মোশাররফ করিম

বাংলাদেশী জনপ্রিয় অভিনেতা

কে এম মোশাররফ করিম (জন্ম ২২ আগস্ট ১৯৭১) একজন বাংলাদেশী অভিনেতা,[][] তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), প্রজাপতি (২০১১), টেলিভিশন (২০১৩), জালালের গল্প (২০১৫), এবং অজ্ঞাতনামা (২০১৬), হালদা(২০১৭), কমলা রকেট (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করেন।

মোশাররফ করিম
জন্ম
কেএম মোশাররফ হোসেন

(1971-08-22) ২২ আগস্ট ১৯৭১ (বয়স ৫৩)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামশামীম
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৯–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীরোবেনা রেজা জুঁই (বি. ২০০৪)
সন্তানরোবেন রায়ান করিম
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার (২০২৪)

২০০৮ সালে দেয়াল আলমারি, ২০১২ সালে জর্দা জামাল, ২০১৩ সালে সেই রকম চা খোর নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৯ সালে হাউজফুল, ২০১১ সালে চাঁদের নিজস্ব কোন আলো নেই, ২০১৩ সালে সিকান্দার বক্স এখন বিরাট মডেল, ২০১৪ সালে সেই রকম পানখোর, এবং ২০১৫ সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।[][][][] ২০২১ সালে মহানগর ওয়েব ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। []

প্রাথমিক জীবন

সম্পাদনা

মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী থানার পিঙ্গলাকাঠী গ্রামে।[] বাংলাদেশী ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খান-এর নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য।[]

অভিনয় জীবন

সম্পাদনা

টেলিভিশন

সম্পাদনা

মোশাররফ করিম ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন।[১০] এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আই-এ প্রচারিত হয়।[১১] নাটকে তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল থেকে। ২০০৪ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক এবং মেগা-ধারাবাহিকে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন। এই নাটকের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে পুরস্কৃত হন।[১২] তিনি তার প্রথম মেগা-ধারাবাহিক ৪২০-এ অভিনয় করেন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট, ঘর-কুটুম-এ অভিনয় করেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। ২০০৯ সালে হাউজফুল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

২০১১ সালে চাঁদের নিজস্ব কোন আলো নেই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে ঈদে প্রচারিত হয় মাসুদ সেজান পরিচালিত সুখ-টান খণ্ড ধারাবাহিক নাটক। এতে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেন মোজেজা আশরাফ মোনালিসা[১৩] এ বছর জর্দ্দা জামাল নাটকে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে ঈদে প্রচারিত হয় শামস কবির পরিচালিত মিরজাফর মীর নাটকে।[১৪] এই বছর সেই রকম চা খোর নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া সিকান্দার বক্স এখন বিরাট মডেল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত হয় তুমি কি এখনো আমার তুমি[১৫] ঈদুল আযহায় বাংলাভিশনে প্রচারিত হয় নাটক রকস্টার[১৬] এছাড়া আরটিভিতে প্রচারিত হয় সেই রকম পানখোর। এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

২০১৫ সালের ঈদুল ফিতরে প্রচারিত হয় চাঁদের চন্দ্রবিন্দু নেই নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেন আজমেরী আশা।[১৭] আরটিভিতে প্রচারিত হয় শামস করিম পরিচালিত নাটক হিটার[১৮] ঈদুল আযহায় এনটিভিতে প্রচারিত হয় তুহিন হোসেন পরিচালিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত-দিন। এই নাটকে তিনি প্রথমবারের মত তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা[১৯] আরটিভিতে প্রচারিত হয় 'সিকান্দার বক্স' সিরিজের শেষ খণ্ডসিকান্দার বক্স এখন নিজ গ্রামেসিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে অভিনয় করেন আমার ইচ্ছে করে না, হাইপথেসিস নাটকে।[২০][২১] মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নির্মিত ঘাট কাপড় টেলিফিল্মে এক মাতালের চরিত্রে অভিনয় করেন।[২২] এছাড়া অভিনয় করেন লড়াই, ঝামেলা আনলিমিটেড, এই কূলে আমি আর ওই কূলে তুমি, বহুরূপী ধারাবাহিক নাটকে।[২৩][২৪] ঈদুল ফিতরে চ্যানেল আই তার অভিনীত সাতটি নাটক নিয়ে 'মোশাররফ করিম কমেডি ফেস্ট' প্রচার করে ঈদের সাতদিন। নাটক সাতটি হল চোরের একদিন, প্রেমের নাম বেদনা, মায়াবতী, কারেন্ট গেলে ভয় পাবেন না, পাপ, একটা লাইক দেবেন প্লিজ, ও জ্বি স্যার ঠিক বলছেন। আরটিভিতে প্রচারিত হয় আজাদ কালাম পরিচালিত যমজ ৫[২৫] এছাড়া বাংলাভিশনে প্রচারিত অ্যাভারেজ আসলাম, বৈশাখীতে প্রচারিত কিড সোলায়মান, আরটিভিতে প্রচারিত তলোয়ার এবং অন্য একটি চ্যানেলে প্রচারিত চান্স মাস্টার খণ্ড ধারাবাহিক নাটকে অভিনয় করেন।[২৬]

২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাভিশনে প্রচারিত ও ডাক্তার নাটকে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যায়, যিনি তার এক রোগীর সাথে আসা তার বোনের (সারিকা সাবাহ) প্রেমে পড়েন।[২৭] বিজয় দিবসে নাগরিক টিভিতে তাকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত নীল দংশন নাটকে অভিনয় করতে দেখা যায়।[২৮] ২০২০ সালে তার প্রশংসিত নাটক ছিল শিখর শাহনিয়াত পরিচালিত আদম

চলচ্চিত্র

সম্পাদনা

মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৪ সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০০৬ সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প-এ অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেন। পরের বছর জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে নির্মিত দারুচিনি দ্বীপ-এ অভিনয় করেন। এই ছায়াছবিটিও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। ২০০৯ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছায়াছবিতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছায়াছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছায়াছবিতে তিনি মৌসুমীর বিপরীতে অভিনয় করেন।[২৯] ২০১৩ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছায়াছবিতে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র জালালের গল্প-এ। চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১৫ সালে এই চলচ্চিত্রে জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[৩০] ২০১৬ সালে তিনি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন।[৩১] পরের বছর তিনি তৌকিরের পরিচালনায় হালদা চলচ্চিত্রে জেলে বদিউজ্জামাল চরিত্রে অভিনয় করেন।[৩২] দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। তার অভিনীত নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আয়োজনে প্রদর্শিত হয়।[৩৩] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে পুরস্কারের জন্য ঘোষিত হন, কিন্তু তিনি চরিত্রটি কৌতুক চরিত্র নয় দাবী করে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন।[৩৪]

পণ্যদূতের ভূমিকা

সম্পাদনা

মোশাররফ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউজহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্যদূত বা ব্র্যাণ্ড অ্যমব্যাসেডর নিযুক্ত হন।[৩৫][৩৬]

সমালোচনা

সম্পাদনা

২০১৮ সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলে ‘জাগো বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় পরবর্তীতে তিনি ক্ষমা চান।[৩৭]

পারিবারিক জীবন

সম্পাদনা

মোশাররফ করিম ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁই কে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।[৩৮]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
২০০৪ জয়যাত্রা ফণী তৌকির আহমেদ
২০০৬ রূপকথার গল্প পকেটমার তৌকির আহমেদ
২০০৭ দারুচিনি দ্বীপ অয়ন/বল্টু তৌকির আহমেদ [৩৯]
২০০৯ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুন্না মোস্তফা সরয়ার ফারুকী [৪০]
২০১১ প্রজাপতি তারেক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ [৪১]
২০১৩ টেলিভিশন মজনু মোস্তফা সরয়ার ফারুকী [৪২]
২০১৫ জালালের গল্প জালালের পিতা ৩ আবু শাহেদ ইমন [৪৩] বিজয়ী: আভাঙ্কা চলচ্চিত্র উৎসব - শ্রেষ্ঠ অভিনেতা
২০১৬ অজ্ঞাতনামা ফরহাদ তৌকির আহমেদ
২০১৭ হালদা বদিউজ্জামাল তৌকির আহমেদ
২০১৮ কমলা রকেট নূর ইমরান মিঠু
২০১৯ দি ডিরেক্টর কামরুজ্জামান কামু [৪৪]
২০২১ ডিকশনারি (চলচ্চিত্র) মকর ক্রান্তি চ্যাটার্জি ব্রাত্য বসু তার অভিনীত টালিগঞ্জের প্রথম চলচ্চিত্র[৪৫]
২০২২ মুখোশ ইব্রাহিম খালেদী ইফতেখার শুভ
দাগ আলমগীর সনজয় সমদ্দার
২০২৪ হুব্বা হুব্বা বিমল ব্রাত্য বসু [৪৬]
২০২৪/২৪ বিলডাকিনি ফজলুল কবির তুহিন মুক্তি-২০২৪
গাঙকুমারী ফজলুল কবির তুহিন চিত্রায়ন
চক্কর ৩০২ শরাফ আহমেদ জীবন পোস্ট প্রোডাকশন
বৈদ্য নাইমুল মুক্তার পোস্ট প্রোডাকশন
গু কাকু - দ্য পটি আংকল মনীশ বসু ইন্ডিয়ান চলচ্চিত্র; পোস্ট প্রডাকশন

টেলিভিশন

সম্পাদনা

নাটক ও টেলিফিল্ম

সম্পাদনা
  1. অতিথি
  2. হেফাজ ভাই
  3. দুই রুস্তম
  4. ফ্লেক্সিলোড
  5. কিংকর্তব্যবিমূঢ়
  6. আউট অফ নেটওয়ার্ক
  7. জুয়া
  8. সুখের অসুখ
  9. সিরিয়াস কথার পরের কথা
  10. সন্ধান চাই
  11. লস প্রজেক্ট
  12. ঝাল মুড়ি
  13. সিটি লাইফ
  14. বিহাইন্ড দ্যা সিন
  15. ক্যারাম প্রথম পত্র
  16. ক্যারাম দ্বিতীয় পত্র
  17. কথা দিলেম তো
  18. হাতেম আলি
  19. জর্দা জামাল
  20. বউচি
  21. চাঁদের আলোয় কয়েকজন যুবক
  22. চাল বাচাল
  23. অফ দ্যা রেকর্ড
  24. সাদা গোলাপ
  25. এ গ্রেট মিস্টেক ইন মাই লাইফ
  26. আবু করিম
  27. কোরবান আলীর ব্যাংক ব্যালেন্স
  28. আবুল কবিরাজ
  29. আগামীকাল
  30. আজকের দেবদাস
  31. আমেরিকা
  32. অসুখ
  33. আমি হিমু হতে চাই
  34. বিভ্রম ভালবাসার গল্প
  35. বংশ রক্ষা
  36. গন্তব্যর দিকে
  37. বনলতা সেন
  38. বর+বৌ = ?
  39. বসরাই গোলাবের সৌরভ
  40. ছাইয়া ছাইয়া
  41. চ্যালেঞ্জ
  42. চোর তিথি আর আমি
  43. কামিং সুন
  44. দেনমোহর
  45. দেয়ালহীন দরজা
  46. দর্প হরণ
  47. একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল
  48. ইতি এবং
  49. ফোর্থ সাবজেক্ট
  50. হাতা বাবা রিটার্ন
  51. কোরিয়ান
  52. ব্যাংকক
  53. কালো ভ্রমর
  54. ল্যাইছ ফিতা
  55. লস প্রজেক্ট
  56. লস্ট অ্যান্ড ফাউন্ড
  57. মেঘ বন্ধু
  58. নাটক শেষ ভালবাসা শুরু
  59. নৈশভোজ
  60. পিক পকেট
  61. পয়েন্ট থ্রী
  62. পল্টিবাজ
  63. রঙ্গিন ফানুস
  64. সংখ্যাতত্ত্ব
  65. শূন্যস্থান পূরণ
  66. শূন্যতায় বোনা ঘর
  67. ঠগবাজ
  68. ঠুয়া
  69. তৃতীয় পক্ষ
  70. ভায়োলিন
  71. ভূগোল
  72. ভ্রমর
  73. বাড়াবাড়ি
  74. ঢেউ পোলাও ডট কম
  75. চা অথবা কফি
  76. বন্ধু আমরা তিনজন
  77. মানিব্যাগ
  78. একটি ঘটনা অথবা দুর্ঘটনা
  79. ভেজাল
  80. শর্টকাট
  81. জন্মদিন
  82. চাইছি তোমার বন্ধুত্ব
  83. যমজ
  84. প্রিয় পারভিন
  85. গরিবের বন্ধু
  86. কবি বলেছেন
  87. আন্তনগর
  88. মোবাইল কোর্ট
  89. ভুল এবং অনুতপ্ত
  90. দেবদাস হতে চাই
  91. জিম্মি
  92. লুঙ্গী
  93. দেওয়াল আলমারি
  94. ঢাকা মেট্রো ভ
  95. ফাউল
  96. কেছিকল
  97. রং
  98. চৌধুরি সাহেবের ফ্রী অফার
  99. স্বপ্নে দেখা রাজকন্যা
  100. তালা
  101. টক শো
  102. ডাকাত
  103. বউ কথা কও
  104. নাগরিক
  105. উচ্চ মাধ্যমিক সমাধান
  106. ডাক্তার জামাই
  107. মানি ইজ নো প্রবলেম
  108. বৃত্ত
  109. জুতা বাবা
  110. গন্তব্যের দিকে
  111. পসারি
  112. না ভোট
  113. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
  114. মুদ্রাদোষ
  115. পারি
  116. ছেলে ধরার কল
  117. সত্য বালক
  118. শোয়া বাবা
  119. সিকান্দার বক্স এখন অনেক বড়
  120. সিকান্দার বক্স এখন বিরাট মডেল
  121. সিকান্দার বক্স এখন কক্সবাজারে
  122. সিকান্দার বক্স এখন পাগল প্রায়
  123. সিকান্দার বক্স এর হাওয়াই গাড়ী
  124. সিকান্দার বক্স এখন বান্দরবানে
  125. সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি
  126. সিকান্দার বক্স এখন নিজ গ্রামে
  127. সোনার ডিম
  128. প্রথম সূর্যের গল্প
  129. হারানো সুর
  130. সিমিলার টু
  131. কঠিন প্রেম
  132. লা লাটিম
  133. ভালবাসার গল্প ফুল
  134. ভালোবাসার উল্টোপিঠ
  135. ভালবাসার এবেলা ওবেলা
  136. চন্দ্র বিন্দু
  137. গরু চোর
  138. চোর ও নভেলিস্ট
  139. শুধু একটু বিরহের জন্য
  140. একটি নোট
  141. দূরত্ব বজায় রাখুন
  142. না মানুষ
  143. প্রথম প্রেম
  144. পাইরেসি
  145. গুগল ডট কম
  146. কথা দিলেম তো
  147. স্বপ্নজাল
  148. সবিনয় জানতে চাই
  149. সুপাত্রের সন্ধানে
  150. কাউন্টার মাস্টার
  151. চুপ! ভাই কিছু বলবে
  152. ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউয়ের জলে
  153. পান পাতা মুখ
  154. ফাঁদ ও বগার গল্প
  155. মাইনাসে মাইনাসে প্লাচ
  156. নেগেটিভ পজিটিভ
  157. মিথ্যুক
  158. ফ্লাইওভার
  159. তিনি একজন সৌভাগ্যবান
  160. দ্যা মিস্টরিয়াস আইল্যান্ড
  161. দ্যা আরটিষট
  162. একটি ঈদের জন্য
  163. আতঙ্ক
  164. মানিকজোড়
  165. ডানা ভাঙ্গা স্বপ্ন
  166. অফ দ্যা ফুটবল
  167. দ্যা নিউ হাতেম আলী
  168. দেবদাস
  169. সেই রকম চা খোর
  170. বউ চোর
  171. সরল গল্প
  172. পাপ
  173. হাই প্রেশার
  174. সিন্দুক
  175. চেরাগ
  176. লাল বাক্স
  177. ভেজাল মন্ডল
  178. চিলেকোঠা
  179. ২০ তারিখ আমার বিয়ে
  180. চোরের ভবিষ্যৎ
  181. এলোমেলো শব্দের জলসিঁড়ি
  182. দ্বিতীয় স্থান থেকে
  183. প্রেমের জন্য পাগল
  184. আমি মফিজ
  185. সিরিয়াস একটা কথা আছে
  186. লাভ ইন বরিশাল
  187. চিটার
  188. বাবুল স্যার
  189. পিরিতের কাঙাল
  190. পিরিত
  191. স্বপ্ন ও ভ্রূণ
  192. কাকতাড়ুয়া
  193. তালা পরা তালা বাবা
  194. হাওাই মিঠাই
  195. গেট
  196. বর্ষার দু দিন
  197. চোরের মন পুলিশ পুলিশ
  198. সাক্রাইন
  199. স্বপ্ন সমীকরণ
  200. লিটল ম্যাগ
  201. ভেলকি
  202. ভালো মানুষ
  203. পারফিউম
  204. ওথেলো সিনড্রোম
  205. শাজাহানের তিন দিন
  206. স্বপ্নের জাল
  207. শাড়ী
  208. সিটি লাইটস
  209. পকেট মার
  210. তিতা মিঠা মধুচন্দ্রিমা
  211. সেই রকম ঝালখোর
  212. বিহাইন্ড দ্যা ট্র্যাপ
  213. লায়েক চাঁন দি গ্রেট
  214. সাধারণ গণিত
  215. টাপুর টুপুর অপেরা
  216. প্রেম পাগল
  217. ঘুম বাবু
  218. তিন বেকারের কর্মশালা
  219. চিঠি দিও প্রতিদিন
  220. সুখ টান
  221. বন্ধু এবং ভালবাসা
  222. নিজস্ব সম্পত্তি
  223. কাজের বুয়া
  224. পাত্র চাই
  225. ভণ্ড প্রেমিক
  226. সেলফি
  227. জগতি
  228. হরতাল
  229. সাধারণ জ্ঞান
  230. সুপারম্যান
  231. যমজ ২
  232. ডেঞ্জার ম্যান
  233. সেই রকম পানখোর
  234. ঠাডা
  235. চান্স মাষ্টার
  236. দ নয় ধ
  237. প্রেম ও প্রতিশোধের গল্প
  238. রতন ডাকাতের দেশটা
  239. অভিনেতা
  240. আমি স্পেশাল মানুষ
  241. প্রায় রকস্টার
  242. ভয়ঙ্কর অভিনেতা
  243. হিরার নেকলেস
  244. ব্রেক অফ স্টাডি
  245. টু লেট
  246. তনু
  247. হিরো
  248. রেড এলার্ট
  249. হিটার
  250. আমি মফিজ হতে চাই
  251. আউট অফ রুলস
  252. অর্থবহ চিরকুট
  253. কনফেসন
  254. মমিন মৃধা বাড়ী নেই
  255. শূন্য
  256. বউয়ের জ্বালা
  257. এল বি ডব্লিউ
  258. দ্যা বিজনেস অফ বাটপারি
  259. অসমাপ্ত প্রেমের গল্প
  260. মেহমান
  261. শাড়ি
  262. ঝুলুন্ত বাবুরা
  263. হাবিলদার হাতেম
  264. মমিন মৃধা
  265. দুই নম্বর
  266. মনুষ্যত্ব
  267. তখনও সূর্য ডোবেনি
  268. ঘুম ভাঙ্গা এক বিকেল
  269. বাটপার
  270. যমজ ৩
  271. চাঁদে চন্দ্র বিন্দু নেই
  272. যোগফল শূন্য
  273. ঘুণপোকা ও শেষ রাতের গল্প
  274. কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না
  275. চান্স মাষ্টার
  276. ফ্যান্টাস্টিক তরফদার
  277. সেন্সলেস
  278. জামাই শ্বশুর
  279. দ্যা নিউ হাতেম আলি
  280. সেই রকম ঘুষখোর
  281. হ্যালো
  282. মীরজাফর
  283. রঙ
  284. ক্ষুদা
  285. একজন রিক্সাওয়ালা
  286. প্রেম ভাইরাস
  287. ঘুম বাবুর বিয়ে
  288. লুলু বুলু
  289. ইক্লিপ্স
  290. সুশীল
  291. শিক্ষা সফর
  292. প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন
  293. কট মেরিজ
  294. যমজ ৪
  295. কান পড়া
  296. ব্যাকআপ আর্টিস্ট
  297. এনালগ ভালবাসা
  298. সুপারম্যান
  299. তারা খান
  300. আসিতেছে তারা খান
  301. মেডেল
  302. ক্ষুধা
  303. অলৌকিক মানুষ
  304. কৃষকের বন্ধু ফ্লোরা
  305. আমি ভিলেন হতে চাই
  306. পুরান ঢাকার ফুল ভাই
  307. একটি আদর্শ বিদ্যালয়
  308. আজ শুভ দিন
  309. সুইচ অফ
  310. প্যারা
  311. দাওয়াই
  312. কথা দিলাম তো
  313. ফাঁদ
  314. লাল টি-শার্ট
  315. দুষ্টু ছেলের দল
  316. দ্বিধা
  317. নাসের গ্যাং ০০৯
  318. প্রত্যাবর্তন
  319. সিগারেট জামাই
  320. ঘূর্ণিঝড়
  321. নষ্ট প্রেম
  322. বুইড়া বিয়ে
  323. চোর
  324. মিথ্যুক
  325. সিলেটি বউ
  326. বোকা খোকা
  327. মূর্খ সার্টিফিকেট
  328. কালো চশমা
  329. আপন কথা
  330. মানবতা
  331. প্রেমিকা অপহরণ
  332. রসগোল্লা
  333. আমি কে
  334. শত্রু প্রেম
  335. সাদা সিধে মানুষের গল্প
  336. প্রপোজ
  337. প্রেমিকা চোর
  338. কুহক ও বোবা জোনাকি
  339. প্রেমের গল্প
  340. কাঁটা
  341. মিস ফায়ার
  342. একটা লাইক দেবেন প্লিজ
  343. যমজ ৫
  344. সুইস অফ
  345. আঙ্গুর ফল টক
  346. স্মার্ট বয়
  347. সিনেমাটিক
  348. দুই বান্দর
  349. ল্যাম্প
  350. বান্দরবান
  351. হাত বদল
  352. হিটার
  353. অ্যাভারেজ আসলাম
  354. কিড সোলায়মান
  355. রক
  356. বউগিরি
  357. জান কুরবান
  358. ধান্দাবাজি
  359. মিসফায়ার
  360. এই গল্পটা হাসির
  361. লায়েক চাঁন দি গ্রেট
  362. টেস্ট
  363. আতঙ্ক
  364. কোনো এক প্রেমিক
  365. লাভলু
  366. মাইনাসে প্লাসে মাইনাস
  367. বৌয়ের জ্বালা
  368. সুখের খনি
  369. মিস্টেক ভালবাসা
  370. মহিনের পাদুকা জোড়া
  371. ঘাট কাপড়
  372. চুপ, ভাই কিছু ভাবছে
  373. ঢেউ
  374. চুন্নু এন্ড সন্স
  375. এই সময় সেই সব মানুষেরা
  376. মেঘবালিকা
  377. আধারের ঋণ
  378. জি স্যার ঠিক বলেছেন
  379. হাতেম
  380. খেলা
  381. প্রেম ও ভালবাসা
  382. একটি গোলাপ
  383. ঘাউরা মজিদ
  384. মেজার ফরটি নাইন
  385. বেয়াদব জামাই
  386. ফাটা বালক
  387. জান
  388. শিক্ষা সফর
  389. মাফ করবেন প্লিজ
  390. একজন ক্রিয়েটিভ লোকের কোর্ট মেরেজ
  391. মেন্টাল
  392. বলদ
  393. টো-লেট
  394. ঘাড়তেরা বউ
  395. অ্যাভারেজ আসলাম এর বিবাহ বিভ্রাট
  396. সেই রকম ঘুষখোর
  397. গ্রেট চাপাবাজ
  398. একজন রিকশাওয়ালা
  399. ফ্লাই ওভার
  400. ফাঁপর মান্না
  401. কলমিলতা
  402. আমি যারে খুঁজি
  403. হাইপোথিস
  404. হার্ট এ্যাটাক
  405. মায়া কান্না
  406. চড়কি
  407. একচামচ পুষ্টিকর প্রোটিন
  408. একজন মায়াবতী ও দুই মেকানিক
  409. বাটপারি ব্যবসা
  410. মাহিনের পাদুকা জোড়া
  411. কাজের ছেলে বুয়া
  412. ভালোবাসার সুপ্ত অনুভূতি
  413. পাওয়ারফুল
  414. জোর করে বিয়ে
  415. দেয়ালহীন দরজা
  416. ডিজিটাল বনবাস
  417. জগতী
  418. বুইড়া বিবাহ
  419. আমি স্পেসাল মানুষ
  420. আমি ভিলেন হতে চাই
  421. তুমি কি এখনো আমার তুমি
  422. আউট
  423. জিনিয়াস
  424. যমজ ৬
  425. কবুল
  426. চন্দ্রজয়
  427. প্রথম সূর্যের গল্প
  428. বিয়ের কি মজা
  429. যুদ্ধ
  430. শর্টকাটে বাড়িওয়ালা
  431. নাগরিক
  432. বাপের বেটা
  433. আবারো তারা তিনজন
  434. ব্যকআপ আর্টিস্ট
  435. তেলু চোর
  436. মিস্টার মদন
  437. তিনি আর অভিনয় করবেন না
  438. যমজ ৭
  439. স্মার্টবয়
  440. চোরার ঘরে চোরা
  441. গাঁদা ফুলে আমার শরীর চুলকায়
  442. সাক্ষাৎকার
  443. একটি সাদা ঘুড়ির স্বপ্ন
  444. জন্ম
  445. এভরিথিং ইস ফেয়ার
  446. বিয়া করে বাড়িওয়ালা
  447. বাটপার আলী
  448. বিবাহ সমাচার
  449. চকচক করলেই সোনা হয়না
  450. দাদার দেশের ডাক্তার
  451. মাহিনের অনেক সাধের ঘড়ি
  452. স্মার্টবয় এখন মালোশিয়া
  453. টার্গেট সেকেন্ড হোম
  454. থার্ড পারসন
  455. আকান্দা
  456. বিবেকের লাঠি
  457. বডিগার্ড হোসেন
  458. দিবারাত্রি কোরিয়ার সার্ভিস
  459. ঘাউড়া মজিদ এখন পেরেশানে
  460. শেখ সাদির সেইসব দিনরাত্রি
  461. যমজ ৮
  462. অ্যাভারেজ আসলাম ইজ নট এ ব্যাচালর
  463. সদা ভয় সদা লাজ
  464. সরল মানুষ
  465. উৎকোচ
  466. দ্যা জেন্টেলম্যান
  467. ম্যারিড লাইফে অ্যাভারেজ আসলাম
  468. মাহিনের নীল তোয়ালে
  469. প্যারা ৪
  470. অভিনয়
  471. লাইফ ইজ কালারফুল
  472. বুলির বেল্কনি
  473. চোর ও চুরি
  474. মানুষ অমানুষ
  475. সব চরিত্র কাল্পনিক নয়
  476. অভিনন্দন
  477. ইস্যু
  478. ইতি ও ভালোবাসা
  479. মার্গারেট ও চন্ডি কথক
  480. মীরজাফরের মৃত্যু চাই
  481. মধ্যবিত্তনামা
  482. ঘাউড়া মজিদ এখন শ্বশুর বাড়ি
  483. মেজাজ ফরটি নাইন ২
  484. কপালের নাম গোপাল
  485. কুসুম কুসুম প্রেম
  486. তোমাকে চাই
  487. ঢাকাইয়া কোরবানি
  488. স্টার জন শাহ্
  489. বন্ধু আমরা
  490. দ্যা বস
  491. গোলাপী ঘুড়ি
  492. মাছের দেশের মানুষ
  493. ঘাউড়া মজিদ হানিমুনে
  494. গুলজার
  495. জীবন বাবুর চিঠি
  496. সোনা বৌ
  497. লক্ষ্মী ছেলে
  498. ওপেন টি বায়োস্কোপ
  499. শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে
  500. ফেরারি মন
  501. যমজ ৯
  502. ওরে বাবা মান সম্মান
  503. বিউটি ফোবিয়া
  504. সান্ত্বনা দে
  505. ব্রেইন ওয়াশ
  506. হাই প্রেসার ২
  507. চশমা পরিবার
  508. মাহিনের লাল ডায়েরি
  509. সারপ্রাইজ
  510. আমি একজন হাতেম তাঈ হতে চাই
  511. অতি লোভে তাঁতি নষ্ট
  512. প্রফেসর টম এ্যান্ড জেরি
  513. তকদীর
  514. এখানে জীবনানন্দ নেই
  515. হাই প্রেসার
  516. হাই প্রেসার ২
  517. উগান্ডা মাসুদ
  518. যমজ ১০
  519. গৃহ শিক্ষক দিচ্ছি নিচ্ছি
  520. ঘাউরা মজিদ এখন ব্যবসায়ী
  521. ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক
  522. হিটলারের মৃত্যু চাই
  523. দানব
  524. দরদী মজনু
  525. ক্যারিয়ার
  526. বন্ধু আমরা
  527. আস্থা
  528. আবুলের ব্রেইন ওয়াশ
  529. হায় সমশেদ
  530. হায় বেবি
  531. বিয়ের দাওয়াত রইলো
  532. শালার জ্বালা
  533. মাহিনের রূপবান বিয়ে
  534. বুজুগ
  535. পোশাকে বংশের পরিচয়
  536. সঙ্গীত প্রেমী
  537. কিড সোলয়মান ২
  538. ওস্তাদের মাইর মাঝ রাতে
  539. ভন্ড যুগল
  540. স্টার জনশাহ্
  541. বিয়ে চাঁদে
  542. ফ্যাট ম্যান
  543. ঠিকানা
  544. দ্যা বস
  545. ও ডাক্তার
  546. নীল দংশন
  547. লুজার্স
  548. কবুলিয়তনামা
  549. রাজন দ্যা কিং
  550. সেই রকম কাচ্চিখোর
  551. আদম (২০২০)
  552. তখনও সূর্য ডুবেনি
  553. মুই বরিশাইল্লা মুই বাংলাদেশী
  554. এক বৈশাখী ভোরে
  555. যে শহরে টাকা ওড়ে
  556. যমজ ১১
  557. যমজ ১২
  558. স্বর্ণমানব-৩
  559. আই অ্যাম আন্ডার অ্যারেস্ট
  560. পরী ও পানির বোতল
  561. গল্পওয়ালা
  562. রোদের অপেক্ষা
  563. ডিভোর্স ফটোগ্রাফি
  564. সাইজ ডাসনট ম্যাটার
  565. মাটির ব্যাংকে ভালোবাসা
  566. পাগল মন
  567. প্রেম বিজ্ঞান
  568. বনলতা আর জোনাকির গল্প
  569. এ ডে উইদাউট ফোন
  570. ভাইরাল মাসুদ (২০২০)
  571. উচ্চতর ভালোবাসা
  572. এই বৈশাখী ভোরে
  573. এখানে তো কোন ভুল ছিলো না
  574. লুকিয়ে বাঁচুক ভালোবাসা
  575. ম্যাগনেট বাবু
  576. কন্ট্রাক
  577. রাতপ্রহরী ফুলনদেবী
  578. বোধ
  579. কুসুমের ইচ্ছাপূরণ (২০২১)
  580. জামাই রাজা (২০২২)
  581. অনাত্মীয় দম্পতি (২০২১)[৪৭]
  582. প্রচ্ছদ (২০২১) [৪৮]
  583. বদলে যাওয়া মানুষ (২০২১) [৪৯][৫০]
  584. ঢোল মজিদ
  585. জায়াপতি তেলেসমাতি
  586. বাড়ি গাড়ি নারী
  587. বউ সেটিং
  588. আমি নার্ভাস
  589. ফরেন লাভার
  590. স্বপ্ন যাবে বাড়ি
  591. পাওনাদার
  592. চিরকুমার সংঘ
  593. সত্য বলতে চাই
  594. চাকরিজীবী বউ

টিভি ধারাবাহিক

সম্পাদনা
  1. ৪২০
  2. তোমার দোয়ায় ভালো আছি মা
  3. এফ এন এফ (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি)
  4. জিম্মি
  5. এই সময় সেই সব মানুষেরা
  6. এইম ইন লাইফ
  7. চাঁদের নিজের কোন আলো নেই
  8. আষাঢ়ের গল্প
  9. দশ হাজার এক টাকা
  10. এফ ডি সি
  11. ফুল এইচডি
  12. সিনেমাটিক
  13. ফিফটি ফিফটি
  14. ঘর কুটুম
  15. ভবের হাট
  16. ঘোড়ার ডিম
  17. তরিক আলী হাদারী
  18. হাউসফুল
  19. শূকনো পাতার নূপুর
  20. মামা ভাগ্নে
  21. পরশি বাড়ি
  22. পাটি গণিত
  23. মাইক
  24. মফিজ কট
  25. জামাই মেলা
  26. পুতুল খেলা
  27. রেড সিগন্যাল
  28. গরিবের বন্ধু
  29. মোহর শেখ
  30. সাকিন সারিসুরি
  31. সুখটান
  32. কালার অফ ক্যামব্রিজ
  33. রেডিও চকলেট
  34. ফোবিয়া
  35. ধান্দা
  36. কবুলীয়তনামা
  37. লঙ্কা কাণ্ড
  38. লড়াই
  39. পেরেশান
  40. লং মার্চ
  41. হারকিপ্টে
  42. ইউনিভার্সিটি
  43. ইয়েস বস নো বস
  44. পরিবার করি কল্পনা
  45. মেঘ বন্ধু
  46. আনন্দগ্রাম
  47. তিনি আসবেন
  48. রাস্কেল
  49. আদর্শ লিপি
  50. জোৎস্নাকাল
  51. অতিথি পাখি
  52. উড়াল পঙখী
  53. নগর আলো
  54. হাটা বাবা রিটার্ন
  55. ভায়োলিন
  56. শেষ বিকেলের গান
  57. চলিতেছে সার্কাস
  58. বেলা অবেলার গল্প
  59. লড়াই
  60. এই কূলে আমি আর ওই কূলে তুমি
  61. দ্যা ভিলেজ ইঞ্জিনিয়ার
  62. ঝামেলা আনলিমিটেড
  63. নো ম্যানস ল্যান্ড
  64. অচেনা প্রতিবিম্ব
  65. টেন মিলিয়ন ডলার
  66. অর্কিড
  67. প্রতিশোধ
  68. আমার কিছু মেঘ আছে
  69. হাওয়ায় মিঠাই
  70. চাঁদের চাঁদা
  71. ভালোবাসা কারে কয়
  72. চাটাম ঘর
  73. বউ দৌড়
  74. বৃহস্পতি তুঙ্গে
  75. মকো মালয়েশিয়া
  76. হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন
  77. চাঁন বিরিয়ানী
  78. বিবাহ হবে
  79. প্রিয়জন
  80. মাফ করে দেন
  81. মেডেল (২০২১) [৫১]
  82. বৌ দৌড়


ওয়েব চলচ্চিত্র/ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক ওটিটি টীকা
২০২১-২০২৩ মহানগর হারুন উর রশীদ আশফাক নিপুণ হইচই
২০২২ দ্য ব্রোকার আবু হায়াত মাহমুদ জিফাইভ
২০২২ ড্রাইভার রফিক ইফতেখার চৌধুরী বায়োস্কোপ
২০২২ দৌড় রুহুল আমিন রায়হান খান হইচই
২০২২ দাগ ওসি আলমগীর সঞ্জয় সমাদ্দার চরকি
২০২২ আইজ্যাক লিটন আইজ্যাক লিটন আশরাফুজ্জামান বিঞ্জ
২০২২ কফিন রনি ভৌমিক বিঞ্জ
২০২২ তিন শরতের গল্প সেলিম হুমায়ুন রশিদ সম্রাট বায়োস্কোপ
২০২৩ মহানগর ২ হারুন উর রশীদ আশফাক নিপুণ হইচই
২০২৩ মোবারকনামা মোবারক গোলাম সোহরাব দোদুল হইচই

উপস্থাপক

সম্পাদনা

মেরিল-প্রথম আলো পুরস্কার

বছর সহশিল্পী
২০০৯ চঞ্চল চৌধুরী
২০১১ নুসরাত ইমরোজ তিশাচঞ্চল চৌধুরী
২০১২ রুমানা মালিক মুনমুনচঞ্চল চৌধুরী
২০১৪ নুসরাত ইমরোজ তিশাসাজু খাদেম
২০১৫ নুসরাত ইমরোজ তিশা

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
মেরিল প্রথম আলো পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
তারকা জরিপ পুরস্কার
১০ এপ্রিল ২০০৯ সেরা টিভি অভিনেতা ৪২০ মনোনীত
১০ এপ্রিল ২০১০ হাউসফুল বিজয়ী [৫২]
সেরা চলচ্চিত্র অভিনেতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনোনীত
২৯ এপ্রিল ২০১১ সেরা টিভি অভিনেতা এফএনএফ মনোনীত [৫৩]
২৬ এপ্রিল ২০১২ চাঁদের নিজস্ব কোনো আলো নেই বিজয়ী [৫৪]
সেরা চলচ্চিত্র অভিনেতা প্রজাপতি মনোনীত
২৫ এপ্রিল ২০১৩ সেরা টিভি অভিনেতা রেডিও চকোলেট মনোনীত
২৫ এপ্রিল ২০১৪ সিকান্দার বক্স এখন বিরাট মডেল বিজয়ী [৫৫]
সেরা চলচ্চিত্র অভিনেতা টেলিভিশন মনোনীত
৮ মে ২০১৫ সেরা টিভি অভিনেতা সেই রকম পানখোর বিজয়ী [৫৬]
২৮ এপ্রিল ২০১৬ সিকান্দার বক্স এখন নিজ গ্রামে বিজয়ী [৫৭]
সেরা চলচ্চিত্র অভিনেতা জালালের গল্প মনোনীত
২১ এপ্রিল ২০১৭ সেরা টিভি অভিনেতা বউগিরি বিজয়ী [৫৮]
৩০ মার্চ ২০১৮ দ্য জেন্টলম্যান মনোনীত
সেরা চলচ্চিত্র অভিনেতা হালদা মনোনীত
২৬ এপ্রিল ২০১৯ সেরা টিভি অভিনেতা দানব মনোনীত
৩০ ডিসেম্বর ২০২১ যমজ ১২ মনোনীত [৫৯]
২৭ মার্চ ২০২২ শেষটা অন্যরকম ছিল মনোনীত [৬০]
সমালোচক পুরস্কার
১০ এপ্রিল ২০০৯ সেরা টিভি অভিনেতা (সমালোচক) দেয়াল আলমারি বিজয়ী [৬১]
২৫ এপ্রিল ২০১৩ জর্দ্দা জামাল বিজয়ী
২৫ এপ্রিল ২০১৪ সেই রকম চা খোর বিজয়ী [৬২]
আভাঙ্কা চলচ্চিত্র উৎসব
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০১৫ শ্রেষ্ঠ অভিনেতা জালালের গল্প বিজয়ী
আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০১৩ ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র পার্শ্ব প্রতিক্রিয়া বিজয়ী [৬৩]
২০১৯ ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র যমজ ১২ বিজয়ী [৬৪]
১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্ব চরিত্র আশ্রয়
ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র তালমিছরি? না হাওয়াই মিঠাই! মনোনীত [৬৫]
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
৩ সেপ্টেম্বর ২০২২ সেরা অভিনেতা (সমালোচক) মহানগর বিজয়ী [৬৬]
২১ অক্টোবর ২০২৩ শ্রেষ্ঠ অভিনেতা তিন শরতের গল্প মনোনীত [৬৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Desk, Feature। "Happy Birthday to Mosharraf Karim | The Asian Age Online, Bangladesh"The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪ 
  2. "Mosharraf Karim turns 44"Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪ 
  3. "Mosharraf Karim Third Person Singular Number"World News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪ 
  4. "I take a long nap after Eid prayers: Mosharraf Karim"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪ 
  5. "More of Mosharraf on television"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪ 
  6. "Mosharraf Karim gears up for Eid"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪ 
  7. "'মহানগর' ওয়েব সিরিজের সম্পদ হয়ে থাকল অভিনয়"Anandabazar Potrika। জুন ২৮, ২০২১। 
  8. বিনোদন প্রতিবেদক (আগস্ট ২২, ২০১৬)। "ঘুম থেকে তুলে মোশাররফ করিমের জন্মদিন পালন"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  9. আসিফ আলম (২২ আগস্ট ২০১৬)। "শুভ জন্মদিন মোশাররফ করিম"নিউজনেক্সট। ঢাকা, বাংলাদেশ। ২৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  10. "আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোশাররফ করিম"দৈনিক নয়া দিগন্ত। ঢাকা, বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  11. "Mosharraf Karim turns 44"ডেইলি সান। ঢাকা, বাংলাদেশ। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "Meril-Prothom Alo Award ceremony held"ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। এপ্রিল ১১, ২০০৯। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  13. "মোশাররফ-মোনার খুনসুটি"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। নভেম্বর ১৯, ২০১২। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  14. "Mosharraf and Rakhi pair up for eid special"রাইজিংবিডি। ঢাকা, বাংলাদেশ। ১৫ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  15. "Mosharraf Karim in search of his wife"ঢাকা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ৩১, ২০১৪। ২৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  16. "Rockstar Mosharraf"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সেপ্টেম্বর ১৩, ২০১৪। ২১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  17. "ঈদের নাটকে মোশাররফ করিম ও আশা"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২০ মে ২০১৫। ২৫ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  18. "হিটলার থেকে 'হিটার' মোশাররফ করিম"ভোরের ডাক। ঢাকা, বাংলাদেশ। ১২ জুলাই ২০১৫। ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  19. "প্রথমবার মোশাররফ করিম-পূর্ণিমা"ভোরের পাতা। ঢাকা, বাংলাদেশ। ৪ সেপ্টেম্বর ২০১৫। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  20. "'আমার ইচ্ছে করে না' নাটকে শখ-মোশাররফ করিমের জুটি"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ৬ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  21. "'হাইপোথিসিস' নিয়ে মোশাররফ করিম"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  22. "মাতাল মোশাররফ করিম"দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। ২৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. "প্রভাকে নিয়ে ঝামেলায় মোশাররফ করিম"আমাদের সময়। ঢাকা, বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  24. "বহুরূপী মোশাররফ করিম"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। মে ২৫, ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  25. "এবার মোশাররফ করিমের 'যমজ ৫'"দৈনিক আমাদের সময়। ঢাকা, বাংলাদেশ। ১১ মার্চ ২০১৬। ১৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  26. মারুফ কিবরিয়া (১৭ জুন ২০১৬)। "নানান রূপে মোশাররফ করিম"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  27. "মোশাররফ করিমের চিত্রনাট্যে 'ও ডাক্তার'"দৈনিক যুগান্তর। ১৪ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 
  28. "বিজয় দিবসে মোশাররফ করিমের নাটক 'নীল দংশন'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 
  29. "Busy actor Mosharraf Karim"ঢাকা মিরর। ঢাকা, বাংলাদেশ। অক্টোবর ৩১, ২০১০। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  30. "পর্তুগালে সেরা হলেন মোশাররফ করিম"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা, বাংলাদেশ। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  31. "'অজ্ঞাতনামা'য় মোশাররফ, নিপুণ"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। মে ৪, ২০১৫। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  32. শাহনেওয়াজ, আলতাফ (৩০ নভেম্বর ২০১৭)। "হালদা অ্যান্ড কোং"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭ 
  33. "IFFI Goa 2018"নিউ এজ 
  34. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান মোশাররফ ক‌রিমের | বিনোদন"দৈনিক ইত্তেফাক। ৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 
  35. আনন্দ প্রতিদিন প্রতিবেদক (৫ ফেব্রুয়ারি ২০১৬)। "পণ্যদূত মোশাররফ করিম"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  36. স্টাফ রিপোর্টার (৬ ফেব্রুয়ারি ২০১৬)। "আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোশাররফ করিম"দৈনিক ইনকিলাব। ঢাকা, বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  37. প্রতিবেদক, নিজস্ব। "ক্ষমা চেয়েছেন মোশাররফ করিম!"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  38. অনলাইন প্রতিবেদক (জানুয়ারি ২৯, ২০১৪)। "স্ত্রীর সঙ্গে আবারও জুটি হলেন মোশাররফ করিম"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 
  39. "'দারুচিনি দ্বীপ' পুরস্কৃত"। ২০১৮-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩ 
  40. "অস্কারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১০ 
  41. Rabbani, Golam (মে ২৯, ২০১০)। "প্রজাপতির গল্প"Kaler Kantho। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৫ 
  42. ''বিনোদন প্রতিবেদক (৭ জুলাই, ২০১২). ফারুকীর ‘টেলিভিশন’ সাফল্য ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৪-২৪ তারিখেদৈনিক প্রথম আলো (ঢাকা, বাংলাদেশ) সংগৃহীত হয়েছে: ১২ জুলাই, ২০১২
  43. "আসছে 'জালালের গল্প', আসছেন মোশাররফ করিম"প্রথম আলো। ১৮ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৫ 
  44. "ঈদের রাতে ইউটিউবে মুক্তি পেলো কামুর 'দি ডিরেক্টর'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৬-০৬। ২০২০-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৫ 
  45. "মোশাররফ করিমের 'ডিকশনারি' মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ জানুয়ারি ২০২১। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২১ 
  46. Television, Jamuna। "৬৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের 'হুব্বা'"যমুনা টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০ 
  47. "ডিভোর্সি মোশাররফ-তারিনের 'অনাত্মীয় দম্পতি'"NTV Online। ৬ জুলাই ২০২১। 
  48. "ঈদের দিন এনটিভিতে চার নাটক ও এক শর্টফিল্ম"NTV Online। Dhaka। জুলাই ২১, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২১ 
  49. "'বদলে যাওয়া মানুষ' মোশাররফ করিম"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ১৩, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২১ 
  50. "আজ এনটিভিতে চার ঈদ নাটক"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ২৫, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২১ 
  51. "এনটিভিতে 'মেডেল' নিয়ে আসছেন মোশাররফ করিম"NTV Online। ৯ জুন ২০২১। 
  52. আলম, জাহাঙ্গীর (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭ 
  53. "প্রথম পর্বে মনোনয়ন পেলেন যাঁরা"www.prothom-alo.com। ২০১০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২ 
  54. আলম, জাহাঙ্গীর (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭ 
  55. "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭ 
  56. "Meril Prothom Alo Awards Gala Night"দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭ 
  57. "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭ 
  58. "দর্শক ভোটে মোশাররফ করিম সেরা টিভি অভিনেতা"দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  59. "জনপ্রিয় বিভাগে যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ 
  60. "তারকা জরিপ ও সমালোচক পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ১২ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  61. "Meril-Prothom Alo Award ceremony held"দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  62. "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  63. শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  64. "'আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯' পেলেন যারা"আরটিভি অনলাইন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  65. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  66. "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ 
  67. "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা