, চেয়ারম্যান, দোহাটেক নিউমিডিয়া ও জনতা ব্যাংক লিমিটেড
- আয়মান সাদিক, ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা
গণমাধ্যম ও সাংবাদিকতাসম্পাদনা
- মাহফুজ আনাম, দ্য ডেইলি স্টারের সম্পাদক
- সালাহ চৌধুরী, লেখক, শান্তি কর্মী ও সাংবাদিক
- লেনিন গণি, সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০০১ সালের সেরা ক্রীড়া প্রতিবেদনের পুরস্কার জয়ী
- কাবেরি গায়েন, বিশিষ্ট শিক্ষাণুরাগী, লেখক, দ্য ডেইলি স্টারের কলামিস্ট
- কাজী শামসুল হক, সাংবাদিক
- মইনুল হোসেন, দৈনিক ইত্তেফাকের সম্পাদকমন্ডলীর প্রাক্তন চেয়ারম্যান
- নাভিদ মাহবুব, কৌতুক অভিনেতা এবং কলাম লেখক
- মতিউর রহমান, দৈনিক প্রথম আলো সম্পাদক, সাংবাদিকতার জন্য রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী
- শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক, কৃষি উন্নয়ন কর্মী, এফএও এএইচ বোর্মা অ্যাওয়ার্ড বিজয়ী, একুশে পদক জয়ি
- সামিয়া জামান, টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সম্পাদক ও সিইও
- তাসমিমা হোসেন, ৪ জুলাই ২০১৮ তারিখে তাকে দৈনিক ইত্তেফাকের সম্পাদক করা হয়
- আনিসুল হক, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং মাসিক যুব ম্যাগাজিন কিশোর আলোর সম্পাদক
রাজনৈতিক ব্যক্তিত্বসম্পাদনা
- ফজলুল হক আমিনী, সাংসদ, ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা
- এম সাইফুর রহমান, প্রাক্তন অর্থমন্ত্রী
- মুফতি ওয়াক্কাস, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী, সাবেক সাংসদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি।
- আহমদ আবদুল কাদের –– ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব
- শাহ এম এস কিবরিয়া, প্রাক্তন অর্থমন্ত্রী
- আবদুস সামাদ আজাদ, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
- দেওয়ান ফরিদ গাজী, সাবেক মন্ত্রী
- আবুল মাল আবদুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী
- নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী
- আবুল মনসুর আহমেদ, ময়মনসিংহের রাজনীতিবিদ, সাংবাদিক
- মওদুদ আহমদ, ব্যারিস্টার, রাজনীতিবিদ
- অলি আহমেদ (বীর বিক্রম), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) এর সভাপতি, ২০০৬-বর্তমান; প্রাক্তন মন্ত্রী (একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন); খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা
- শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধান বিচাপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা
- তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
- প্রিন্সিপাল হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর
- মজিদ-উল-হক, মন্ত্রী
- গোলাম আযম, ইসলামপন্থী রাজনীতিবিদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রাক্তন নেতা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন
- মুহাম্মদ আলী বগুড়া, ১৯৫৩-১৯৫৫ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন
- ফজলুল কাদির চৌধুরী, পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, মুসলিম লীগের সভাপতি, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত
- হামিদুল হক চৌধুরী, ১৯৫৪-১৯৫৬ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র, চৌধুরী পরিবারের সদস্য
- এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি, বিকাল্প ধারার প্রতিষ্ঠাতা
- মতিয়া চৌধুরী, সংসদ সদস্য, মন্ত্রী
- সাবের হোসেন চৌধুরী, সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি
- সালাউদ্দিন কাদের চৌধুরী, প্রাক্তন মন্ত্রী, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, ফজলুল কাদির চৌধুরীর পুত্র
- হুসেইন মোহাম্মদ এরশাদ, সিএমএলএ এবং পরে ১৯৮২ থেকে ১৯৯১ পর্যন্ত রাষ্ট্রপতি; জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা
- মির্জা গোলাম হাফিজ, রাজনীতিবিদ ও মন্ত্রী
- শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, ১৯৯৬-২০০১, ২০০৯ – বর্তমান
- খোরশেদ আরা হক, সংসদ সদস্য
- এ কে ফজলুল হক, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর
- আলতাফ হোসেন, ১৯৬৫-১৯৬৮ পর্যন্ত পাকিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী
- আবদুল জলিল, রাজনীতিবিদ ও মন্ত্রী
- মোরশেদ খান, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
- খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল এবং পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী
- শাহ আজিজুর রহমান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
- তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র সহ-সভাপতি, বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছেলে
- নবাব স্যার খাজা সলিমুল্লাহ, সর্বপ্রথম অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের প্রস্তাব করেছিলেন
- সুরঞ্জিত সেনগুপ্ত, রাজনীতিবিদ ও মন্ত্রী
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ১৯৫৬ থেকে ১৯৫৭ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বেগম খালেদা জিয়া, ১৯৯১-১৯৯৬, ২০০১-২০০৬ বাংলাদেশের প্রধানমন্ত্রী
আলোকচিত্রীসম্পাদনা
সরকার প্রধানসম্পাদনা
- শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি ১৯৬৬-১৯৭৪ এবং প্রধানমন্ত্রী ১৯৭২ - ১৯৭৪, বাকশালের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি জানুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট, ১৯৭৫
- তাজউদ্দীন আহমদ, (মনোনয়ন ও শপথের দ্বারা) প্রধানমন্ত্রী, ১৯৭১–১৯৭২
- এ কে ফজলুল হক, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব উত্থাপন করেন যেখানে মুসলিম লীগ মুসলমানদের নিজস্ব দেশ পাকিস্তানের দাবি করে
- হুসেইন মোহাম্মদ এরশাদ, (ভারত সমর্থিত সামরিক অভ্যুত্থান) দ্বারা চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর (সিএমএলএ) ১৯৮২-১৯৮৫ এবং স্ব-ঘোষিত রাষ্ট্রপতি (১৯৮৫ থেকে ৬ ডিসেম্বর, ১৯৯০)
- জিয়াউর রহমান, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর (সিএমএলএ) (জাতীয় জরুরি অবস্থার অধীনে) (৭ নভেম্বর, ১৯৭৫ - ১৯৭৭); রাষ্ট্রপতি, ১৯৭৭–১৯৮১ (৩০ মে নিহত)
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ১৯৫৬–১৯৫৫; আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা
- শেখ হাসিনা, প্রধানমন্ত্রী (নির্বাচিত), ১৯৯৬-২০০১, ২০০৯–১৩, ২০১৩– বর্তমান
- বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী (নির্বাচিত); ১৯৯১–১৯৯৬, ১৯৯৬–১৯৯৬, ২০০১-২০০৬
- খন্দকার মোশতাক আহমেদ, রাষ্ট্রপতি, ১৫ আগস্ট, ১৯৭৫ - ৩ নভেম্বর, ১৯৭৫
বুদ্ধিজীবীসম্পাদনা
- এ.এফ.সালাহউদ্দিন আহমেদ, ইতিহাসবিদ
- মোজাফফর আহমদ, অর্থনীতিবিদ
- মুনির চৌধুরী, শিক্ষাবিদ
- ড. কামাল হোসেন, আইনজীবী ও রাজনীতিবিদ, নাগরিক অধিকারকর্মী
- নাসরিন পারভীন হক, মহিলা অধিকারকর্মী
- রোকেয়া সাখাওয়াত হুসেন, বিশিষ্ট লেখক, নারীবাদী, সমাজসেবক
- এম এস খান, গ্রন্থাগারিক এবং বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের পথিকৃৎ
- আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ
- রেহমান সোবহান, অর্থনীতিবিদ
সরকারি কর্মকর্তা ও কূটনীতিকসম্পাদনা
- শাকিল আহমেদ, সেনাবাহিনীর জেনারেল
- আনোয়ার চৌধুরী, ঢাকায় নিযুক্ত প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার , সিনিয়র কূটনৈতিক পদে প্রথম অ-শ্বেতাঙ্গ ব্রিটিশ
- আকবর আলী খান, বাংলাদেশী অর্থনৈতিক ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, তিনি ২০০১ সাল পর্যন্ত সিভিল সার্ভিসে ছিলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) ছিলেন
- আইয়ুব কাদরি, অবসরপ্রাপ্ত আমলা, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন
বিশিষ্ট কূটনীতিক/বৃহৎ সংস্থার প্রধানসম্পাদনা
- আবুল ফতেহ, পেশাদার কূটনীতিক, প্রথম পররাষ্ট্রসচিব ১৯৭১-১৯৭২
- এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার (২০০৭-২০১২), বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.), লেখক, ২০ টিরও বেশি বইয়ের লেখক, কলাম লেখক, বক্তা, জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের ফ্রিল্যান্স ভাষ্যকার, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক
- আইরিন খান, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন মহা সচিব; তিনি এই পদে প্রথম মহিলা, প্রথম এশিয়ান এবং প্রথম মুসলিম; ২০০৬ সিডনি শান্তি পুরস্কার জিতেন
ধর্মীয় ব্যক্তিত্বসম্পাদনা
ইসলামসম্পাদনা
- বাঙালী ইসলামী ব্যক্তিত্বদের তালিকা
- খান জাহান আলী, সুফি; বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের নির্মাতা (১৩৬৯ — ১৪৫৯)
- শাহ জালাল, ধর্ম প্রচারক; সিলেট অঞ্চলে তার মাজার অবস্থিত (১২৭১ — ১৩৪৬)
- শাহ পরান, ধর্ম প্রচারক; শাহ জালালের ভাতিজা
- আতহার আলি, রাজনীতিবিদ; নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি (১৮৯১ — ১৯৭৬)
- মুহাম্মদ ফয়জুল্লাহ, মুফতি; দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার প্রাক্তন প্রধান মুফতি (১৮৯২ — ১৯৭৬)
- মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী, রাজনীতিবিদ; বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা আমীর (১৮৯৫ — ১৯৮৭)
- শামসুল হক ফরিদপুরী, সমাজ সংস্কারক; জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক (১৮৯৬ — ১৯৬৯)
- হারুন বাবুনগরী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক (১৯০২ — ১৯৮৬)
- আজিজুল হক, মুফতি; আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক (১৯০৩ — ১৯৬১)
- ছিদ্দিক আহমদ, রাজনীতিবিদ; নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি (১৯০৫ — ১৯৮৭)
- মুহাম্মদ ইউনুস, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রাক্তন মহাপরিচালক (১৯০৬ — ১৯৯২)
- সুলতান আহমদ নানুপুরী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের সাবেক মহাপরিচালক (১৯১৩ — ১৯৯৭)
- ইসহাক আল গাজী, শিক্ষাবিদ; আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক শায়খুল হাদিস (১৯১৭ — ২০০৬)
- আবুল হাসান যশোরী, মুক্তিযোদ্ধা; জামিয়া ইসলামিয়া গওহরডাঙ্গা মাদ্রাসার প্রাক্তন শায়খুল হাদিস (১৯১৮ — ১৯৯৩)
- বেলায়েত হুসাইন, গবেষক; নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক (১৯১০ — ২০১৭)
- আজিজুল হক, রাজনীতিবিদ; সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর (১৯১৯ — ২০১২)
- শাহ আহমদ শফী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক (১৯২০ — ২০২০)
- মুফতি আবদুর রহমান, মুফতি; ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক (১৯২০ — ২০১৫)
- নূর উদ্দিন গহরপুরী, শিক্ষাবিদ; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (১৯২৪ — ২০০৫)
- উবায়দুল হক, খতীব; বায়তুল মোকাররমের তৃতীয় খতীব (১৯২৮ — ২০০৭)
- ফজলুল করীম, পীর; ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর (১৯৩৫ — ২০০৬)
- মুহিউদ্দীন খান, লেখক; মাসিক মদীনার সম্পাদক, মাআরিফুল কুরআনের বাংলা অনুবাদক (১৯৩৫ — ২০১৬)
- জমির উদ্দিন নানুপুরী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের সাবেক মহাপরিচালক (১৯৩৬ — ২০১১)
- আবদুল জাব্বার জাহানাবাদী, শিক্ষাবিদ; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাসচিব (১৯৩৭ — ২০১৬)
- হারুন ইসলামাবাদী, শিক্ষাবিদ; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক মহাপরিচালক (১৯৩৮ — ২০০৩)
- তাফাজ্জুল হক হবিগঞ্জী, রাজনীতিবিদ; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রাক্তন সহ-সভাপতি (১৯৩৮ — ২০২০)
- আহমাদুল্লাহ আশরাফ, রাজনীতিবিদ; বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর (১৯৪২ — ২০১৮)
- কারী আব্দুল গণী, কারী; আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক কেরাত বিভাগীয় প্রধান (১৯৪৪ — ২০১৯)
- শাহ মুহাম্মদ তৈয়ব, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির সাবেক মহাপরিচালক (১৯৪৩ — ২০২০)
- ফজলুল হক আমিনী, রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের সাবেক মহাপরিচালক (১৯৪৫ — ২০১২)
- নূর হুসাইন কাসেমী, রাজনীতিবিদ; হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব (১৯৪৫ — ২০২০)
- আযহার আলী আনোয়ার শাহ, শিক্ষাবিদ; আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের সাবেক মহাপরিচালক (১৯৪৭ — ২০২০)
- প্রিন্সিপাল হাবিবুর রহমান, রাজনীতিবিদ; বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর (১৯৪৯ — ২০১৮)
- আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, লেখক; দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান বইয়ের লেখক (১৯৫৪ — ২০১৭)
- যুবায়ের আহমদ আনসারী, মুফাসসির; বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর (১৯৬২ — ২০২০)
- মুহিব্বুল্লাহ বাবুনগরী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক (জ. ১৯৩৫)
- সুলতান যওক নদভী, পণ্ডিত; জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি (জ. ১৯৩৯)
- আহমদুল্লাহ, মুফতি; আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর। (জ. ১৯৪১)
- জিয়া উদ্দিন, শিক্ষাবিদ; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি (জ. ১৯৪১)
- আব্দুল হালিম বুখারী, বুদ্ধিজীবী; আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৪৫)
- নুরুল ইসলাম জিহাদী, নেতা; হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৪৮)
- মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক (জ. ১৯৫০)
- মুহাম্মদ ওয়াক্কাস, রাজনীতিবিদ; সাবেক সাংসদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী (জ. ১৯৫২)
- জুনায়েদ বাবুনগরী, নেতা; হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর (জ. ১৯৫৫)
- নূরুল ইসলাম ওলীপুরী, মুফাসসির; আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভাষ্যকার (জ. ১৯৫৫)
- আহমদ আবদুল কাদের, রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব (জ. ১৯৫৫)
- আ ফ ম খালিদ হোসেন –– বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও তাত্ত্বিক আলোচক ( জ. ১৯৫৬ )
- মিজানুর রহমান সাঈদ, মুফতি; শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক (জ. ১৯৬৩)
- দিলাওয়ার হোসাইন, মুফতি; হানাফি মাযহাবের ব্যাখ্যাকার, দারুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক (জ. ১৯৬৪)
- ড. মুশতাক আহমদ, গবেষক; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক (জ. ১৯৬৭)
- মঞ্জুরুল ইসলাম আফেন্দী, রাজনীতিবিদ; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৬৮)
- মুহাম্মাদ আব্দুল মালেক, মুফতি; বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন (জ. ১৯৬৯)
- মাহফুজুল হক, শিক্ষাবিদ; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকার মহাপরিচালক (জ. ১৯৬৯)
- রেজাউল করীম, রাজনীতিবিদ; পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (জ. ১৯৭১)
- মামুনুল হক, নেতা; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব (জ. ১৯৭৩)
- ইজহারুল ইসলাম, রাজনীতিবিদ; নেজামে ইসলাম পার্টির সভাপতি
- মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদীস আন্দোলনের প্রতিষ্ঠাতা
অন্যান্যসম্পাদনা
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, বৌদ্ধ শিক্ষক; তিব্বতে বৌদ্ধ ঔতিহ্য এবং প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব; বোধিচিত্তের আবিষ্কারক, "মাইন্ড ট্রেনিং" নামে পরিচিত
- তিলোপা, বৌদ্ধ শিক্ষক; তিব্বতি বৌদ্ধ ঔতিহ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব; কাগু বংশের প্রতিষ্ঠাতা এবং মহামুদ্রা পদ্ধতির অগ্রদূত
খেলোয়াড়সম্পাদনা
ক্রিকেটসম্পাদনা
- মাশরাফি মুর্তজা, বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার এবং অন্যতম সফল অধিনায়ক
- সাকিব আল হাসান, এ সময়ের অন্যতম দুর্দান্ত অলরাউন্ডার, তিনি একাধিকবার তিনধরনের ক্রিকেটেই ১ নম্বর অলরাউন্ডার হয়েছেন
- মোহাম্মদ আশরাফুল, টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম অভিষেকে সেঞ্চুরি করা খেলোয়াড়
- মাহমুদউল্লাহ, শীর্ষ দশ টি-টোয়েন্টি অলরাউন্ডার
- মুশফিকুর রহিম, দলের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান
- মুস্তাফিজুর রহমান, টেস্ট ও ওয়ানডেতে অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন
- তাইজুল ইসলাম, অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেন এবং রেকর্ড আট উইকেট শিকার করেন।
- মেহেদী হাসান, অভিষেক সিরিজেই ম্যান অব দ্য সিরিজ
- নাইম হাসান, অভিষেক টেস্টে ৬১ রানে ৫ উইকেট নেন।
- মমিনুল হক, টেস্ট ব্যাটসম্যান
- আরিফুল হক, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলোয়াড়
- আবু হায়দার রনি, ফাস্ট বোলার
- তামিম ইকবাল, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলোয়াড়, বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
ধনুর্বিদ্যাসম্পাদনা
- এমদাদুল হক মিলন, তীরন্দাজ
দাবাসম্পাদনা
- আবদুল্লাহ আল রাকিব, বাংলাদেশী গ্র্যান্ডমাস্টার
- রিফাত বিন-সাত্তার, বাংলাদেশী গ্র্যান্ডমাস্টার
- রানী হামিদ, দাবা খেলোয়াড়; ১৯৮৫ সালে ফিদে মহিলা আন্তর্জাতিক মাস্টার (ডব্লুআইএম) খেতাব পান এবং ব্রিটিশ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছেন (১৯৮৩, ১৯৮৫, ১৯৮৯ সালে)
- এনামুল হোসেন, বাংলাদেশী গ্র্যান্ডমাস্টার
- নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার
- জিয়াউর রহমান, বাংলাদেশী গ্র্যান্ডমাস্টার
ফুটবলসম্পাদনা
- আলফাজ আহমেদ, সিলেটের ফুটবলার
- তকলিস আহমেদ
- শহিদুল আলম
- জাহিদ হাসান এমেলি
- শেখ আসলাম, ফুটবলার; ১৯৮০ এবং ১৯৯০ এর দশকের নামকরা স্ট্রাইকার
- জামাল ভূঁইয়া, বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিশ ফুটবলার, বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে খেলছেন
- হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, শীর্ষস্থানীয় ইউরোপীয় ক্লাবে খেলার জন্য ট্রায়াল দেওয়া প্রথম বাংলাদেশী ফুটবলার
- মিথুন চৌধুরী
- নাসিরউদ্দিন চৌধুরী
- হামজা চৌধুরী, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পেশাদার ফুটবলার যিনি ব্রিটিশ ফুটবল ক্লাব লিস্টার সিটিতে একজন মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন।
- কায়সার হামিদ, সিলেটি ফুটবলার, রানী হামিদের পুত্র
- রায়হান হাসান
- আমিনুল হক, গোলরক্ষক
- মোহাম্মদ মনোয়ার হোসেন
- মোহাম্মদ জাহিদ হোসেন
- মামুনুল ইসলাম
- মোহাম্মদ আরিফুল ইসলাম
- সাঈদ হাসান কানন, গোলরক্ষক
- রেজাউল করিম
- আবদুল বাতেন মজুমদার কমল
- আশরাফ মাহমুদ লিঙ্কন
- রাসেল মাহমুদ লিটন
- আতিকুর রহমান মিশু
- মোহাম্মদ মামুন মিয়া, সিলেটি ফুটবলার
- শেখ মোহাম্মদ মিন্টু
- নাসিরুল ইসলাম নাসির
- সাখাওয়াত হোসেন রনি
- সৈয়দ রুম্মান বিন ওয়াল সাব্বির
- কাজী সালাহউদ্দিন
- সাইফুল বারী টিটু
- আনোয়ার উদ্দিন, ব্রিটিশ ফুটবলার
গলফসম্পাদনা
- সিদ্দিকুর রহমান, বাংলাদেশী পেশাদার গল্ফার, এশিয়ান ট্যুরে খেলেন
জিমন্যাস্টিকসসম্পাদনা
- শাইক সিজার, আর্টিস্টিক জিমন্যাস্ট, মিশিগান ওল্ভরাইন্স পুরুষ জিমন্যাস্টিকস দলের সক্রিয় সদস্য
- মারগারিতা মামুন, বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান রিদমিক জিমন্যাস্ট, রিদমিক জিমন্যাস্টিক্সে ২০১৬ সালে স্বর্ণপদক জয়ি এবং অলিম্পিক চ্যাম্পিয়ন
হকিসম্পাদনা
কাবাডিসম্পাদনা
- কাজী ইউনুস আহমেদ
- রাজু আহমেদ
- হেনা আক্তার
- রূপালী আক্তার
- কাজী শাহিন আরা
- ফারজনা আক্তার বেবী
- জুনি চাকমা, চাকমা বংশোদ্ভূত
- মোহাম্মদ মোজাম্মল হক
- কামাল হোসেন
- মোশাররফ হোসেন
- আবুল কালাম
- শাহনাজ পারভিন মালেকা
- বাদশা মিয়া, সিলেটি বংশোদ্ভূত
- কচি রানী মণ্ডল
- আবু সালাহ মুসা
- ইসমত আরা নিশী
- ফাতেমা আক্তার পলি
- মোঃ মিজানুর রহমান
- জিয়াউর রহমান
- বজলুর রশিদ
- শারমিন সুলতানা রিমা
- মোঃ আব্দুর রউফ
- ডলি শেফালি
কারাতেসম্পাদনা
- রোকসানা বেগম, প্রথম এশিয়ান, বাংলাদেশী ও মুসলিম কিকবক্সার ব্রিটিশ মহিলা, তিনি মুয়ে থাই চর্চা করেন
- আলী জ্যাকো, বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লাইটওয়েট কিকবক্সার, জুজুৎসু, উশু এবং চীনা বক্সিং-এ ব্ল্যাক বেল্টদারি
- ম্যাক ইউরি, ব্যুত্থান, বজ্রপ্রাণ এবং কমব্যাট সেলফ ডিফেন্সের প্রতিষ্ঠাতা ম্যাক ইউরি চারটি বিশ্ব রেকর্ডের অধিকারী
পর্বতারোহণসম্পাদনা
- মোহাম্মদ খালেদ হোসেন
- মুসা ইব্রাহিম
- ওয়াসফিয়া নাজরিন, তিনি একজন সামাজ কর্মীও
শ্যুটারসম্পাদনা
- ইমাম হোসেন
- আসিফ হোসেন খান, কমনওয়েলথ গেমসে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ি
- শারমিন রত্না
স্প্রিন্টারসম্পাদনা
- মোহাম্মদ আবু আবদুল্লাহ, ব্যক্তিগত সেরা ১১.০৭ সেকেন্ড (১০০ মিটার স্প্রিন্ট)
- মেজবাহ আহমেদ, ১০০ মিটার স্প্রিন্টার
- মোহন খান, ব্যক্তিগত সেরা ১১.২৫ সেকেন্ড (১০০ মিটার স্প্রিন্ট)
- বিউটি নাজমুন নাহার, ব্যক্তিগত সেরা ১২.৫২ সেকেন্ড (১০০ মিটার স্প্রিন্ট)
সাঁতারসম্পাদনা
- ব্রজেন দাস, সাঁতারু, ইংলিশ চ্যানেল সাঁতারে পার হওয়া প্রথম এশিয়ান এবং চার বার এটি অতিক্রমকারী প্রথম ব্যক্তি
টেবিল টেনিসসম্পাদনা
- জোবেরা রহমান লিনু, টেবিল টেনিস খেলোয়াড় ; ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠান
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Origin of the rice variety Kasalath"। IRRI.org। মে ১২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৬।
- ↑ "Archived copy"। জানুয়ারি ১৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১১।
- ↑ "Archived copy"। ডিসেম্বর ১৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১৩।
- ↑ "AJ Group"। Ajgroupbd.com। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৬।
- ↑ "Ahmed Akbar Sobhan, Chairman of Bashundhara Group"। Bashundhara Group's Official Website। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৬।