তারিক আনাম খান

বাংলাদেশী অভিনেতা

তারিক আনাম একজন বাংলাদেশী অভিনেতা। তিনি মঞ্চটেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধাও[২] তিনি ২০১৪ সালে দেশা: দ্য লিডার চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে এবং ২০১৯ সালে আবার বসন্ত চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তারিক আনাম খান
TAK pic.jpg
জন্ম
তারিকুল আনাম খান

(1953-05-10) ১০ মে ১৯৫৩ (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
উচ্চতা৬ ফু ২ ইঞ্চি (১.৮৮ মি)
দাম্পত্য সঙ্গীনিমা রহমান (১৯৮৫–বর্তমান)
সন্তানআরিক আনাম খান
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)

মঞ্চনাটকসম্পাদনা

তারিক আনাম ১৯৯০ সালের নাট্যকেন্দ্র নামে একটি নাটকদল প্রতিষ্ঠা করেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকেন্দ্র থেকে প্রযোজিত একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।[৩]

টেলিভিশনসম্পাদনা

নাটকসম্পাদনা

  • প্রচ্ছদ (২০২১) [৪]

চলচ্চিত্র সমূহসম্পাদনা

সাল চলচ্চিত্র চরিত্র
১৯৮০ ঘুড্ডি তারিক
১৯৮১ লাল সবুজের পালা মধু
১৯৮৫ সুরুজ মিয়া সুরুজ মিয়া
১৯৯৭ আমার ঘর আমার বেহেশত
২০০৪ জয়যাত্রা তরফদার
২০০৬ রানীকুঠির বাকি ইতিহাস অতিথি চরিত্রে
২০০৭ মেড ইন বাংলাদেশ ডিসি আখতার ঊদ্দিন খান
আহা! মল্লিক সাহেব
২০০৮ দ্যা লাস্ট ঠাকুর ঠাকুর
২০১০ জাগো কোচ সফু
২০১২ ঘেটুপুত্র কমলা জমিদার চৌধুরী হেকমত আলী
২০১৪ জোনাকির আলো
দেশা: দ্য লিডার হাসান হায়দার
২০১৫ জিরো ডিগ্রি
পদ্ম পাতার জল শাহবাজ নেওয়াজ খান
রান আউট সাদিক
অমি ও আইসক্রিমওয়ালা
২০১৭ ভালোবাসা এমনই হয়
আঁখি ও তার বন্ধুরা
২০১৮ সুপার হিরো কে এম খলিল, একজন বাংলাদেশী মিসাইল স্পেশালিস্ট বিজ্ঞানী
২০১৯ আবার বসন্ত ইমরান চৌধুরী
বেপরোয়া
নোলক কাদের তালুকদার
সাপলুডু আহসান উল্লাহ, সংসদ সদস্য
২০২৩ পেয়ারার সুবাস

ওয়েব ধারাবাহিকসম্পাদনা

বছর শিরোনাম ওটিটি চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০২১ কন্ট্রাক্ট জি৫ চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরিফিন শুভ, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান,‌ শ্যামল মাওলা, ইরেশ যাকের, রওনক হাসান, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায় তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

বছর পুরস্কারের নাম বিভাগ নাটক ফলাফল সূত্র
১৯৯৯ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) বিজয়ী
২০১৩ আরটিভি স্টার অ্যাওয়ার্ড মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র একটি বিশেষ ঘোষণা বিজয়ী [৫]
২০১৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী দেশা: দ্য লিডার বিজয়ী [৬]
২০১৭ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) মাধবীলতা গ্রহ আর না মনোনীত
২০১৯ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র উবার মনোনীত [৭]
২০২০ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা আবার বসন্ত বিজয়ী [৮]

তথ্যসূত্রসম্পাদনা

  1. বিবিসি বাংলায় দেয়া সাক্ষাতকার
  2. "সাতক্ষীরা জেলাঃ এই যুদ্ধে অংশগ্রহণ করেন যারা"। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. দুই যুগে নাট্যকেন্দ্র: দৈনিক আমাদের সময়
  4. "ঈদের দিন এনটিভিতে চার নাটক ও এক শর্টফিল্ম"NTV Online। Dhaka। জুলাই ২১, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২১ 
  5. শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬ 
  7. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  8. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯: শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম, অভিনেত্রী সুনেরাহ"বাংলা ট্রিবিউন। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা